ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটিশ ও আয়ারল্যান্ডের প্রতি বেলফাস্টের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i92728
ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের ওপর ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৭, ২০২১ ১১:১৫ Asia/Dhaka
  • ইসরাইলি রাষ্ট্রদূত বহিস্কারের দাবিতে বিক্ষোভ
    ইসরাইলি রাষ্ট্রদূত বহিস্কারের দাবিতে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের ওপর ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

সম্প্রতি ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়েছে। এতে ২৬০ ফিলিস্তিনি শহীদ এবং ১,৯৪৮ জন আহত হয়েছেন। এছাড়া, এক হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

বেলফাস্ট সিটি কাউন্সিলের বামপন্থী পার্টি একটি প্রস্তাব পাস করেছে যাতে ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার করার জন্য ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানানো হয়। সিটি কাউন্সিলে পাস হওয়া প্রস্তাব দ্রুত কার্যকর করার দাবি জানান হয়েছে।

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ চলছে। এর অংশ হিসেবে সম্প্রতি আমেরিকার ওকল্যান্ড বন্দর শ্রমিকরা ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৭