ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুন: বাইডেনকে ৬৮২ রাজনীতিক ও শিক্ষাবিদের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i93412-ফিলিস্তিনিদের_অধিকার_রক্ষা_করুন_বাইডেনকে_৬৮২_রাজনীতিক_ও_শিক্ষাবিদের_আহ্বান
বিশ্বের ৬৮২ জন রাজনীতিক, শিক্ষাবিদ, শান্তিকর্মী এবং নোবেল বিজয়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়নের অবসানেরও আহ্বান জানান।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ১৯, ২০২১ ১৯:০৯ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

বিশ্বের ৬৮২ জন রাজনীতিক, শিক্ষাবিদ, শান্তিকর্মী এবং নোবেল বিজয়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়নের অবসানেরও আহ্বান জানান।

এক খোলা চিঠিতে এই ৬৮২ ব্যক্তি মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির কেন্দ্রে রাখার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানান। চলতি সপ্তাহের প্রথম দিকে তাদের এই খোলাচিঠি প্রকাশিত হয়। চিঠিতে তারা ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ও নিপীড়নের অবসানে সাহায্য করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

চিঠিতে আরো বলা হয়েছে, যদি আমেরিকা ন্যায় বিচার এবং জবাবদিহিতার বিষয়ে উদাসীন থাকে তাহলে সমস্ত মানুষের জন্য টেকসই শান্তি ও ন্যায়বিচার অলীক কল্পনা থেকে যাবে।

বিশ্বের বিভিন্ন দেশের যেসব ব্যক্তি এই চিঠিতে সই করেছেন তার মধ্যে রয়েছেন ইসরাইলের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন-ইয়াইর, সাবেক নেসেট স্পিকার আবরাহাম বুর্গ, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত তায়াক্কল কারমান, ইসরাইলের শিক্ষাবিদ ইলান পাপ্পে, ও মার্কিন শিক্ষাবিদ অধ্যাপক নোয়াম চমস্কি।#

পার্সটুডে/এসআইবি/১৯