এপ্রিল ০৫, ২০২২ ১৭:৪৩ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা হামলার হুমকি দিলেন কিম ইয়ো জং

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ এপ্রিল মঙ্গলবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মোমেনের সঙ্গে বৈঠকে র‍্যাবের জবাবদিহি নিশ্চিতে জোর ব্লিঙ্কেনের-প্রথম আলো

  • দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা হামলার হুমকি দিলেন কিম ইয়ো জং-মানবজমিন
  • ১২ হাজার ১৬ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন-যুগান্তর
  • বুচার চেয়েও মারিউপোলের পরিস্থিতি খারাপ’: -ইত্তেফাক
  • ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে আরো পাঁচ সপ্তাহ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ১০০ দিনের কাজ দিতে পারেনি কেন্দ্র, কাজ মিলছে ৫০ দিনেরও কম! পরিসংখ্যান ঘিরে বিতর্ক–সংবাদ প্রতিদিন
  • জ্বালানি তেলের ছ্যাঁকা বাজারে, মূল্যবৃদ্ধির ঠেলায় জেরবার আম জনতা -আজকাল 
  • তোকে তৃণমূলে আসতেই হবে! ‘তপনকে হুমকি ফোন’-এর নতুন অডিয়ো প্রকাশ্যে আনল পরিবার-আনন্দবাজার পত্রিকা
  • শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (৫ এপ্রিল)
১. বিএনপি ছাড়া সবাই নির্বাচনে জয়েন করে, যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ তাদের নিয়ে আসা- একথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। কী বলবেন আপনি?
২. পাকিস্তানে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সুনির্দিষ্ট একজন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেছেন। সরকার উৎখাতে মার্কিন এই প্রচেষ্টাকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মোমেনের সঙ্গে বৈঠকে র‍্যাবের জবাবদিহি নিশ্চিতে জোর ব্লিঙ্কেনের-প্রথম আলো

দায়িত্ব পালনকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ মন্তব্য করেছেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলাপ চালিয়ে আসছে বাংলাদেশ। বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এসেছে কি না, তা জানতে চাইলে  মোমেন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আলোচনায় তুলেছি। র‍্যাব হয়তো কাজ করতে গিয়ে কখনো কখনো এক্সেস...বেশি করে ফেলেছে। কিন্তু তাদের জবাবদিহির ইন বিল্ট সিস্টেম (কাঠামোগত পদ্ধতি) আছে।’ তিনি আরও বলেন, ‘র‍্যাবের ১২ কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ নানা মেয়াদে শাস্তি হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে র‍্যাবে কাজ করার বিষয়ে তরুণ কর্মকর্তারা নিরুৎসাহিত হবেন। তাই নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আমি খুশি হব বলে অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রত্যাহারের সিদ্ধান্তটা একটি প্রক্রিয়াগত বিষয়। তবে যুক্তরাষ্ট্র র‍্যাবের কর্মকাণ্ডে জবাবদিহি প্রয়োজন বলে মনে করে। আমি বলেছি, অবশ্যই। এ ব্যাপারে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার সব কটিই আমরা নিয়েছি। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি গত চার মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রচার করেছে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের শ্রম অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বৈঠক শেষে মোমেন বলেন, ‘শ্রম অধিকার বিষয়ে বাংলাদেশে যেসব উন্নতি করেছে, সেগুলো সম্পর্কে বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। তাদের বলেছি, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরামর্শ করে শ্রম অধিকার ও কর্মপরিবেশের উন্নয়ন করছি। তারপরও এই খাতে আমাদের যেসব দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ বা একটা “কমপ্লিট রোডম্যাপ” তৈরি করে একসঙ্গে কাজ করতে পারব।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্রকে জ্বালানির বাইরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে চলাচল, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো, ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।

মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসনে জোর ব্লিঙ্কেনের

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্র নেড প্রাইসের দপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বৈঠকে ব্লিঙ্কেন ও মোমেন দুই দেশের সম্পর্কের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বলে এতে জানানো হয়।

ফুলব্রাইট এক্সচেঞ্জের (মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান) মাধ্যমে জনগণের সঙ্গে জনগণের ক্রমবর্ধমান সম্পর্কসহ গত অর্ধশতাব্দীতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। জলবায়ু সংকট মোকাবিলা, গণহত্যার শিকার রোহিঙ্গাদের চাহিদা পূরণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে চলমান সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন নিরাপদ ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজের ভিত্তি হিসেবে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন ও ধর্মীয় স্বাধীনতার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে আরো পাঁচ সপ্তাহ-কালের কণ্ঠ

রাজধানীসহ আশপাশের এলাকায় ডায়রিয়া পরিস্থিতি তিন সপ্তাহ ধরে প্রায় একই অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা তাঁদের অতীত অভিজ্ঞতা থেকে বলছেন, এ প্রকোপ এখনো তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বহাল থাকতে পারে। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ও পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে গত তিন সপ্তাহের ডায়রিয়া রোগীর ভর্তি বিশ্লেষণ করলে একই অবস্থা বহাল থাকার আভাসের সমর্থন মেলে। মিটফোর্ড হাসপাতালের ডায়রিয়া রোগী ভর্তি হয় ১৬ মার্চ ৭৮০ জন, ১৭ মার্চ ৮১০ জন, গতকাল সোমবার ৯৫০ জন।

আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয় গত ১৬ মার্চ এক হাজার ৫৭ জন, ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২৮ মার্চ এক হাজার ৩৩৪ জন এবং গতকাল ভর্তি হয় এক হাজার ২৭৪ জন। আইসিডিডিআরবি ও মিটফোর্ড হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেশি। চিকিৎসকরা চিকিৎসাসেবা দিতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে গতকাল ভিন্ন চিত্র দেখা যায় রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ দুটি হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। মেডিসিন বিভাগের অধীন ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুটি হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি করা হচ্ছে খুবই কম সংখ্যায়। ডায়রিয়া রোগী এলে তাদের বেশির ভাগকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইসিডিডিআরবি হাসপাতালে।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ তলায় মেডিসিন বিভাগের অধীন ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। কুলসুম বেগম (২০) নামের দক্ষিণ বাসাবো এলাকার একজন ডায়রিয়া রোগীকে পাওয়া যায় ওই ফ্লোরে। আলাদা ডায়রিয়া ওয়ার্ড কেন নেই—প্রশ্নে কতর্ব্যরত কোনো চিকিৎসক কথা বলতে রাজি হননি। দুপুর ২টার দিকে বাসাবো এলাকার সামিয়া বেগম (২৪) নামের একজন ডায়রিয়া আক্রান্ত রোগীকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাঁর স্বজনরা। জরুরি বিভাগে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা রোগীর স্বজনদের বলে দেন রোগীর অবস্থা জটিল, মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে স্বজনরা রোগী নিয়ে ফিরে আসে।

ডায়রিয়ার অবস্থার আপাতত উন্নতির তেমন সম্ভাবনা নেই, এমনটাই জানালেন আইসিডিডিআরবি হাসপাতালের পরিচালক বাহারুল আলম। কালের কণ্ঠকে তিনি বলেন, অতীতে দেখা যায় ডায়রিয়া প্রকোপ সাধারণত ছয় থেকে আট সপ্তাহ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বর্তমানে এই প্রকোপ শুরুর মাত্র তিন সপ্তাহ পার হয়েছে। ’

নারায়ণগঞ্জের পরিস্থিতিও উদ্বেগজনক : নারায়ণগঞ্জ শহরের তল্লা, খানপুর, গলাচিপা, কলেজ রোড, নন্দীপাড়া, পাঠানটুলী, মাসদাইর, বাবুরাইল, জল্লারপাড়, দেওভোগ পানির ট্যাংক এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের ভিড়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের। বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসা নিতে ছুটছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া প্রতিরোধে তাঁরা পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছেন। এ ছাড়া রোগীদেরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

গতকাল সোমবার দুপুরে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। ওয়ার্ডের বাইরে বারান্দায়ও শয্যা পাতা হয়েছে। সেখানে অপরিষ্কার আর স্যাঁতসেঁতে পরিবেশে ডায়রিয়া রোগীদের চিকিৎসা চলছে।

উমা রানী দাস (৩৫), থাকেন শহরের গলাচিপা এলাকায়। হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হওয়ায় চিকিৎসা নিতে চলে এসেছেন ভিক্টোরিয়া হাসপাতালে। স্যালাইন নিচ্ছেন। তাঁর স্বামী শ্যামল বণিক কালের কণ্ঠকে বলেন, ‘সকালে হঠাৎ পেটে মোচড় দিয়ে পাতলা পায়খানা আর বমি শুরু হলে এই হাসপাতালে নিয়ে এসেছি। ’

তল্লা এলাকার দুই বছরের শিশু ফাতিহারও একই অবস্থা। বাবার কোলে শুয়ে স্যালাইন নিচ্ছে। বাবা গোলাম রাব্বী কালের কণ্ঠকে জানান, ‘আমাদের এলাকায় পানির সমস্যার কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। ’কলেজছাত্র আবুল কালাম আজাদ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ভিক্টোরিয়া হাসপাতালে। তিনি বলেন, ‘হাসপাতালে এসে সিরিয়াল নিতে একটু ঝামেলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ঠিকমতোই চলছে। ’

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল বলেন, এখন প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাই বেশি আসছে। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, আজ (সোমবার) দুপুর পর্যন্ত ৯০ জন রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, ‘প্রতিবছরই এ মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। একটু বৃষ্টি হলে আর তাপমাত্রা কমলে এর প্রকোপ কমে যাবে আশা করছি। এ ছাড়া আমরা নারায়ণগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রেখেছি। পর্যাপ্ত ওষুধের মজুদ রয়েছে হাসপাতালে। এরই মধ্যে আমরা ভিক্টোরিয়া হাসপাতালে একটি ডায়রিয়া কর্নার খুলেছি। ’

১২ হাজার ১৬ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন-যুগান্তর

শহর উন্নয়নসহ ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৪৩২ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ ও পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা।  এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ২ হাজার ২১৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে।  চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইস্টিটিটিউট (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৪৩ কোটি ৯৪ লাখ টাকা।  সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস হোস্টেল নির্মাণ, পুনর্নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৪৯ লাখ টাকা।  

বুচার চেয়েও মারিউপোলের পরিস্থিতি খারাপ’: -ইত্তেফাক 

ইউক্রেনের বন্দরনগী মারিউপোল শহরের পরিস্থিতি বুচা এলাকার চেয়েও খারাপ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে সোমবার (৪ এপ্রিল) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দিমিত্রো কুলেবা। সেখানে তিনি বলেন, ‘কিয়েভে ইউক্রেন জিতেছে, কিন্তু যুদ্ধ এখনও চলছে।’

দিমিত্রো কুলেবা বলেন, তার দেশ এখন পূর্ব ইউক্রেনে নতুন করে রাশিয়ার বড় ধরনের হামলার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুশ বাহিনী দোনেস্ক ও লুহানস্কের আরও এলাকা দখলের চেষ্টা চালাবে। অবরুদ্ধ মারিউপোল শহরেরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে তারা।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুচাতে আমরা যে ভয়াবহতা দেখেছি তা এখন পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ান বাহিনীর সংঘটিত অপরাধযজ্ঞের একটি দৃশ্যমান চিত্র মাত্র।

দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা হামলার হুমকি দিলেন কিম ইয়ো জং-মানবজমিন

দক্ষিণ কোরিয়া যদি উস্কানি সৃষ্টি করে তাহলে তাদের সেনাবাহিনীকে পরমাণু বোমা হামলা করে ধ্বংস করে দেয়া হবে। এমন হুঁশিয়ারি বার্তাই দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাবান ব্যাক্তি। সরকার এবং শাসক দল ওয়ার্কার্স পার্টির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ তার দখলে রয়েছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার কোনো আগ্রহ উত্তরের নেই। তবে তারা যদি উস্কানি সৃষ্টি করে তাহলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর চূড়ান্ত ধ্বংস দেখতে পাবে। এ খবর দিয়েছে গার্ডিয়ান।এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক প্রকাশ্যে উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতার কথা জানান। তিনি বলেন, দক্ষিণ চাইলে যে কোনো সময় দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে উত্তর কোরিয়ার যে কোনো স্থানে হামলা চালাতে পারে।এরপরেই এই হুঁশিয়ারি বার্তা দিলেন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে তিনি ‘ভণ্ড’ বলেও আখ্যায়িত করেন।কিম ইয়ো জং আরও বলেন, পিয়ংইয়ং যুদ্ধের বিরুদ্ধে এবং দক্ষিণ কোরিয়াকে তারা তাদের প্রধান শত্রু মনে করে না। তাই দক্ষিণ কোরিয়া যদি আমাদের বিরুদ্ধে হামলা না করে, তাহলে তারা আমাদের টার্গেট হবে না। কিন্তু কোনো কারণে যদি দক্ষিণ কোরিয়া আমাদের বিরুদ্ধে হামলা চালায়, তা যে প্রেক্ষিতেই হোক, আমাদের চিন্তা পরিবর্তিত হয়ে যাবে। আমরা তখন দক্ষিণ কোরিয়াকেই আমাদের টার্গেট বানাবো। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াকে বাঁচতে হলে তাদেরকে উত্তর কোরিয়ায় হামলার দিবাস্বপ্ন বাদ দিতে হবে। উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্রধারী দেশ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও দেশটিতে থাকা ২৮ হাজার ৫০০ মার্কিন সেনাকে উড়িয়ে দেয়ার মতো স্বল্প পাল্লার অস্ত্র আমাদের আছে।কিম ইয়ো জং-এর এমন হুমকির কারণে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়েছে। গত মাসেই সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি। আশঙ্কা করা হচ্ছে, এই মাসেই একটি পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

তোকে তৃণমূলে আসতেই হবে! ‘তপনকে হুমকি ফোন’-এর নতুন অডিয়ো প্রকাশ্যে আনল পরিবার-আনন্দবাজার পত্রিকা

অডিয়ো ক্লিপে তপনের সঙ্গে অমল কান্দু নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বাদানুবাদ হয়েছিল বলে পরিবারের দাবি। মঙ্গলবার সেই অডিয়ো প্রকাশ্যে এল।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তার ২৪ ঘণ্টার মধ্যে নিহত তপনকে ‘হুমকি’ ফোনের নতুন অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনল তাঁর পরিবার। দাবি করা হয়েছে, ওই অডিয়ো ক্লিপে ঝালদার এক তৃণমূল কর্মী হুমকি দিয়েছেন তপনকে। যদিও অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।ওই অডিয়ো ক্লিপে তপনের সঙ্গে অমল কান্দু নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বাদানুবাদ হয়েছিল বলে পরিবারের দাবি। ওই অডিয়োয় তপনের উদ্দেশে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘কালকে তুমিও তৃণমূল হবে। তোকে তৃণমূলে আসতেই হবে। কেন মাথা খারাপ করছিস? তোর প্রেসার, সুগার বাড়ছে। চুপচাপ থাক।’’ পরিবারের অভিযোগ, ওই কণ্ঠস্বর তৃণমূলকর্মী অমলের। যদিও অভিযুক্ত তৃণমূলকর্মী অমলের কথায়, ‘‘আমি স্বীকার করছি ওটা আমার গলা। কিন্তু যে ভাবে ওরা বলছে, সে ভাবে আমি বলিনি। পার্টি অফিসে অনেকে বলত, ‘তপন’দা তৃণমূলে আসবে।’ সে কথাই আমি বলেছি।’’ ঝালদা-কাণ্ডে একের পর এক অডিয়ো প্রকাশ্যে এসেছে। এই অডিয়ো ক্লিপ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে তপনের পরিবার সূত্রে জানা গিয়েছে।

১০০ দিনের কাজ দিতে পারেনি কেন্দ্র, কাজ মিলছে ৫০ দিনেরও কম! পরিসংখ্যান ঘিরে বিতর্ক–সংবাদ প্রতিদিন

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (মনরেগা)-য় (MG-NREGS) সুবিধা পাওয়ার যোগ্য প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে ১০০ দিনের কাজ দেওয়ার নিয়ম রয়েছে। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটি কাজের দিন বাড়িয়ে ১৫০ করার সুপারিশও করেছে। অথচ ২০২১-’২২ আর্থিক বছরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, মনরেগা-য় গ্রামীণ এলাকায় গড়ে পরিবার পিছু মাত্র ৫০ দিনের কাজ হয়েছে। কমিটি যেখানে কাজের দিন বৃদ্ধির সুপারিশ করছে, সেখানে কেন্দ্র লক্ষ‌্যমাত্রাই পূর্ণ করতে পারছে না। তারা মাত্র অর্ধেক দিন কাজ দিয়েই দায়িত্ব সারছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মনরেগা-য় বরাদ্দ কাটছাঁটের ফলেই কি এই পরিস্থিতি ? 

জ্বালানি তেলের ছ্যাঁকা বাজারে, মূল্যবৃদ্ধির ঠেলায় জেরবার আম জনতা -আজকাল 

যাকে বলে সাঁড়াশি চাপ।

একদিকে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। মাঝে পড়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। বাজারে গেলেই হাতে ছ্যাঁকা। শাক-সবজি থেকে মাছ, মাংস। আয়ের সঙ্গে সামঞ্জস্য থাকছে না ব্যয়ের। কী অবস্থা বাজারের? মফস্বলে খুচরো বাজারে চন্দ্রমুখি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২ টাকা এবং জ্যোতি ২২ টাকা দরে। যেই দামটা এক সপ্তাহ আগেও ছিল ৩০ এবং ২০ টাকা। ঢেঁড়শ সাতদিন আগে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। পটল এক সপ্তাহ আগে ৫০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হলেও বর্তমান বাজার মূল্য ৬০ টাকা। ঝিঙে কেজি প্রতি ৫৬ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। বেগুনের দাম ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। প্রতিটি লাউয়ের দাম ৫ টাকা করে বেড়ে হয়েছে ৩০ টাকা। কাঁচা আমের দাম অবশ্য কমেছে। প্রতি কেজি কাঁচা আম ১২০ টাকা থেকে কমে হয়েছে ১০০ টাকা।   শাক-সবজির সঙ্গে বেড়েছে ফলের দাম। এখন রমজান মাস চলছে। স্বাভাবিকভাবেই ফলের চাহিদা এই মুহূর্তে বছরের অন্য সময়ের থেকে বেশি থাকে। একইসঙ্গে বেড়ে যায় দামও। ফলে শসা থেকে খেজুর, প্রতিটি ফলেরই দাম অন্য সময়ের তুলনায় চড়া। চড়া হয়েছে মাছ, মাংসের বাজারও। রুই, কাতলা থেকে অন্যান্য সব মাছের দামই আগের থেকে কেজি প্রতি প্রায় ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।‌ মুরগির মাংসের দামটা দোলের আগে পর্যন্ত ২০০ টাকার নীচে প্রতি কেজি বিক্রি হচ্ছিল। এই মুহূর্তে দামটা কোথাও কোথাও ২৩০ টাকা। পোল্ট্রি মালিকদের বক্তব্য, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়াতেই মুরগির দামে প্রভাব পড়ছে। সেইসঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য পরিবহন খরচ অনেক বেড়ে গিয়েছে। যার প্রভাব পড়ছে বাজারে। 

ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশনের সম্পাদক এবং রাজ্য টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, 'আলু বা অন্যান্য সবজি কলকাতার বাজারের থেকে মফস্বলের বাজারে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ, উৎপাদনের পর ব্যবসায়ীরা তাঁদের পণ্য অধিকাংশই শহরের দিকে পাঠিয়ে দেন। যার জন্য মফস্বলে দামটা বেড়ে যায়। এর সঙ্গে আরেকটি যে জিনিস যোগ হয়েছে সেটি হল ডিজেলের মূল্যবৃদ্ধি। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় জিনিসের দামও বেড়েছে। একইসঙ্গে সারের দামটাও বেড়ে যাওয়ায় তার প্রভাবও পড়ছে ফসল উৎপাদনে। যার জন্য সব মিলিয়েই এই মূল্যবৃদ্ধির প্রভাবটা পড়েছে।' 

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ