চীনা রকেটের ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে পড়তে পারে: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i91364-চীনা_রকেটের_ধ্বংসাবশেষ_তুর্কমেনিস্তানে_পড়তে_পারে_রিপোর্ট
চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৯, ২০২১ ০৫:৫৫ Asia/Dhaka
  • লং মার্চ ফাইভ বি’-এর উৎক্ষেপণ
    লং মার্চ ফাইভ বি’-এর উৎক্ষেপণ

চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন’র রিপোর্টার জিম স্কিউটো গতকাল (শনিবার) জানিয়েছেন, লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানরে কোথাও পড়তে পারে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলে, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছ। গতকাল অবশ্য, খবর ছড়িয়ে পড়ে, রকেটটির ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।  এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যা যেকোন সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।#

পার্সটুডে/এসআইবি/৯