কথাবার্তা
সেনা প্রধানকে সরিয়ে বাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র-প্রথম আলো
- সমগ্র ইউক্রেন চান পুতিন, যুদ্ধ চলবে বহু বছর: ন্যাটো মহাসচিব-মানবজমিন
- সেনা প্রধানকে সরিয়ে বাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান!-ইত্তেফাক
- শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়: অর্থমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ কিছু নেতার মানসিকতায়: কাদের-যুগান্তর
- দেশে খাদ্য সংকট নেই, বিএনপি কোরাস গেয়ে চলেছে: কৃষিমন্ত্রী-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘নেতাদের পিছনে এজেন্সি লাগাচ্ছে, বাজারে রেড করছে না’, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার: দৈনিক আজকাল
- আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন, নিশানায় ভারতও, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্যসংবাদ প্রতিদিন
- দেশের সঙ্কটে 'বিগ ব্রাদার' ভারতের সাহায্যে কৃতজ্ঞ জয়সূর্য, রণতুঙ্গারা- আজকাল
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র-প্রথম আলো
রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনীতিবিষয়ক শীর্ষ উপদেষ্টা এ কথা জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মিত্র। খবর বিবিসির।
স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সরকারের প্রতি আমাদের বার্তা হলো—রাশিয়ার সঙ্গে প্রকাশ্য কৌশলগত ঘনিষ্ঠতার দিকে অগ্রসর হলে তাদের জন্য এর মাশুল এবং পরিণতি হবে অনেক বেশি এবং দীর্ঘমেয়াদি।’ ব্রায়ান ডিজ আরও বলেন, ‘এই আগ্রাসনের ঘটনায় চীন ও ভারত উভয়ের নেওয়া সিদ্ধান্তে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি।’ ভারত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়নি। অন্যান্য দেশগুলোর চেয়ে তারা ভিন্ন অবস্থা নিয়েছে।
দেশে খাদ্য সংকট নেই, বিএনপি কোরাস গেয়ে চলেছে: কৃষিমন্ত্রী-কালের কণ্ঠ
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে খাদ্যের কোন সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই। অথচ বিএনপির একদল নেতা সারাদিন শুধু টেলিভিশনে ও পত্রপত্রিকায় খাদ্য সংকটের কোরাস গেয়ে চলেছে, যা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিছু বুদ্ধিজীবী ও সুশীলসমাজও এ কোরাসের সাথে সুর মিলিয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিংগাইর ও ঘিওর উপজেলায় ব্রিধান ৮৯ ও ৯২ এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ কিছু নেতার মানসিকতায়: কাদের-যুগান্তর
চারিদিকে দুর্ভিক্ষ’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। মানুষ খেয়ে পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রশংসিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি এসব দেখতে পায় না। তারা পূর্নিমার রাতে অমাবশ্যার অন্ধকার দেখে।
সেনা প্রধানকে সরিয়ে বাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান!-ইত্তেফাক
পার্লামেন্টে আস্থা ভোট এড়িয়ে মুখ রক্ষা করতে পেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু নিজ তেহরিক-ই-ইনসাফের নেতাদের বিস্ফোরক সব দাবিতে ক্রমেই চাপে পড়ছেন তিনি। এর মধ্যেই দলটির সাংসদ আমির লিয়াকতের মন্তব্যে নতুন সমালোচনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আমির লিয়াকতের দাবি, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান। এমনকি তার বিরুদ্ধে বাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী।
ইমরান খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আমির বলেছেন, ‘আপনি জেনারেল বাজওয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর সাক্ষ্য আমি দিচ্ছি। আপনি আমাকে ডেকে বলেছিলেন যে, আমি জেনারেল বাজওয়াকে সরিয়ে দিতে যাচ্ছি। আরও অনেক কথা আছে যা বলব, সব ধ্বংস হয়ে গেলেও আমি আপনার মতো টিভিতে এসে গোপন কথা খুলে দেব না।’
শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়: অর্থমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী অবস্থানে আছে। আমাদের রপ্তানি ও রেমিট্যান্সও ভাল। রাজস্ব আদায়ও ইতিবাচক। ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি আর আমাদের অবস্থা এক নয়। যারা এসব নিয়ে আলোচনা করছে সেটা তাদের ব্যাপার। তবে আমরা সতর্ক আছি।’আজ বৃহস্পতিবার ক্রয়সংক্রান্ত সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। উল্লেখ্য, রিজার্ভ সঙ্কটের কারণে খাবার, জ্বালানি ও ওষুধ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ায় একসময় ভালো অবস্থানে থাকা দেশটির অর্থনৈতিক অবস্থা গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে।
সমগ্র ইউক্রেন চান পুতিন, যুদ্ধ চলবে বহু বছর: ন্যাটো মহাসচিব-মানবজমিন
গোটা ইউক্রেনই দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে বছরের পর বছর ধরে এই যুদ্ধ চলতে পারে। এমনটাই বললেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টল্টেনবার্গ। যদিও গত কয়েক দিনে দেখা গেছে, রুশ সেনারা পূর্ব ইউক্রেনকে টার্গেট করে চারদিক থেকে ঘিরে ধরছে। ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে তা ডনবাস অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। কিন্তু ন্যাটো প্রধান বলছেন, পুতিন এখনো সমগ্র ইউক্রেন নিয়ন্ত্রণের স্বপ্ন থেকে সরে আসেননি। এ খবর দিয়েছে সিএনএন।খবরে জানানো হয়, চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এই আলোচনার পূর্বে সাংবাদিকদের কাছে স্টল্টেনবার্গ যুদ্ধ নিয়ে কথা বলেন।
‘নেতাদের পিছনে এজেন্সি লাগাচ্ছে, বাজারে রেড করছে না’, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার: দৈনিক আজকাল
দ্রব্যমূল্য বৃদ্ধির জের! বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব, টাস্কফোর্স, কৃষি বিপণন ও খাদ্য দপ্তরের আধিকারিক ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এরপরেই নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না। তেলের দাম রোজ বাড়ছে। ৩৩৬টি সুফল বাংলা খোলা রয়েছে। সেখানে সস্তায় আলু-সহ সব্জি ইত্যাদি পাওয়া যায়। দরকার হলে সেই আউটলেট আরও বাড়ানো হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘এত দাম হওয়ায় রোজার সময়ে খুব অসুবিধা হচ্ছে। অন্নপূর্ণা-সহ বিভিন্ন পুজোও আছে। বাজারে দ্রব্যমূল্য রুখতে নজর বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর তোপ, ‘ইডি-সিবিআই রাজনৈতিক নেতাদের পিছনে পড়ে আছে। কিন্তু বাজারে রেড করতে পারছে না। কেন্দ্রীয় এজেন্সিকে এই সবে না লাগিয়ে উচিত বাজারে অবৈধ মজুত উদ্ধার করা।’
দেশের সঙ্কটে 'বিগ ব্রাদার' ভারতের সাহায্যে কৃতজ্ঞ জয়সূর্য, রণতুঙ্গারা- আজকাল
শ্রীলঙ্কার সঙ্কটের দিনে বড় দাদার মতো পাশে দাঁড়িয়েছে ভারত।
তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন দুই তারকা ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা এবং সনথ জয়সূর্য। গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদেশি ঋণের ধাক্কায় ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা সরকার। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য করছে ভারত। বিনা শর্তে শ্রীলঙ্কাকে সবরকম সহযোগিতা করেছেন মোদি। সঙ্কটের সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞ লঙ্কার প্রাক্তন তারকা ক্রিকেটাররা। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়সূর্য বলেন, 'প্রতিবেশী দেশ হয়ে বড় দাদার মতো ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। সেই জন্য আমি নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাব। আমাদের দেশের পরিস্থিতি ক্রমশ ভয়ংকর আকার নিচ্ছে। এখনই সমস্যা না মেটালে আমাদের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আশা করছি ভারত এবং অন্যান্য দেশের সহযোগিতায় পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।'
পার্সটুডে/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।