এপ্রিল ০৮, ২০২২ ১৬:১৪ Asia/Dhaka
  • এক নজরে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে’-প্রথম আলো
  • বিরোধী নেতাদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার: ফখরুল-মানবজমিন
  • সারাদিন রোজা, ইফতার শেষে আমাকে মেরো’-ইত্তেফাক
  • ধকল কাটিয়ে শক্ত অবস্থানে ফিরছে রুশ মুদ্রা রুবল প্রতিদিন
  • দুই দেশের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ-যুগান্তর
  • শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • বোমা রাখা আছে, এটা কোনও মজা নয়! হুমকি ইমেলে আতঙ্ক বেঙ্গালুরুর একাধিক স্কুলে: দৈনিক আনন্দবাজার পত্রিকা
  •  ‘‌মুসলিম মেয়েদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ চলবে’, মসজিদের বাইরে দাঁড়িয়েই শাসালেন ‌মহন্ত-সংবাদ প্রতিদিন
  • ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যাচ্ছেন জয়শংকর ও রাজনাথ, তুঙ্গে জল্পনা- আজকাল

ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে’-প্রথম আলো

অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছে ইমরান সরকার। তাদের দাবি, অনাস্থা ভোট গ্রহণে আদালতের আদেশে ইমরান খানের ‘অভিযোগেরই জয় হয়েছে’। দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতারও আশঙ্কা করছে তারা। খবর জিয়ো নিউজের।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব ‘চোর’ এক হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে, যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কীভাবে জবাব দেয়।

শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ

বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব ভাতা চান শতভাগ। তবে তাদের এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া সরকারের সক্ষমতার বিষয়ও রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।   এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ-যুগান্তর 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কো।  ইউক্রেনে যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানবেরা ও ওয়েলিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে দুদেশের প্রধানমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করল মস্কো।  বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি ‘শত্রুতাপূর্ণ আচরণের’ অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুদেশের আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম। ‘বেপরোয়া আচরণের’ জন্য অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে মস্কো।  অন্য পশ্চিমা দেশগুলোকে অনুস্মরণ করায় দেশটির বিষোদগার করা হয়েছে।

সারাদিন রোজা, ইফতার শেষে আমাকে মেরো’-ইত্তেফাক

‘আমি রোজা রেখেছি, একটু পর ইফতার করবো। বেশি ক্লান্ত লাগছে, ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো (প্রহার করো)।’ এমন আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না যুবক মোরশেদ আলী ওরফে বলী মোরশেদের (৩৮)। ইফতারি কেনার সময় মোরশেদকে জনসম্মুখে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদরের পিএমখালীর চেরাংঘর এলাকায় এ ঘটনা ঘটে। আর রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিওতে তার মৃত্যু হয়। তিনি এলাকায় ‘অন্যায়ের প্রতিবাদকারী’ হিসেবে পরিচিত ছিলেন। মোরশেদ পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে।

নিহতের ভাই জয়নাল আবেদীন, আইনজীবী জাহেদ আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভাই মোরশেদ ইফতারি কিনতে চেরাংঘর বাজারে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোরশেদের উপর হামলে পড়ে। অকস্মাৎ হামলা ও রোজায় ক্লান্ত মোরশেদ হতবিহবল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা প্রত্যক্ষ করা অনেকে জানিয়েছেন, তখন তিনি (মোরশেদ)- হামলাকারীদের বলছিলেন, সারাদিনের রোজায় বেশি ক্লান্ত- মারতে চাইলে ইফতারের পর মারিও। রোজায় ক্লান্ত, ইফতারের সময় দেওয়ার আকুতিতেও হামলাকারীদের মন গলেনি।

ধকল কাটিয়ে শক্ত অবস্থানে ফিরছে রুশ মুদ্রা রুবল প্রতিদিন

পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার মুদ্রা রুবলের দাম ছিল পড়তি দিকে। ‘অবন্ধুসুলভ’ দেশের কাছে গ্যাস ও তেল রপ্তানি রুশ মুদ্রা রুবলে করা হবে; রাশিয়ার এমন ঘোষণার পর থেকেই ঘুরে দাঁড়াতে থাকে রুবল। ভয়েস অব অ্যামেরিকার খবরে বলা হয়েছে, বিস্ময়কর ভাবে চলতি সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে রুশ মুদ্রা। গতকাল বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলারে ৭৬ রুবল পাওয়া গেছে। কয়েক দিন আগেও ১ ডলার কিনতে লাগতো ১৪৩ রুবল। সেই হিসেবে ডলারের বিপরীতে অর্ধেক বেড়েছে রুবলের দাম।  প্রতি ইউরোর বিপরীতে ৮১ রুবল পাওয়া গেছে বৃহস্পতিবার।  গত ১৯ ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্য। এর অর্থ হচ্ছে, যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রকোপ কাটিয়ে উঠতে শুরু করেছে রাশিয়ার মুদ্রা

বিরোধী নেতাদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার: ফখরুল-মানবজমিন

নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের অতিদ্রুত সাজা দিতে সরকার সেল গঠন করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুনেছি একটা তালিকা তৈরি করেছে সরকার। সেই তালিকা ধরে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা আছে এই মামলাগুলো দ্রুত শেষ করার জন্য একটা সেল তৈরি করে দেয়া হয়েছে। এই সেলের মাধ্যমে অতিদ্রুত মামলাগুলো শেষ করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন, আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোতে কি আছে? একটা হচ্ছে আমি ময়লার গাড়ি পোঁড়াচ্ছি। সেক্রেটারিয়েটের ভেতরে মোটর সাইকেলের পেছনে গিয়ে বোমা মেরেছি এমন অভিযোগে মামলা। এই ছল-চাতুরি প্রতারণা করে গোটা জাতিকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বোমা রাখা আছে, এটা কোনও মজা নয়! হুমকি ইমেলে আতঙ্ক বেঙ্গালুরুর একাধিক স্কুলে: দৈনিক আনন্দবাজার পত্রিকা

বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়াল। পুলিশ সূত্রে খবর, শহরের ছ’টি স্কুলে ইমেলে হুমকি দেওয়া হয়, ‘স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে। আর এটা কোনও মজা নয়। সাবধান! এখনই পুলিশে খবর দিন। না হলে শ’য়ে শ’য়ে প্রাণ যেতে পারে। দেরি করবেন না। সব কিছুই আপনার হাতে।’শুক্রবার সকাল ১১টা থেকে ১১.১০ মিনিটের মধ্যে পর হুমকি মেল আসে দিল্লি পাবলিক স্কুল, গোপালান ইন্টারন্যাশনাল স্কুল, নিউ অ্যাকাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং এবেনেজার ইন্টারন্যাশনাল স্কুলে। হুমকি মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমাতঙ্কের খবর পেয়েই পুলিশ বেশ দলে ভাগ হয়ে স্কুলগুলিতে পৌঁছে দ্রুত খালি করার ব্যবস্থা করে। বম্ব স্কোয়াডও পৌঁছয় স্কুলগুলিতে। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। তবে কোনও স্কুল থেকে এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যাচ্ছেন জয়শংকর ও রাজনাথ, তুঙ্গে জল্পনা- আজকাল

রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের (India) বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বারবার সুর চড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারতের অবস্থান বদলাতেও চাপ এসেছে ওয়াশিংটন থেকে। কিছুদিন আগেই ভারতে এসে মার্কিন প্রতিনিধি রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ায়, তাহলে সেটা মোটেই ভাল চোখে দেখবে না তারা। এহেন পরিস্থিতিতেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১১ এপ্রিল ওয়াশিংটনে তাঁরা বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টণি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে। ২০২০ সালের পরে ভারতের সঙ্গে আমেরিকার মন্ত্রী পর্যায়ের (2+2 Talks) দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়েই আলোচনা করা হবে। ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক (Bilateral Relation) বিদেশনীতি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা।” সূত্রের খবর, আলোচনায় উঠতে পারে ইউক্রেন প্রসঙ্গও। যুদ্ধের প্রেক্ষিতে যেভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি পালটে গিয়েছে, সেই বিষয়ে কথা হতে পারে দুপক্ষের মধ্যে। কিভাবে পরিবর্তিত পরিস্থিতি সামলানো যাবে তাও আলোচনার বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

মুসলিম মেয়েদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ চলবে’, মসজিদের বাইরে দাঁড়িয়েই শাসালেন ‌মহন্ত-সংবাদ প্রতিদিন

মসজিদের সামনে গিয়েই শাসিয়ে এলেন সংখ্যালঘুদের।

বললেন, মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করা হবে। আর এসব বললেন মন্দিরের এক মহন্ত। তাও আবার পুলিশের উপস্থিতিতে। তখন হাততালিতে ফেটে পড়ছে জনতা। সেই ঘটনার পর ছ’‌ দিন কেটে গিয়েছে। এখনও গ্রেপ্তার হয়নি এক জনও। উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা।ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, হাতে মাইক। গেরুয়া পর এক ব্যক্তি গাড়িতে বসে প্ররোচনামূলক ভাষণ দিচ্ছেন। উল্টো দিকেই মসজিদ। মাঝেমধ্যেই স্লোগান তুলছেন, ‘‌জয় শ্রীরাম’‌। পিছনে রয়েছে পুলিশের উর্দি পরা কয়েক জন। জানা গিয়েছে, ভাষণ দেওয়া ব্যক্তি মহন্ত। লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে খয়রাবাদের এক মন্দিরের।

 

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ