কালা নু শহরে যুদ্ধবিরতির খবর দিলেন বাগদিসের গভর্নর শামস
https://parstoday.ir/bn/news/world-i94638-কালা_নু_শহরে_যুদ্ধবিরতির_খবর_দিলেন_বাগদিসের_গভর্নর_শামস
তালেবান গোষ্ঠী ও সরকারি সৈন্যদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগদিস প্রদেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২১ ০৭:৫৪ Asia/Dhaka
  • বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস
    বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস

তালেবান গোষ্ঠী ও সরকারি সৈন্যদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগদিস প্রদেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস বলেছেন, প্রদেশের গোত্র প্রধানদের মধ্যস্থতায় বৃহস্পতিবার দুপুর থেকে ‘কালা নু’ শহরে আফগান সৈন্য ও তালেবান অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে।

যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে শামস তা ঘোষণা করেননি; তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন পর্যন্ত সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত হয়েছে দু’পক্ষ।

গত আট দিন ধরে বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর কালা নু’র নিয়ন্ত্রণ নিয়ে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এতে বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। কালা নু শহরটি সর্বশেষ আফগানিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।