কথাবার্তা
যে কারণে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় আমেরিকা, জানাল চীন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৬৬: রয়টার্স-ইত্তেফাক
- ভালো কাজের জন্য মুহিত বেঁচে থাকবেন অনন্তকাল: অর্থমন্ত্রী -প্রথম আলো
- ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে: ফখরুল- মানবজমিন
-
ঢাকা কলেজে অস্ত্রের রাজনীতি থামছেই না-বেপরোয়া কর্মকাণ্ডে নেতৃত্বহীন ছাত্রলীগ- যুগান্তর
- ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
- যে কারণে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় আমেরিকা, জানাল চীন-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- ভোটকুশলী হিসাবে আমাদের সঙ্গেই আছেন প্রশান্ত কিশোর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়-আনন্দবাজার পত্রিকা
- গোটা বিশ্ব দেখছে আমার স্বামী হারতে জানেন না’, বলছেন জেলেনস্কির স্ত্রী -দৈনিক সংবাদ প্রতিদিন
- শপথগ্রহণে জটিলতা তৈরি করেছেন রাজ্যপাল, টুইটে বিরক্তি প্রকাশ বাবুলের –আজকাল
শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরেরর বিস্তারিত
ভালো কাজের জন্য মুহিত বেঁচে থাকবেন অনন্তকাল: অর্থমন্ত্রী -প্রথম আলো
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পৃথিবীতে শারীরিকভাবে না থাকলেও, তাঁর ভালো কাজগুলোর জন্য অনন্তকাল ধরে বেঁচে থাকবেন। সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর গুলশানের আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী। আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটের নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে।আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সব সময় তিনি (মুহিত) সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন। ওনার যে হাসি, হাসিটা কেউ নকল করতে পারবে না। আমি আন্তরিকভাবে বলি, উনি ভালো মানুষ। আগাগোড়া ভালো। তিনি এই জাতির জন্য, আমাদের দেশের জন্য অনেক কাজ করে গেছেন। আমার বিশ্বাস, তিনি আমাদের মধ্যেই থাকবেন।’
ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘরমুখো মানুষদের ঈদযাত্রা কাটবে।
ঢাকা কলেজে অস্ত্রের রাজনীতি থামছেই না-বেপরোয়া কর্মকাণ্ডে নেতৃত্বহীন ছাত্রলীগ- যুগান্তর
ঢাকা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের আশায় সংঘর্ষে জড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। তাদের বিরুদ্ধে অসংখ্যবার চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন জালিয়াতি এবং অস্ত্র ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে।
অপকর্মের নিয়ন্ত্রণ নিতে গিয়ে কখনো নিজেদের মধ্যে, কখনো অন্যের হয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তারা। ক্ষমতা জানান দিতে এসব বিবাদে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জড়িয়েছেন হত্যাকাণ্ডে। বিভিন্ন আন্দোলনে সশস্ত্র হামলায় বহুবার ব্যবহার হয়েছেন কলেজটির নেতাকর্মীরা। এ নিয়ে কয়েক দফায় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বহিষ্কার হয়েছেন বহু নেতাকর্মী।
কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৬৬: রয়টার্স-ইত্তেফাক
আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো। তবে আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। সেসময় বিস্ফোরণের এ ঘটনা।
ওয়াহিদ নামে ৩০ বছর বয়সী এক যুবক জানান, তিনি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর ছুটে যান মসজিদের দিকে। তার ভাই ছিল সেখানে। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতেও সহযোগিতা করেন ওই যুবক। ওয়াহিদ বলেন, ভয়াবহ দৃশ্য দেখেন তিনি, আশপাশের সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং চিৎকার করছে।
যে কারণে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় আমেরিকা, জানাল চীন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ৬৫ দিনে গড়িয়েছে রুশ বাহিনীর এই অভিযান। বেশ কিছু লক্ষ্য নিয়ে এই সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে অন্যতম হল- ডোনেটস্ক ও লুহানস্ক (যা একত্রে ডোনবাস নামে পরিচিত) অঞ্চলকে বেসামরিকীকরণ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্ত করা।
ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এসব দেশ ইউক্রেনকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে আমেরিকার ওপর দোষা চাপালো চীন। চীনের অভিযোগ, আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায়।
ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে: ফখরুল- মানবজমিন
গুম হওয়া ইলিয়াস আলীর পরিবার বর্তমানে অনেক বিপদে দিনযাপন করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বনানীর বাসায় ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সাথে সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।তিনি বলেন, ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছেন। তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তিনি বললেন তার (ইলিয়াস আলী) ব্যাংক একাউন্ট সেটা তারা হেন্ডেল করতে পারছেন না। তার গাড়ির ট্যাক্সও তারা দিতে পারছেন না। এই বিষয়গুলো তার পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিলো না। পরিবর্তিকালে অনেক চেষ্টা-তদবির করে তার মেয়েকে ভর্তি করানো হয়েছে।‘এটা শুধু ইলিয়াস আলীর পরিবার নয়, গুম হওয়া সব পরিবারগুলো এমন নিদারুন কষ্টের মধ্যে আছেন’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
ভোটকুশলী হিসাবে আমাদের সঙ্গেই আছেন প্রশান্ত কিশোর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়-আনন্দবাজার পত্রিকা
ভোটকুশলী হিসাবে তাঁদের সঙ্গেই আছেন প্রশান্ত কিশোর। শনিবার টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু দিন আগেই প্রশান্তের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে পিকে জানিয়ে দেন, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না।
গত সপ্তাহে প্রশান্তের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দীর্ঘ আলোচনা হয়। দলের পুনরুত্থান কোন পথে, তা নিয়ে বিস্তারিত রূপরেখা পেশ করেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে। ৬০০ পাতার স্লাইড দেখিয়ে বোঝান, কোন পথে আগামী দিনে এগোতে হবে। কংগ্রেসের পক্ষ থেকে পিকে-কে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পিকে খোলামেলা কাজ চেয়েছিলেন দলের কাছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে ‘এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ’- এর অংশ হিসাবে দলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়। যদিও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।
দেড় মাস কেন? গরমের ছুটি কমানো হোক! দাবি জানিয়ে ধর্নায় বসল খোদ পড়ুয়ারা –আজকাল
তীব্র গরমের জেরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য।
২ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু এত ছুটি কেন? তা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসল হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবনের পড়ুয়ারা। তাদের দাবি, গরমের কারণ দেখিয়ে টানা ছুটি দেওয়া চলবে না। খোলা রাখতে হবে স্কুল, স্কুল খোলা রেখে ক্লাসের ইউনিট টেস্ট নিতে হবে। তাদের আরও বক্তব্য, টানা ছুটি চললে তাদের ক্লাসের পরীক্ষা বন্ধ হয়ে যাবে। যা ক্ষতি করবে পড়াশোনার। তাই ছুটি কমিয়ে স্কুলে পরীক্ষা নেওয়া হোক।
কয়েকদিন আগেই গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, গরমের কারণে ছুটি ২ মে থেকে করে দেওয়া হোক। সেই সঙ্গে কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় সেটিও দেখে নিতে বলেন তিনি। এরপরেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, গরমের ছুটি চলবে ১৫ জুন পর্যন্ত।
গোটা বিশ্ব দেখছে আমার স্বামী হারতে জানেন না’, বলছেন জেলেনস্কির স্ত্রী -দৈনিক সংবাদ প্রতিদিন
যুদ্ধ তাঁকে বদলাতে পারেনি। বরং গোটা বিশ্ব দেখেছে ভলোদিমির জেলেনস্কির মনোবল কতটা মজবুত। সেই সঙ্গে পরিষ্কার হয়ে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন একজন মানুষ যাঁর উপরে ভরসা করা যায়। নিজের স্বামী সম্পর্কে এমনই ভূয়সী প্রশংসা শোনা গেল ইউক্রেনের (Ukraine) ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার মুখে। এক পোলিশ সংবাদপত্রকে সাক্ষাৎকারে এভাবেই নিজের মনের কথা খুলে বলেছেন তিনি।
স্বামী তাঁর কাছে নেই দীর্ঘদিন। তবুও প্রতি মুহূর্তে তিনি যে জেলেনস্কির (Volodymr Zelenskyy) সঙ্গেই রয়েছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে এই সাক্ষাৎকারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া (Russia-Ukraine War)। পালটা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রত্যাঘাত হানে ইউক্রেনীয় ফৌজ। সেদিন সকালের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন জেলেনস্কা। তাঁর কথায়, ”২৪ ফেব্রুয়ারি যখন আমার ঘুম ভাঙল দেখি আমার স্বামী ততক্ষণে তৈরি হয়ে গিয়েছেন। তিনি সহজ গলায় আমায় বললেন, ‘ওটা শুরু হয়ে গিয়েছে।’ এরপরই তিনি কিয়েভের অফিসের উদ্দেশে বেরিয়ে যান।”
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।