মার্টিন লুথার কিং ডে’ উদযাপন করতে গিয়ে
ফ্লোরিডায় গুলিতে নিহত ১ আহত ৭
মার্টিন লুথার কিং জুনিয়র ডে উপলক্ষে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের পোর্ট পিয়ার্সের একটি পার্কে আয়োজিত ব্লক পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ অংশ নেন এবং সেখানে লাইভ মিউযিক ও কার শোর আয়োজন করা হয়।
স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে এই বন্দুক সহিংসতা শুরু হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে মার্টিন লুথার কিং ডে উপলক্ষে শান্তিবাদী প্যারেড শেষ হয়।
সেইন্ট লুইস কাউন্টির ডেপুটি শেরিফ ব্রায়ান হেস্টার জানিয়েছেন, দুর্বৃত্তদের বন্দুক সহিংসতা শুরু হলে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং লোকজন যে যার মতো দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। এ সময় আটজন গুলিতে আহত হন যার মধ্যে একজন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সেইন্ট লুইস কাউন্টির শেরিফ কেন মাসকারা সংবাদ ব্রিফিংয়ে বলেন, নিহত ব্যক্তি ৩০ বছরের একজন নারী। তিনি ওই পার্টিতে তার ছয় বছরের মেয়ে শিশুকে নিয়ে অংশ নেন। এছাড়া, চার ব্যক্তি দৌড়ে পালাতে গিয়ে আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।