হারিকেন নিকোলের আঘাতে পাঁচ জনের মৃত্যু, রেখে গেছে নজিরবিহীন ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i115782-হারিকেন_নিকোলের_আঘাতে_পাঁচ_জনের_মৃত্যু_রেখে_গেছে_নজিরবিহীন_ধ্বংস
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে হারিকনে নিকোলের তাণ্ডবে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া এই হারিকেন রেখে গেছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্ন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২২ ১৮:১৮ Asia/Dhaka
  • নিকোলের আঘাতে ধ্বংসযজ্ঞ
    নিকোলের আঘাতে ধ্বংসযজ্ঞ

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে হারিকনে নিকোলের তাণ্ডবে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া এই হারিকেন রেখে গেছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্ন।

নিকোলের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুসংখ্যক হোটেল এবং অ্যাপার্টমেন্ট ভবন।

ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র উপকূলের অন্তত ২৪টি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। এসব হোটেল ভবনকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করা হয়। হারিকেন নিকোল ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়ে বৃহস্পতিবার উপকূলে আঘাত হানে। নিহতদের মধ্যে অরেঞ্জ কাউন্টিতে দুইজন এবং টার্নপাইক অঞ্চলের দুইজন রয়েছে।  

১২০ কিলোমিটার বেগে হারিকেন নিকোল উপকূলে আঘাত থানার পর সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে তিন লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে। গতকাল (শুক্রবার) পর্যন্ত ৪৪ হাজার ৫০০ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ভলুসিয়া কাউন্টির বিদ্যুৎ বিভাগের ম্যানেজার জর্জ রেকটেনওয়াল্ড বলেন, "হারিকেন নিকোল আমাদের উপকূল জুড়ে নজিরবিহীন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে বহু সময় লাগবে।"#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।