আমেরিকায় বন্দুক সহিংসতা: ফ্লোরিডায় নারীসহ নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i92736-আমেরিকায়_বন্দুক_সহিংসতা_ফ্লোরিডায়_নারীসহ_নিহত_৩
মার্কিন সমাজে বিরাজমান বন্দুক সহিংসতার ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এছাড়া, গোলাগুলির এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২১ ১৫:৩১ Asia/Dhaka
  • আমেরিকায় বন্দুক সহিংসতা: ফ্লোরিডায় নারীসহ নিহত ৩

মার্কিন সমাজে বিরাজমান বন্দুক সহিংসতার ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এছাড়া, গোলাগুলির এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন।

মিয়ামি পুলিশ বলছে, প্রাণঘাতী এই সংঘর্ষ গতরাত ২টার দিকে শুরু হয়। একটি গ্রাজুয়েশন পার্টি  চলাকালীন সেখানে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

হামলাকারীরা সন্দেহভাজন দুটি গাড়ির ভেতর থেকে গুলি চালায়। এসময় একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের দেয়ালে ধাক্কা খায় এবং গাড়ির ভিতরে অস্ত্রসহ দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরপর দুটি সপ্তাহান্তে মিয়ামি শহরে বন্দুক সহিংসতার ঘটনা ঘটলো। আগের সপ্তাহে ঠিক একই ধরনের ঘটনা ঘটে এবং তাতে দু'জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এছাড়া, গতকাল আমেরিকার লুইজিয়ানা শহরেও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে যাতে অন্তত সাতজন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ওই নারীর মুখে গুলি লেগেছে।#

পার্সটুডে/এসআইবি/৭