ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকছে ৪৫ ভাগ মার্কিন নাগরিক: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i9328-ইন্টারনেট_ব্যবহার_থেকে_বিরত_থাকছে_৪৫_ভাগ_মার্কিন_নাগরিক_জরিপ
আমেরিকার প্রায় অর্ধেক মানুষ গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রয়েছে। তারা ইন্টারনেটে অনেক মৌলিক কাজ করা বন্ধ করে দিয়েছে। ৪১ হাজার বাড়িতে চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০১৬ ০০:২৫ Asia/Dhaka
  • ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকছে ৪৫ ভাগ মার্কিন নাগরিক: জরিপ

আমেরিকার প্রায় অর্ধেক মানুষ গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রয়েছে। তারা ইন্টারনেটে অনেক মৌলিক কাজ করা বন্ধ করে দিয়েছে। ৪১ হাজার বাড়িতে চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ৪৫ শতাংশ মানুষ বলেছেন, গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে তারা সামাজিক নেটওয়ার্কে পোস্ট দেয়া, ফোরামে মতামত প্রকাশ করা এবং ওয়েবসাইটের মাধ্যমে জিনিস কেনার মতো অনেক মৌলিক কাজই ইন্টারনেটে বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকারের বাণিজ্য বিভাগের টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন শাখা এ জরিপ চালিয়েছে।

জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে ২০ শতাংশ বলেছে, এ জরিপ চালানোর আগের বছরই তারা অনলাইনের নিরাপত্তা ফাঁস হওয়া, পাসওয়ার্ড চুরিসহ নানা রকম সমস্যায় পড়েছে। জরিপে অংশ নেয়া প্রতি তিনজনের মধ্যে দুজনই এ ধরনের চুরির ঘটনাকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ বলে জানিয়েছে।

সংকেতের মাধ্যমে ইমেইল পাঠানো বা তথ্য আদান-প্রদানের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে এ ধরনের সমস্যা এড়ানোর কথা জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে হাতে গোণা কয়েকজন ভাবছে বলেও জানা গেছে। এ জরিপে দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারের বদলে এ থেকে বিরত থাকার পথই উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক বেছে নিয়েছে।#

মূসা রেজা/সিরাজুল ইসলাম/১৫