এপ্রিল ১৮, ২০২২ ১৭:১৩ Asia/Dhaka

দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি/রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি। রহমতে পূর্ণ/পাপরাশি চূর্ণ/রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।

পবিত্র রমজান আত্মশুদ্ধির জন্য সর্বোত্তম মাস। আত্মশুদ্ধির জন্য কুরআন অধ্যয়ন বা গভীর মনোযোগ দিয়ে কুরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা-ভাবনা করা জরুরি। এ ছাড়াও মহাপুরুষদের মনোনীত বা পঠিত দোয়াগুলোও মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে ও আত্মশুদ্ধির পথে সহায়তা করে বলে পবিত্র রমজান মাসে এ ধরনের দোয়া বা মুনাজাত পাঠ করাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন আধ্যাত্মিক সাধক ও বিশেষজ্ঞরা। এ ধরনের বিশেষ দোয়ার মধ্যে রয়েছে মুনাজাতে শাবানিয়্যা, দোয়া-ই কুমাইল, দোয়াই ইফতিতাহ, কুফার মসজিদে পঠিত হযরত আলীর দোয়া, দোয়া-ই জৌশান কাবির ও দোয়া-ই জৌশান সাগির, দোয়া-ই মাকারিমুল আখলাক ইত্যাদি। ইমাম সাজ্জাদ (আ)'র রচিত দোয়ার বই 'সহিফা-ই সাজ্জাদিয়া'সব মুমিন মুসলমানের কাছেই রাখা উচিত। এ বইয়ে উল্লেখিত অন্যতম বিখ্যাত দোয়া হল দোয়া-ই মাকারিমুল আখলাক্।

মুনাজাতে শাবানিয়্যার একাংশে বলা হয়েছে:

"হে আমাদের ইলাহ্! আমাদেরকে ঐ সব ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না যাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যাদের ভুল-ত্রুটি তাদেরকে আপনার ক্ষমা থেকে বাধাগ্রস্ত করেছে। হে আমাদের ইলাহ্! আপনি আমাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আপনার দিকে পুরোপুরি রুজু হওয়ার তওফিক দিন। আমাদের অন্তরের চোখগুলোকে আপনার দিকে দৃষ্টি দেয়ার মাধ্যমে আলোকিত করে দিন যাতে করে আমাদের অন্তঃ-চক্ষুর দৃষ্টি আলোর পর্দাগুলো ভেদ করে মহত্ত্বের খনিতে গিয়ে উপনীত হয় এবং আপনার পবিত্র সত্তার সম্মানের সাথে আমাদের আত্মা সংযুক্ত হয়।"

হযরত আলী (আ.) আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কুরআনের নানা আয়াত উল্লেখ করে মুনাজাতে বলতেন: 'হে আল্লাহ! আমাকে সেদিনের অনিষ্ট থেকে বাঁচান যেদিন ধন-সম্পদ ও সন্তান কোন উপকারে আসবে না; কেবল সে ছাড়া যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।(২৬:৮৮) যেদিন জালেম নিজের হাতে কামড় দিতে দিতে বলবে, আফসোস! যদি রসূলের অনুসারী হতাম!(২৫:২৭) যেদিন অপরাধীদের চেহারা দেখেই চেনা যাবে; এরপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে। (৫৫:৪১) যেদিন বাবা তার ছেলের এবং ছেলেও তার বাবার কোনো কাজে আসবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য।(৩১:৩৩) যেদিন জালিমদের ওজর-আপত্তি কোন উপকারে আসবে না, তাদের জন্যে থাকবে অভিশাপ এবং মন্দ ঘর। (৪০:৫২) যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর। (৮২:১৯) যেদিন পালিয়ে যাবে মানুষ আপন ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে। (৮০:৩৪)' যেদিন গোনাহগার পণ হিসেবে দিতে চাইবে সন্তান-সন্ততিকে, স্ত্রীকে, ভাইকে ও তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং এমনকি নিজেকে বাঁচাতে পৃথিবীর সবকিছু দিতে চাইবে। কিন্তু না, কখনও নয়। নিশ্চয়ই এটা লেলিহান আগুন যা শরীরের গোশত ও চামড়া ঝলসিয়ে নিঃশেষ করে দেবে৷ (৭০: ১১-১৬)

কুরআনের এই আয়াতগুলো থেকে আমাদের উচিত শিক্ষা নেয়া। আমাদের ভাবা উচিত আমরা যদি পাপ করে থাকি এবং আল্লাহ যদি আমাদের পাপগুলো ক্ষমা না করেন তাহলে আমাদের কি উপায় হবে? অতীতের পাপগুলো ক্ষমা করা হলো কিনা তা জানার উপায় নেই বলে সব সময়ে আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে এবং সব সময়ই সবিনয়ে ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখতে হবে। এ ছাড়াও কোনো নতুন পাপে যেন জড়িয়ে না পড়ি সে জন্য মহান আল্লাহর সাহায্য চাইতে হবে।

ক্ষমতার লোভ বা পদের লোভ মানুষের আত্মসংশোধনের পথে একটি বড় বাধা। মহানবীর (সা) কোনো এক হাদিসের ভাষ্যে বলা হয়েছে: কিয়ামতের দিন সেইসব কর্মকর্তা বা নেতাকে হাতে পায়ে শিকল বা ডান্ডাবেরি পরিয়ে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করা হবে যাদের অধীনে দশজন বা তারও বেশি ব্যক্তি বা কর্মী ছিল। তদন্ত বা বিচারে যদি প্রমাণ হয় যে এই নেতা বা কর্মকর্তা কখনও  তার অধীনে থাকা কারো প্রতি অন্যায় আচরণ করেননি বরং তার অধীনে থাকা সবাই তার ওপর সন্তুষ্ট ছিল তখনই ওই ডান্ডাবেরি বা শিকল খুলে ফেলা হবে। -আমিরুল মুমিনিন এই হাদিস বর্ণনা করে বলেছেন, মহানবীর সা. মুখে যখন এই হাদিস শুনেছি তখন থেকে আমার মধ্যে নেতা বা কর্মকর্তা হওয়ার ব্যাপারে আর বিন্দুমাত্র আকর্ষণও থাকেনি। হযরত আলী-আ. খলিফা হওয়ার পরও খেলাফতের বস্তুগত সুবিধা বা পার্থিব সম্মানের প্রতি তার আকর্ষণহীনতা তুলে ধরে বলেছিলেন: আমার কাছে এর বস্তুগত মূল্য একটি ছেঁড়া জুতার ছেঁড়া ফিতা বা উটের নাকের পানির মতই মূল্যহীন।

অবশ্য হযরত আলী এটাও বলেছেন যে কেউ যদি কোনো পদের ব্যাপারে যোগ্যতা রাখে তাহলে সেই পদের প্রতি তার দাবি লোভ নয়। হযরত ইউসুফ নিজেই প্রস্তাব দিয়ে মিশরের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যোগ্যতার কারণেই। (তিনি জানতেন সে সময়ে মিশরের জনগণের বস্তুগত ও আধ্যাত্মিক বিষয়ে এবং ইহকালীন ও পরকালীন বিষয়ে যেসব সংস্কার ও কাজগুলো করা দরকার তার জন্য ওই পদের অধিকারী হওয়া জরুরি হয়ে পড়েছিল।)  মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের লোভ থেকে দূরে রাখুন।

পার্সটুডে/আমির হুসাইন/আবু সাঈদ/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।