194
রমজান: আত্মশুদ্ধির মহোৎসব (পর্ব-১৮)
এখনো সে পুণ্য রাত্রি নামে পৃথিবীতে, কিন্তু প্রাণ
এক অন্ধকার ছেড়ে অন্য এক আঁধারে হারায়,
ঊর্ধ্বের ইঙ্গিত আসে লক্ষ মুখে, অজস্র ধারায়;
নর্দমার কীট শুধু পাপ-পঙ্কে খোঁজে পরিত্রাণ।
.... আত্মার প্রশান্তি গ্রাস করে ছায়া উদ্ভ্রান্ত মতের;
সে আজ দেখাতে রাহা এ সংশয়ে,... শবেকদরের
কত অপলক দৃষ্টি জাগে আজও যে পথ-সন্ধানে;
জুলমাতের এলাকায় বলে দাও নিঃসঙ্গ খিজির।’-ফররুখ