ডিসেম্বর ২২, ২০২১ ১৫:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • দ্রুত পদক্ষেপ নেওয়ায় কভিড বড় ক্ষতি করতে পারেনি : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আমরা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি: বিল গেটস-প্রথম আলো
  • মালদ্বীপ সফরে গেলেন প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
  • পলাতক মেজর জিয়া দেশে নেই: র‍্যাব-দৈনিক ইত্তেফাক
  • জিয়াউর রহমানের আমলে অভ্যুত্থান নিয়ে তথ্য দিলেন জয় বাংলাদেশ প্রতিদিন
  • তুরস্ক ইরান ও পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল শুরু- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • পুরভোটের ফলপ্রকাশের পর দিনই হঠাৎই দিল্লি গেলেন রাজ্যপাল, বৈঠক শাহের সঙ্গে-দৈনিক আজকাল
  • পুরভোটে ভরাডুবির পরই নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির! শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে সুকান্ত- প্রতিদিন
  •  বিরোধীদের হট্টগোলের জেরে একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন  ​​​​​​ –আজকাল

আমরা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি: বিল গেটস-প্রথম আলো

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার অমিক্রন ধরনের উদ্বেগজনক প্রকৃতি সম্পর্কে মানুষকে সতর্ক করতে গতকাল মঙ্গলবার একাধিক টুইট করেছেন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিল গেটস তাঁর টুইটে জানিয়েছেন, অমিক্রন বিস্তারের প্রেক্ষাপটে তিনি তাঁর বেশির ভাগ ছুটির পরিকল্পনা বাতিল করেছেন।

বিল গেটস

বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী উল্লেখ করেছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমানভাবে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এ অবস্থায় বিল গেটস তাঁর অনুসারীদের এ সত্য উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন, ‘আমরা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।’ বিল গেটস তাঁর টুইটে করোনার অমিক্রন ধরনের বিপদ সম্পর্কে গুরুত্বের সঙ্গে সতর্ক করেন। বিশেষ করে ধরনটির পুনঃসংক্রমণের হারের ব্যাপারে সতর্ক করেন তিনি।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় কভিড বড় ক্ষতি করতে পারেনি : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কভিড-১৯ মহামারি বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তিনি সোমবার নিউ ইয়র্কভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে লেখেন, ‘বাংলাদেশ কভিড-১৯-এর শিকার হতে পারত। কিন্তু আমরা আমাদের সর্বাধিক ঝুঁকিতে থাকা জনগণ ও ব্যবসাগুলোর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি।’

নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, ‘কভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচেষ্টা ছিল, মানুষের চাহিদার দিকে লক্ষ রেখে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করা এবং এরপর ব্যবসাগুলোকে প্রণোদনা দেওয়া, যার মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর মহামারির শুরুতে, সরকার হতদরিদ্র, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ, অভিবাসী ও নিঃস্ব-অসহায় নারীদের ত্রাণ দিয়েছে। আমরা খুব দ্রুত চার কোটি বা দেশের এক-চতুর্থাংশ মানুষের মাঝে অর্থ বিতরণসহ বিভিন্ন সহায়তা দিই। মোট ২২.১ বিলিয়ন মার্কিন ডলার বা আমাদের জিডিপির প্রায় ৬.২ শতাংশের এই সহায়তা ২৮টি পৃথক প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা আরো কয়েক শ কোটি মার্কিন ডলার ভ্যাকসিন ক্রয় ও অন্যান্য জরুরি ব্যবস্থা গ্রহণে ব্যয় করেছি।’

তুরস্ক ইরান ও পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল শুরু- যুগান্তর

ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার সন্ধ্যায় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন। খবর গালফ নিউজের।

অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মাদ আজম খানও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এ ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে। পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তানবুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহণের সময় অনেক কমে যাবে। প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তানবুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ ঘণ্টা সময় লেগেছে।  এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো এবং এ জন্য সময় লাগত ৪৫ দিন।

পলাতক মেজর জিয়া দেশে নেই: র‍্যাব-দৈনিক ইত্তেফা

সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এ মুহুর্তে কোথায় রয়েছেন তা নিশ্চিত নয় জানিয়ে র‍্যাব বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। র‍্যাব এর মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মেজর জিয়া দেশে আছেন, পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমরা সন্দেহ করছি, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারস্থ র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আল মঈন। 

র‍্যাব এর মুখপাত্র খন্দকার আল মঈন

তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা ও আসামিদের গ্রেফতারে র‍্যাবই প্রথম কাজ করে। অভিজিৎ হত্যাকাণ্ডের আসামিদের বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। অভিজিৎ হত্যাকাণ্ডের পরে মেজর জিয়াকে বিভিন্নভাবে খোঁজ করার জন্য র‍্যাব কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। এই আনসার আল ইসলামের সঙ্গে মেজর জিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই মাধ্যমেও তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে র‍্যাব। 

মালদ্বীপ সফরে গেলেন প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

৬ দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৩টায় মালের বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।এগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময় বিষয়ে দুটি চুক্তি এবং স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক।এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক বাহন উপহার দেবে।২৩ ডিসেম্বর দিনের প্রথম ভাগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।

জিয়াউর রহমানের আমলে অভ্যুত্থান নিয়ে তথ্য দিলেন জয় বাংলাদেশ প্রতিদিন

জিয়াউর রহমানের আমলে (১৯৭৫-৮১) দেশে কয়টি সামরিক অভ্যুত্থান ঘটেছিল, সে বিষয়ে তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, সে সময়ে দেশে ২৬টির মতো সামরিক অভ্যুত্থান ঘটেছিল বলে জানা যায়। তবে কারও কারও মতে সংখ্যাটি ২১। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য দেন তিনি।

সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-জিয়াউর রহমানের আমলে (১৯৭৫-৮১) দেশে ২৬টির মতো সামরিক অভ্যুত্থান ঘটেছিল বলে বিভিন্ন ভাষ্যে জানা যায়। কেউ কেউ বলেন সংখ্যাটি ২১।

এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ১৯৭৭ সালের ২ অক্টোবর। এই অভ্যুত্থানটি সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। বাকিগুলো ধোঁয়াশার আড়ালে। ১৯৭৭ সালের অক্টোবরের অভ্যুত্থানে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন শতাধিক সেনা অফিসার। অনেকে নিহত হয়েছিলেন অভ্যুত্থান দমাতে গিয়ে। আবার বিচারের নামে মেরে ফেলা হয় কয়েকশ' সেনাকে। সব মিলিয়ে মোট সংখ্যাটি আড়াই হাজারের মতো হতে পারে।

পুরভোটের ফলপ্রকাশের পর দিনই হঠাৎই দিল্লি গেলেন রাজ্যপাল, বৈঠক শাহের সঙ্গে-দৈনিক আজকাল

পুরভোটের ফল বেরনোর পরদিনই আচমকা দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। সকাল সাড়ে ন’‌টা নাগাদ শাহের বাসভবনে বৈঠক করেন রাজ্যপাল। যদিও এদিন সকালেই টুইট করে বৈঠক হবে বলে জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট ধরে চলে সেই বৈঠক। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে তা নিয়ে কিছু জানাননি রাজ্যপাল।

রবিবার কলকাতা পুরভোটের পর মঙ্গলবার ফলপ্রকাশের পর দেখা যায় কলকাতা ফের তৃণমূলেরই দখলে। পুরভোটের ফলপ্রকাশের পরই হঠাৎ রাজ্যপালের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। প্রসঙ্গত, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। বোমাও পড়েছে ভোটের দিন। অশান্তির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপির নেতারা। এরপর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। রাজনৈতিক মহলের মতে, এদিনের বৈঠকে পুরভোট নিয়েই হয়তো আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

 বিরোধীদের হট্টগোলের জেরে একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন  ​​​​​​ –আজকাল

অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্যসভা ও লোকসভা।যার ফলে একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে অধিবেশন। হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত।

পেগাসাস বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল বাদল অধিবেশন। শীতকালীন অধিবেশনেও সংসদ এই নিয়ে তোলপাড় হয়। সঙ্গে জুড়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল ইস্যু। অধিবেশন শুরুর দিনই কৃষি আইন প্রত্যাহার বিল সংসদে পেশ করা হলে, বিরোধীরা সেই বিল নিয়ে আলোচনার দাবি তোলে। তবে বাধ্য হয়ে ধ্বনিভোটের মাধ্যমেই এই বিল পাশ করা হয়। তখনই ইঙ্গিত মিলেছিল, বাদল অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও জারি থাকবে বিরোধীদের বিরোধিতা। এরপর রাজ্যসভার ১২ জন সাংসদ সাসপেন্ড হওয়া নিয়েও তোলপাড় হয় সংসদ চত্ত্বর। পাশাপাশি আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়েও কেন্দ্রের বিরোধিতা করে বিরোধীরা। এছাড়াও অধিবেশনে বিতর্ক ছড়িয়েছে মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর বিল নিয়ে। বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যে পর্যালোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় সেই বিল। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে ৮২ শতাংশ কাজ হয়েছে। তবে রাজ্যসভায় মাত্র ৪৭ শতাংশ কাজ হয়েছে। আর এদিকে একদিন আগেই শেষ হয়ে গেল অধিবেশন।

পুরভোটে ভরাডুবির পরই নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির! শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে সুকান্ত- প্রতিদিন

পুরভোটে বিপর্যয়। চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগ এবং সর্বোপরি সাংগঠনিক স্তরে অচলাবস্থা। এ হেন টালমাটাল পরিস্থিতিতেই ঘোষিত হতে পারে বিজেপির (BJP) নয়া রাজ্য কমিটি। দলীয় সূত্রের খবর, বড়দিনের আগেই নয়া কমিটি ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির।

দলের রাজ্য কমিটি চূড়ান্ত করতে দিল্লিতে তলব করা হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। বুধবার বিকেলেই দিল্লিতে উড়ে যাবেন বালুরঘাটের সাংসদ। শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। অন্তত এমনটাই সূত্রের খবর। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের পর বড়দিনের আগে যে কোনও সময় দলের রাজ্য কমিটি ঘোষণা করতে পারে বিজেপি।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ