জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে আশ্রয় মিলেছে গবাদিপশুর
https://parstoday.ir/bn/news/world-i95420-জীবন_বাঁচাতে_সমুদ্র_সৈকতে_আশ্রয়_মিলেছে_গবাদিপশুর
তুরস্কের দাবানল বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ উপকূলীয় এলাকার কৃষকরা তাদের গবাদি পশুগুলোকে রক্ষার জন্য সমুদ্র উপকূলে নিয়ে গেছেন। সাধারণত এই সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৩, ২০২১ ১০:৩৮ Asia/Dhaka
  • সমুদ্র তীরে নেয়া হচ্ছে গাবদিপশু
    সমুদ্র তীরে নেয়া হচ্ছে গাবদিপশু

তুরস্কের দাবানল বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ উপকূলীয় এলাকার কৃষকরা তাদের গবাদি পশুগুলোকে রক্ষার জন্য সমুদ্র উপকূলে নিয়ে গেছেন। সাধারণত এই সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করেন।

উপকূলীয় মার্মারিস শহরে দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই করছেন। এরইমধ্যে ইরান, আজারবাইজান, রাশিয়া এবং ইউক্রেন দাবানল নেভাতে সাহায্য করার জন্য দমকলকর্মী পাঠিয়েছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আগুন নেভানোর জন্য দমকল বাহিনী পাঠানো হয়েছে।

দাবানল নেভানোর চেষ্টায় হেলিকপ্টার থেকে পানি ছোঁড়া হচ্ছে

তুর্কি এবং বিদেশি দমকলকর্মীরা এক সপ্তাহ ধরে দাবানল নেভানোর চেষ্টা করছেন। কিন্তু গ্রীষ্মের ভয়াবহ উষ্ণতা দাবানল নেভানোর কাজে অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে।

দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে

দাবানলে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন মানাবগাত এলাকায় এবং আরেকজন মার্মারিস শহরে মারা গেছেন। দাবানলের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চাপের মুখে পড়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩