টেক্সাসে বিপজ্জনক অবস্থার মধ্যে হাজার হাজার শিশু অভিবাসী
(last modified Sun, 30 May 2021 06:58:22 GMT )
মে ৩০, ২০২১ ১২:৫৮ Asia/Dhaka
  • এল পাসোর একটি বন্দীশিবির
    এল পাসোর একটি বন্দীশিবির

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি অস্থায়ী বন্দীশিবিরে চার হাজার তিনশ’র বেশি শিশু অভিবাসী আটক রয়েছে। এসব শিশুর বেশিরভাগই সঙ্গীবিহীন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছে।

বন্দী এসব শিশুর বেশিরভাগই ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং তারা মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকেছে। কয়েক সপ্তাহ ধরে তারা আটক থাকলেও তাদেরকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না।

নয় সপ্তাহ আগে মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের লোকজন এসব শিশুকে আটক করে এল. পাসো শহরের একটি সামরিক ঘাঁটিতে রাখে। ঘাঁটির ভেতরের চাইল্ড অ্যাডভোকেট, রিপ্রেজেন্টেটিভ এবং কন্ট্রাক্ট ওয়ার্কার্সরা বলছেন, স্থাপনার ব্যবস্থাপনা খুবই দুর্বল এবং শিশুরা নানারকম রোগ-ব্যাধিতে ভুগছে। এত সামান্য জায়গায় তাদেরকে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।  

টেক্সাসের প্রতিনিধি পরিষদ সদস্য ভ্যারোনিকা এসকোবার এল পাসে টাইমসকে বলেছেন, অল্প জায়গায় শত শত শিশু থাকতে বাধ্য হচ্ছে। এই পরিবেশ তাদেরকে দেখভাল করার অবস্থা অসম্ভব করে তুলেছে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/৩০