সহস্রাধিক তালেবানকে আটক ও পারিয়ান মুক্ত করার দাবি পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের
https://parstoday.ir/bn/news/world-i96942-সহস্রাধিক_তালেবানকে_আটক_ও_পারিয়ান_মুক্ত_করার_দাবি_পাঞ্জশিরের_প্রতিরোধ_ফ্রন্টের
আফগানিস্তানের পাঞ্জশিরের তালেবান বিরোধী ফ্রন্ট এক হাজারের বেশি তালেবান যোদ্ধাকে আটকের দাবি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৭:৫১ Asia/Dhaka
  • পাঞ্জশিরের আহমাদ মাসুদ (সামনে)
    পাঞ্জশিরের আহমাদ মাসুদ (সামনে)

আফগানিস্তানের পাঞ্জশিরের তালেবান বিরোধী ফ্রন্ট এক হাজারের বেশি তালেবান যোদ্ধাকে আটকের দাবি করেছে।

তালেবান বিরোধী ফ্রন্টের নেতা আহমাদ মাসুদ এসব বন্দির সামনে নিজেদের নীতি-অবস্থান তুলে ধরে ভাষণ দেবেন বলে কথা রয়েছে।

পাঞ্জশিরে তালেবান বিরোধী ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এ সম্পর্কে বলেছেন, এক হাজারের বেশি তালেবান পিছুহটার সময় অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর তাদেরকে বন্দি করা হয়। এছাড়া অনেকে নিহতও হয়েছে। প্রদেশটির পারিয়ান জেলাটি তালেবানের কাছ থেকে মুক্ত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সম্প্রতি পারিয়ান জেলাটি দখলে নিয়েছিল তালেবান। আফগান বার্তা সংস্থা ‘আভা’ এসব তথ্য জানিয়েছে।

তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তালেবানের মুখপাত্র বেলাল কারিমি দাবি করেছেন, পাঞ্জশিরের প্রধান শহর বারাজাক এবং রাখা জেলা ছাড়া পুরো প্রদেশ এখন তাদের নিয়ন্ত্রণে।

এ অবস্থায় আফগানিস্তানের বিভিন্ন দলের নেতারা পাঞ্জশিরে হামলা বন্ধ করে তালেবানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

জমিয়তে ইসলামির প্রধান সালাউদ্দিন রব্বানি বলেছেন, তালেবানের উচিৎ দ্রুত হামলা বন্ধ করে আলোচনায় বসা। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও এক বার্তায় পাঞ্জশিরে হামলা বন্ধ করে আলোচনার বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।