এপ্রিল ২৮, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রধানমন্ত্রীর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-মাঠে নির্মাণকাজ বন্ধ, তবে পুলিশের হাতেই থাকবে-কালের কণ্ঠ
  • নাহিদ হত্যায় জড়িত ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার: ডিবি-প্রথম আলো
  • কাকে ‘যুদ্ধ শয়তান’ বললেন জাতিসংঘ মহাসচিব -যুগান্তর
  • উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : কাদের-বাংলাদেশ প্রতিদিন
  • ঢাকায় জয়শঙ্কর-মানবজমিন
  • ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা লুট হতে পারে’-ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • ইউক্রেনকে অস্ত্র দিলে ‘বিদ্যুদ্বেগে প্রত্যাঘাত’, আমেরিকাকে হুমকি পুতিনের–সংবাদ প্রতিদিন
  • এবারও সরকার দায়িত্ব নেয়নি’, দেশে বিদ্যুৎসঙ্কট নিয়ে মোদিকে একহাত রাহুলের-আজকাল 
  • রাস্তায় ছুড়ে ফেলা হল পদ্মশ্রী মানপত্র! মোদী সরকার উচ্ছেদ করল ৯১ বছরের নৃত্যশিল্পীকে -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। প্রশ্ন হচ্ছে- তার এ সফরের লক্ষ্য-উদ্দেশ্য কী?
২. পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন একে ‘ব্ল্যাকমেইল’ বলছে। আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ঢাকায় জয়শঙ্কর-মানবজমিন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌঁছেছেন। আজ দুপুর সোয়া ২টায় ভারতীয় বিমানবাহিনীর একটি স্পেশাল ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জয়শঙ্কর বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন জয়শঙ্কর, কী তার মিশন? এতে লেখা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একের পর এক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো সফর করছেন। গত মাসের শেষের দিকে দক্ষিণ এশিয়ার দুই দেশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় পাঁচ দিনের সফরে যান তিনি। জয়শঙ্কর ২৬ থেকে ২৭ মার্চ মালদ্বীপ এবং ২৮ থেকে ৩০ মার্চ শ্রীলঙ্কা সফর করেন।

মালদ্বীপ সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মালদ্বীপ থেকে দ্বিপাক্ষিক সফর এবং বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) বৈঠকের জন্য ২৮ মার্চ শ্রীলঙ্কা পৌঁছেন জয়শঙ্কর। তিনি শ্রীলঙ্কা সফরের জন্য এমন এক সময়কে বেছে নেন যখন দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশটির আপামর জনসাধারণ সরকার পতনের জন্য আন্দোলনে নেমেছে। বলাবাহুল্য, শ্রীলঙ্কার এমন অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অনেকেই চীনা 'ঋণের ফাঁদ' এবং এক পরিবারের শাসনকে দায়ী করছেন। ভারত এরই মাঝে দফায় দফায় শ্রীলঙ্কার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

এদিকে, আজই ঢাকায় এলেন জয়শঙ্কর। ভারতীয় গণমাধ্যম বলছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : কাদের-বাংলাদেশ প্রতিদিন

ka

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপিসহ অনেকেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। 

আজ বৃহস্পতিবার সকালে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধাই হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা এবং পরবর্তীতে দেশের রাজনীতিতে কর্মসম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তেঁতুলতলা মাঠে থানা ভবন হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী-মানবজমিন/যুগান্তর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর থানা ভবন হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মাঠের মালিকানা পুলিশের থাকবে বলে জানান তিনি। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২০১৭ সালে আমরা ওই জায়গাটির জন্য আবেদন করেছি। খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গাই নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই সেজন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়।

এর আগে  প্রথম আলোর খবরে লেখা হয়, তেঁতুলতলা মাঠ-রাতের মধ্যে দেয়াল তৈরির কাজ শেষ করল পুলিশ। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ।

মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই পুলিশ দেয়াল তৈরির কাজ সম্পন্ন করল। গতকাল বুধবার রাতে এই দেয়াল তৈরির কাজ শেষ হয়।

এলাকাবাসী বলছেন, গতকাল প্রতিবাদ-সমাবেশ চলাকালে দেয়াল তৈরির কাজ বন্ধ ছিল। সবাই চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়। রাতের মধ্যেই দেয়াল তৈরির কাজ শেষ করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরি করা হয়েছে। শুধু এক পাশে সামান্য জায়গা খালি রাখা হয়েছে। সেখান দিয়ে মাঠে ঢোকা যায়।

নাহিদ হত্যায় জড়িত ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার: ডিবি-প্রথম আলো

নাহিদ হোসেনকে ‘হত্যায় জড়িত’ পাঁচজন গ্রেপ্তার

নিউমার্কেটের দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে ‘হত্যায় জড়িত’ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 আজ বৃহস্পতিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র বলে জানান এ কে এম হাফিজ। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার পাঁচজন হলেন মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বুগদাদী।

১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরদিন মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ইটের আঘাতে আহত হন মোরসালিন নামের আরেক দোকানকর্মী। পরে দুজনই হাসপাতালে মারা যান।

এই ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলা করেছেন সংঘর্ষের দিন ভাঙচুর হওয়া অ্যাম্বুলেন্সের মালিক। এর মধ্যে হত্যা মামলা দুটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। বাকি তিন মামলায় নিউমার্কেট থানার পুলিশ তদন্ত করছে।

এদিকে, নিউমার্কেট এলাকায় সংঘর্ষএর ঘটনায় রিমান্ড শেষে কারাগারে নেয়া হয়েছে বিএনপি নেতা মকবুল হোসেনকে।

ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা লুট হতে পারে’-ইত্তেফাক

ঈদযাত্রায় আট হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া পরিবহণ মালিক-শ্রমিক ও চাঁদাবাজেরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী। ঈদযাত্রায় আট হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া পরিবহণ মালিক-শ্রমিক ও চাঁদাবাজেরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী।

নারী ফুটবলারকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে-মানবজমিন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের এক নারী ফুটবলার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নান্দাইল থানায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সালের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতনের শিকার ওই কিশোরী। কিন্তু পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগ হিসেবে মামলাটি নথিভুক্ত করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ও তার পরিবার। 

ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বলেন, আমাদের মেয়ে ছোটবেলা থেকেই খেলাধুলা করে। বড় হয়ে দেশ-বিদেশে খেলে অনেক মেডেল পেয়েছে। আমারা মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখি।  কিন্তু হঠাৎ করে ফয়সাল  আমার মেয়ের এমন সর্বনাশ করেছে।  পুলিশের কাছে গেলাম বিচারের আশায়। পুলিশ আমাদের অভিযোগ অনুযায়ী মামলা নেইনি। এখন মনে হচ্ছে, আমরা ন্যায় বিচার পাবো না।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ওই কিশোরী অভিযোগ দিলে শনিবার ধর্ষণ চেষ্টার মামলা নেয়া হয় ফয়সাল সহ অজ্ঞাত দুইজনকে আসামি করে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, ভিকটিমের বক্তব্য শুনেই ধর্ষণ চেষ্টার মামলা নেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, নিয়ম হচ্ছে ভিকটিমের বক্তব্য অনুযায়ী মামলা নেয়া। সেক্ষেত্রে যদি পুলিশের কোন গাফিলতি থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ এপ্রিল) উপবৃত্তির ফাইলে স্বাক্ষর দেওয়ার কথা বলে ওই কিশোরী ফুটবলারকে কলেজে ডেকে নেয় যুবলীগ নেতা ফয়সাল। পরে তাকে প্রশাসনিক ভবনের পেছনে নিয়ে মুখ চেপে গলায় চাকু ধরে ধর্ষণ ও ভিডিও করে ফয়সাল। এতে তাকে সহযোগিতা করে আলামিন ও অজ্ঞাত আরো এক সহযোগী। ঘটনা কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। 

ভিকটিম কিশোরী বলেন, বিভিন্ন স্থানে খেলতে গিয়ে ফয়সালের সাথে মৌখিক পরিচয়। তবে কোন ঘনিষ্ঠতা নেই। কলেজে যাওয়া-আসার সময় খোঁজ খবর নিতো। সে বিবাহিত, তাঁর একটি ছেলে সন্তানও রয়েছে।

বাবা মুদির দোকান করে। পরিবারের সাত সদস্যের সংসার। ফয়সাল ওইদিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কল করে বলে উপবৃত্তির জন্য স্বাক্ষর লাগবে। স্বাক্ষর না দিলে উপবৃত্তি আর পাবো না। তাই কল পাওয়ার সাথে সাথে বাবা-মাকে বলে কলেজে আসি। কলেজে ঢুকে ফয়সালকে কল দেই, পরে সে প্রশাসনিক ভবনের পেছনে যেতে বলে। সেখানে গিয়ে বলি লোক কোথায় ফয়সাল বলে খেতে গেছে। সেই কথা বলেই মুখ চেপে ধরে মাটিতে ফেলে দিয়ে জাপটে ধরে। আমি চিৎকার করা শুরু করলে ফয়সাল আমাকে চাকু মেরে দেয়ার হুমকি দেয় এবং ধর্ষণ করে। মাটিতে ফেলে দেয়ার সময় আলামিন আমার পা ধরে রাখে। ভিডিও করে অজ্ঞাত আরেক ছেলে। প্রতি সপ্তাহে ফয়সাল তার সঙ্গে সময় কাটাতে বলে। অন্যথায় ভিডিও ছেড়ে দেয়ার পাশাপাশি হত্যার হুমকি দেয়। বিষয়টি কলেজের পিয়ন আব্দুর রহিম দেখলেও সহযোগিতা করেনি।

এরপর বাড়িতে গিয়ে বিষয়টি মা-বাবাকে বলি। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। পুলিশ আমাদের সাথে অবিচার করেছে। তারা ধর্ষণ চেষ্টার মামলা নিয়েছে।  

ভুক্তভোগী আরো বলেন, তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করার সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা বেগম ফুটবল টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু হয়। গত বছরের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের হয়ে খেলি ও আমার দল রানার্সআপ হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের নগদ অর্থ ও রুপার মেডেল তুলে দেন ক্রীড়া উপমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বর্তমানে আমি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টিমের একজন সদস্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) উত্তরা আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও ময়মনসিংহের কালিঝুলি স্পোর্টিং ক্লাবের হয়ে দেশের বিভিন্ন জায়গায় খেলে মেডেল ও সনদ অর্জন করি। 

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, আমার স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলে দেশের জন্য জয় ছিনিয়ে আনা। এই অবস্থায় আমি খুবই আতংকিত ও মানসিকভাবে বিপর্যস্ত। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছি না। আমি সুষ্ঠু বিচার চাই। 

ভিকটিমের বাবা-মা আরও বলেন, ছোট বেলা থেকেই আমাদের মেয়ে খুব মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সে খুব ভালো। কিন্তু ফয়সাল আমাদের সব সর্বনাশ করে দিছে। এখন লজ্জায় বাইরে যেতে পারি না। কয়েকদিন ধরে দোকানও বন্ধ রয়েছে। 

কলেজের পিয়ন আব্দুর রহিম বলেন, মেয়েটা কলেজে ঢোকার পর ফয়সাল তাকে জড়িয়ে ধরলে মেয়েটি চিৎকার করে। চিৎকার শুনে আমি কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ফয়সাল আমাকে চাকু দেখালে আমি বাইরে বের হয়ে মোবাইলে অধ্যক্ষ স্যারকে জানাই। পরে অধ্যক্ষ স্যার তাদেরকে বের করে দিতে বলে।

কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। এটা কোনভাবেই কাম্য নয়। ফয়সাল মাঝে মধ্যে কলেজে আসতো কোন কাজ থাকলে। তার সাথে কলেজের তেমন কারো সখ্যতা নেই। সে এমন কাজ করে থাকলে তাঁর বিচার হওয়া উচিত।

টর্চার সেলে বিবস্ত্র করে নির্যাতন: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার-মানবজমিন

ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব গ্রেপ্তার

সাতক্ষীরায় টর্চার সেলে কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের দালাল সৈয়দ ইদ্রিসের ছেলে। সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করেন।

 তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।

উল্লেখ্য, গত রোববার সাতক্ষীরায় কলেজ ছাত্র তন্ময়কে অপহরণ করে ছাত্রলীগের টর্চার সেলে টানা ৫ ঘণ্টা আটকে রেখে মারপিট-নির্যাতন করা হয়। পরে মাথা ন্যাড়া করে বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

তোলাবাজি? প্রয়োজনে আমার অফিসে অভিযোগ জানান! মমতার পর এ বার বার্তা সাংসদ মহুয়ার-আনন্দবাজার পত্রিকা

সাংসদ মহুয়া মৈত্র

বুধবারই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, যত বড় রাজনৈতিক নেতাই হন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না। পুলিশকে নির্দেশ দিয়েছেন, অভিযোগ এলে যে দলের যত বড়ই নেতা হন না কেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ফেসবুক পোস্ট করে সেই বার্তা তুলে ধরলেন। লিখলেন, অভিযোগ থাকলে নির্ভয়ে পুলিশে বা তাঁর অফিসে এসে অভিযোগ জানাতে।

তৃণমূল সাংসদ লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনও রকমের তোলাবাজি করা যাবে না—চাকরি দেওয়ার নাম করে, টেট প্যানেল-এ নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি মানুষকে প্রতারণা করে তবে, নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন।’ তাঁর বার্তা, ‘ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই।

ভারতের কাশ্মিরে স্কুলে হিজাব নিষিদ্ধ- ইন্ডিয়ান এক্সপ্রেস

হিজাব নিষিদ্ধের চিঠি

হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত। জম্মু-কাশ্মিরে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও।  

কাশ্মিরের এক স্কুলের শিক্ষকদের হিজাব পরা যাবে না বলে চিঠি

জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।

ইউক্রেনকে অস্ত্র দিলে ‘বিদ্যুদ্বেগে প্রত্যাঘাত’, আমেরিকাকে হুমকি পুতিনের-সংবাদ প্রতিদিন

দু’মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। প্রথম থেকেই রাশিয়ার হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা সত্যি করেই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ অন্য কোনও দেশ হস্তক্ষেপ করলে ‘বিদ্যুতগতিতে’ পালটা আক্রমণ করবে রাশিয়া।

ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি

পুতিন (Vladimir Putin) বলেছেন, “যদি কোনও দেশ ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে নাক গলাতে আসে, সেটা ভালভাবে নেওয়া হবে না। কৌশলগত ক্ষেত্রে রাশিয়ার সমস্যা তৈরি করলে, আমরাও বিদ্যুদ্বেগে জবাব দেব।” হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না রাশিয়া।

প্রসঙ্গত, রাশিয়ার হাতে এই মুহুর্তে রয়েছে বিদ্ধংসী অস্ত্রভান্ডার। গত মাসেই স্যাটান ২ ব্যালিস্টিক মিসাইলের সফল প্রয়োগ করেছে রাশিয়া। এছাড়াও হাইপারসোনিক মিসাইল রয়েছে রাশিয়ার হাতে। অস্ত্র প্রসঙ্গে পুতিন বলেছেন, “আমাদের হাতে যা অস্ত্র রয়েছে তা অন্য কোনও দেশের হাতে নেই। সকলে জেনে রাখুক, অস্ত্র ভান্ডার নিয়ে বড়াই করব না আমরা। প্রয়োজন পড়লে অবশ্যই ব্যবহার করব।”

সরাসরি ইউক্রেনে সৈন্য পাঠায়নি কোনও দেশ। তবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে বেশ কয়েকটি দেশ। তার মধ্যে অন্যতম আমেরিকা (USA)।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, একটি রুশ ট্যাঙ্কের অনুপাতে দশটি অ্যান্টি আর্মার সিস্টেম পাঠানো হয়েছে। এছাড়াও  বিপুল পরিমাণে মিসাইল, গ্রেনেড লঞ্চার, হেলিকপ্টার, ড্রোন, মেশিন গান, রেডার সিস্টেম ইত্যাদি পাঠানো হয়েছে ইউক্রেনে। রুশ হামলার মোকাবিলা করতে ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন, চেক প্রজাতন্ত্র, জার্মানি-সহ আরও বেশ কিছু ইউরোপীয় দেশ।পুতিনের এই বার্তা আমেরিকা এবং সেই দেশগুলিকে উদ্দেশ্য করেই, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

রাশিয়া সফরের পর আজ ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি।

রাস্তায় ছুড়ে ফেলা হল পদ্মশ্রী মানপত্র! মোদী সরকার উচ্ছেদ করল ৯১ বছরের নৃত্যশিল্পীকে-আনন্দবাজার পত্রিকা

মায়াধর রাউত

ফুরিয়েছে লিজের মেয়াদ। তাই ওডিশি নৃত্যশিল্পী মায়াধর রাউতকে দিল্লির সরকারি আবাসন থেকে উচ্ছেদ করল নরেন্দ্র মোদী সরকার। অভিযোগ, ৯১ বছরের নৃত্যগুরুর ফ্ল্যাটে ঢুকে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে তাঁর যাবতীয় জিনিসপত্র! এমনকি, রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী সম্মাননাও। দিল্লির রাজপথে পড়ে থাকা পদ্মশ্রী মানপত্রের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ঘটনার আকস্মিকতায় হতবাক পদ্মশ্রীপ্রাপক মায়াধর এবং তাঁর পরিবার। অসুস্থ নৃত্যশিল্পীর কন্যা মধুমিতা বুধবার বলেন, ‘‘মোদী সরকারের আমলে শিল্পীদের যে কোনও সম্মান নেই, এই ঘটনাই তার প্রমাণ।’’ পাশাপাশি, ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ, রাজীব গাঁধী প্রধানমন্ত্রী থাকাকালীন পদ্মশ্রী সম্মাননা এবং সরকারি আবাসন পেয়েছিলেন মায়াধর।

এবারও সরকার দায়িত্ব নেয়নি’, দেশে বিদ্যুৎসঙ্কট নিয়ে মোদিকে একহাত রাহুলের-আজকাল

দেশে কয়লার ঘাটতি। তার জেরে তীব্র বিদ্যুৎ সঙ্কট। বহু রাজ্যে আট ঘণ্টা করে থাকছে না বিদ্যুৎ। এই নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে বললেন, সরকার নিজের দায়িত্ব থেকে সরে এসেছে। যেমন এসেছিল করোনা আবহে। সে কারণে ভুগছেন সাধারণ মানুষ। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও মুখ খুলেছেন রাহুল।

পোস্টে রাহুল লিখলেন, তিনি মোদি সরকারকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন দেশে কয়লার মজুদ কমে আসছে। সরকার কানে তোলেনি। সেই নিয়ে কোনও ব্যবস্থা নেওয়ার বদলে সমস্যার কথা খারিজ করে গিয়েছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, ‘কিছু রাজ্যকে কয়লা আমদানি করতে বাধ্য করা হয়েছে। মনে করুন সেই কোভিড আবহের কথা, যখন সরকার ভারতের প্রতি নিজের দায়িত্ব নেয়নি। অনেক রাজ্যকে আত্মনির্ভর হতে বাধ্য করা হয়েছিল। তাদের অক্সিজেন সিলিন্ডার আমদানি করতে বাধ্য করা হয়েছিল। এখন কয়লা নিয়েও একই কাণ্ড হচ্ছে।’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ