ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
মহামারির ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২২ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন আপিল বিভাগ-দৈনিক কালেরকণ্ঠ
- ৩০ জুন বা কাছাকাছি সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলবে: মন্ত্রিপরিষদ সচিব- প্রথম আলো
- মহামারির ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর–যুগান্তর
- করোনা নিয়ন্ত্রণে চীনের পরে বাংলদেশের অবস্থান: জাহিদ মালেক-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- হঠকারিতা করবেন না, নেতাদের মির্জা ফখরুল-দৈনিক সমকাল
- হামাসকে নিষিদ্ধের সিদ্ধান্তে যুক্তরাজ্যের নিন্দা জর্ডানের-দৈনিক যায়যায় দিন
ভারতের শিরোনাম:
- বিএসএফ কি বিজেপি সেফ? প্রশ্ন করব প্রধানমন্ত্রীকে’,বললেন বললেন দিল্লিগামী মমতা-আনন্দবাজার
- ৫৩২ দিনে দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, তবে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু -আজকাল
- আমেরিকার ‘গণতন্ত্র’ আলোচনাচক্রে আমন্ত্রিত ভারত-তাইওয়ান, ডাকা হল না চিন-রাশিয়াকে-সংবাদ প্রতিদিন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
৩০ জুন বা কাছাকাছি সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলবে: মন্ত্রিপরিষদ সচিব- প্রথম আলো
আগামী বছরের ৩০ জুন বা এর আশপাশের সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছে সরকার।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর কাজের ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি–সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। এ সময় প্রতিবেদনসংক্রান্ত আরও বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।
গত বছরের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হয়। এর ফলে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে পদ্মা সেতু।
কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন আপিল বিভাগ-দৈনিক কালেরকণ্ঠ
ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকার পরও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার (২২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দেওয়ার কারণ জানাতে এদিন কামরুন্নাহারকে তলব করেছিল আপিল বিভাগ। সে বিষয়ে ব্যাখ্যা দিতে এসেছিলেন তিনি।
মহামারির ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর–যুগান্তর
কোভিড মহামারিতে দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে; সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুধু উন্নয়ন কার্যক্রম নয় সব ধরনের কাজকর্মের গতি বাড়াতে হবে। যাতে আমাদের প্রবৃদ্ধিসহ সবকিছু যেন কোভিডের আগের অবস্থায় ফিরে যায়।
করোনা নিয়ন্ত্রণে চীনের পরে বাংলদেশের অবস্থান: জাহিদ মালেক-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সরকারের নানা উদ্যোগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমাবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা, বিশ্বে চায়নার পরে সবার ওপরে। এ পর্যন্ত দেশে ৯ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেওয়ার মত মানুষের মধ্যে ৪০ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। দুই থেকে তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে আরও দেড় কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে শিগগির বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
হঠকারিতা করবেন না, নেতাদের মির্জা ফখরুল-দৈনিক সমকাল
বিএনপির নেতাদের হঠকারিতা না করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলন আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমি আমার দলের ভাই-বোনদের বলতে চাই- হঠকারিতা করবেন না। অতীতে অনেক হঠকারিতার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে, গণতন্ত্রে বিশ্বাস করি- সেই শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবো এবং তাকে বাইরে বিদেশে পাঠাবো।
হামাসকে নিষিদ্ধের সিদ্ধান্তে যুক্তরাজ্যের নিন্দা জর্ডানের-দৈনিক যায়যায় দিন
হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের ঘোষণায় যুক্তরাজ্যের তীব্র নিন্দা জানালেন জর্ডানের এমপিরা। রোববার জর্ডানের সংসদে এমপিরা ব্রিটেনের এ ধরনের একপেশে সিদ্ধান্তের নিন্দা জানান। খবর আনাদোলুর।
দেশটির ১৩০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের ৭৫ সদস্য রোববার এক বিবৃতিতে বলেন, হামাসের বিরুদ্ধে ব্রিটেনের এ পদক্ষেপ খুবই আগ্রাসি। এর ফলে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়বে। ইহুদিবাদী ইসরাইল এতে আরও বেপরোয়া হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাবে।
এদিকে শনিবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের এই উদ্যোগের নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের ওপর অবিচার করা হবে। কার্যত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা ঐতিহাসিকভাবে অন্যায় ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে।
বিএসএফ কি বিজেপি সেফ? প্রশ্ন করব প্রধানমন্ত্রীকে’,বললেন বললেন দিল্লিগামী মমতা-আনন্দবাজার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বুধবার সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে সোমবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বাংলার উন্নয়নের নানা বিষয় নিয়ে কথা তো হবেই। তবে মূলত আলোচনা হবে বিএসএফ নিয়ে।’’ বিএসএফের এক্তিয়ারভুক্ত এলাকা ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার হওয়া নিয়ে বাংলা বনাম কেন্দ্র তরজা চলছিলই। সোমবার মমতা প্রকাশ্যে বললেন, ‘‘গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। বিএসএফ আমার বন্ধু। তবে বিএসএফ মানে বিজেপি নয়।’’
দেশের সীমান্তবর্তী তিন রাজ্য পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে বিএসএফের এক্তিয়ারভুক্ত এলাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, বর্ধিত এলাকায় তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ।
৫৩২ দিনে দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, তবে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু -আজকাল
রবিবার দেশে সামান্য বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১০ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। সংক্রমণ গতকালের থেকে কিছুটা বাড়লেও দৈনিক সুস্থতার সংখ্যা সংক্রমিতের থেকে বেশি। যার জেরে ফের কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১ লক্ষ ২২ হাজার ৭১৪। যা গত ৫৩২ দিনে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। দৈনিক পজিটিভিটি রেট ০.৯৮ শতাংশ। যা গত ৫৮ দিন ধরে ২ শতাংশের নীচে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। যার মধ্যে ২৪৮ জনের মৃত্যু শুধু কেরলেই। তবে এই ২৪৮ জনের সিংহভাগই আগের অঘোষিত করোনায় মৃত। এছাড়া মহারাষ্ট্রে ১৫ জন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে ১২ জন করে মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্তের নিরিখেও শীর্ষে কেরল। এরপর রয়েছে মহারাষ্ট্র (৮৩৩), তামিলনাড়ু (৭৬৫), পশ্চিমবঙ্গ (৭২৫)।
আমেরিকার ‘গণতন্ত্র’ আলোচনাচক্রে আমন্ত্রিত ভারত-তাইওয়ান, ডাকা হল না চিন-রাশিয়াকে-সংবাদ প্রতিদিন
ক্ষয়িষ্ণু গণতন্ত্র রক্ষা নিয়ে আলোচনাসভার আয়োজন করছে আমেরিকা (America)। ডিসেম্বরের ‘সামিট ফর ডেমোক্রেসি’ আমন্ত্রিত ভারতও। তাৎপর্যপূর্ণভাবে আমন্ত্রিতদের তালিকায় নেই চিন এবং রাশিয়ার নাম। অথচ গণতন্ত্রের আলোচনা সভায় আমেরিকা আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ানকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিসেম্বর মাসের ৯-১০ তারিখ ‘সামিট ফর ডেমোক্রেসি’ (Summit For Democracy) নামে ভারচুয়াল আলোচনাচক্রের আয়োজন করেছে আমেরিকা। সেই আলোচনায় যোগ দিতে পারেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসতে চলেছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই আমেরিকা আয়োজিত আলোচনাচক্রে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিশ্বে গণতন্ত্রকে কীভাবে মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে এই সভায়। মূলত তিনটি বিষয়ে আলোচনা হতে চলেছে সভায়। এক- একনায়কতন্ত্রের বিরোধিতা, দুই-দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তিন-মানবাধিকারকে স্বীকৃতি দেওয়া। কিন্তু এমন এক আলোচনাসভায় চিন, রাশিয়ার মতো রাষ্ট্রের অনুপস্থিতি বিতর্ক বাড়িয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।