মার্চ ২৮, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে: ইউক্রেন-ইত্তেফাক
  • আ.লীগ নেতা খুন-নেপথ্যে অপরাধজগৎ, রাজনীতি ও প্রতিহিংসা-প্রথম আলো
  • যুক্তরাষ্ট্র বিনা দোষে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে: প্রধানমন্ত্রী- যুগান্তর
  • টিপু ও প্রীতি হত্যা: ‘কিলার' মাসুম ৭ দিনের রিমান্ডে- মানবজমিন
  • বোনাপোল বন্দরে শতাধিক ককটেল বিস্ফোরণ-কালের কণ্ঠ
  • কে, কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর?-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বিধানসভায় গোলমাল! উত্তরবঙ্গ থেকে ফোন করে ফিরহাদের কাছে খোঁজ নিলেন মমতা -আনন্দবাজার পত্রিকা
  • নজিরবিহীন! চলতি বছর কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক -দৈনিক সংবাদ প্রতিদিন
  • এমন গুন্ডাবাজ বিরোধী দলনেতা দেখিনি! শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের  –আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্র বিনা দোষে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে: প্রধানমন্ত্রী-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, র‌্যাব ও সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বিনা দোষে বাংলাদেশের এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞাকে বর্ণনা করেছে ‘অত্যন্ত গর্হিত কাজ’ হিসেবে। তিনি বলেন, যে দেশ জাতির পিতার হত্যাকারীদের এবং যুদ্ধপরাধীদের নাগরিকের মর্যাদা দিয়ে আশ্রয় দেয়, সেই দেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ‘বিনা অপরাধে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়’।

আওয়ামী লীগ নেতা টিপু ও ছাত্রী প্রীতি হত্যা

সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় হত্যার ঘটনা বেড়ে গেছে। গতকালও বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে এ সম্পর্কিত খবর পরিবেশিত হয়েছে। আজকের প্রথম আলোর খবরে লেখা হয়েছে, আ.লীগ নেতা ও ছাত্রী হত্যায় ‘শুটার’ মাসুমকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। দৈনিকটি অপর এক প্রতিবেদনে লিখেছে, ঢাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার পেছনের কারণ অনেকটাই উদ্‌ঘাটিত হয়েছে বলে দাবি করছে তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র।

টিপু ও প্রীতি হত্যার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ

এর মধ্যে অপরাধজগতের (আন্ডারওয়ার্ল্ড) নিয়ন্ত্রণ, স্থানীয় রাজনীতির বিরোধ এবং ব্যক্তিগত প্রতিহিংসা—এই তিনটি বিষয় এই হত্যার পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে। এ–সংক্রান্ত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনী জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী একজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। ডিবি বলছে, এই মাসুম ছিলেন ‘শুটার’ (যিনি জাহিদুলকে গুলি করেন)। তাঁকে ভাড়া করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে সেটা এখন বলা যাচ্ছে না।

স্ত্রী, ছেলে ও মেয়েকে খুন সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, নিজের পরকীয়ার জন্য স্ত্রী ও দুই সন্তানকে বর্বরোচিত ও অমানবিক পদ্ধতিতে হত্যা করেন তিনি, যা বিরলতম ঘটনা বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ আদালত বলেন, ‘আসামি যেভাবে তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাকে হত্যা করেছেন, তা সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। এমন অপরাধ নমনীয় দৃষ্টিতে দেখার অবকাশ নেই। এমন হত্যাকারী আদালত থেকে অনুকম্পা পেতে পারেন না।’ স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে হাইকোর্ট আসামি মো. আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।

কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে: ইউক্রেন-ইত্তেফাক

রুশ সেনা কিয়েভ থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চল থেকে রাশিয়ান সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই সর্বশেষ পর্যালোচনায় দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন, কিয়েভে লড়াইরত রুশ বাহিনীর দুটি কৌশলগত দল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের এখন বেলারুশের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাশিয়া থেকে ইউক্রেনে যুদ্ধ করতে যে সেনারা এসেছে, তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত (২৪ মার্চ) ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ ৬৩ বিলিয়ন ডলারের (৪৭.৮ বিলিয়ন ইউরো) বেশি। এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স।

কে, কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর?-বাংলাদেশ প্রতিদিন

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো। সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। পাল্টা পদক্ষেপ নিচ্ছে রাশিয়াও। রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া দেশ। মোট সাত হাজার ৮৮৩টি নিষেধাজ্ঞার বোঝা বিশ্বের অন্যতম এই পরাশক্তির কাঁধে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বিধানসভায় গোলমাল! উত্তরবঙ্গ থেকে ফোন করে ফিরহাদের কাছে খোঁজ নিলেন মমতা-আনন্দবাজার পত্রিকা

বিধানসভার গন্ডোগোল বিষয়ে ফিরহাদ হাকিমের কাছে জানতে জান মুখ্যমন্ত্রী মমতা

বিধানসভার অধিবেশনের শেষ দিনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির বিধায়করা। সোমবার অধিবেশনের শুরুতেই ঘটে যাওয়া ঘটনা উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। খবর পাওয়া মাত্রই বিধানসভার পরিস্থিতি জানতে ফোন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে।মমতা জানতে চান, দলের পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলের বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দল কোনও ব্যবস্থা বা প্রস্তাব আনছেন কিনা। অপর এক খবরে লেখা হয়েছে, এমন গুন্ডাবাজ বিরোধী দলনেতা কখনও দেখিনি! অশান্তির জন্য শুভেন্দুকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ববি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে অশান্তি করেছে বিজেপি।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

নজিরবিহীন! চলতি বছর কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কার্যত নজিরবিহীন ঘটনা রাজ্য বিধানসভায়। বগটুই কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার অন্দরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা। মারামারির জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। ভাঙা হয়েছে চেয়ার, লাইট। এ ঘটনায় শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য। তবে তাঁদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন স্পিকার, তাতে আগামী বছর পর্যন্ত কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ