তাইওয়ানে বিদেশিদের হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না: চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i93224-তাইওয়ানে_বিদেশিদের_হস্তক্ষেপ_মোটেই_সহ্য_করা_হবে_না_চীনের_হুঁশিয়ারি
চীন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে বিদেশিদের হস্তক্ষেপ একেবারেই সহ্য করা হবে না। তাইওয়ানের সাথে গোপন সহযোগিতার যেকোন রকমের তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেয়া হবে বলেও বেইজিং উল্লেখ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২১ ১৯:২৭ Asia/Dhaka
  • মা জিয়াওকুয়াং
    মা জিয়াওকুয়াং

চীন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে বিদেশিদের হস্তক্ষেপ একেবারেই সহ্য করা হবে না। তাইওয়ানের সাথে গোপন সহযোগিতার যেকোন রকমের তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেয়া হবে বলেও বেইজিং উল্লেখ করেছে।

চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওকুয়াং আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

এর আগে গতকাল তাইপে সরকার বলেছিল, চীনা বিমান বাহিনীর ২৮টি বিমান তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল।

এ সম্পর্কে মা জিয়াওকুয়াং বলেন, উত্তেজনা সৃষ্টির জন্য তাইওয়ান সরকারকেই দায়ী করা উচিত। তিনি বলেন, বেইজিং বিশ্বাস করে যে, স্ব-শাসিত তাইওয়ান দ্বীপ আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য বিদেশিদের সঙ্গে কাজ করছে। কিন্তু এই ধরনের স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টা অথবা বিদেশিদের দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ- কোনটাই সহ্য করবে না বেইজিং।

গত রোববার কথিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের নেতারা চীনের বিরুদ্ধে সিংকিয়াং, তাইওয়ান এবং হংকংসহ করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নানা রকম অভিযোগ তুলেছেন। জি সেভেনের এই সমস্ত বক্তব্যকে কঠোর ভাষায় সমালোচনা করে প্রত্যাখ্যান করেছে চীন।#

পার্সটুডে/এসআইবি/১৬