ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সেই টিটিইকে নিয়ে বিবৃতিতে যা বললেন পাকশীর ডিসিও
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, আমি এক নম্বর আসামি হব: নোয়াখালীর সাংসদ ইব্রাহিম- প্রথম আলো
- রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিটও ইউক্রেনে ভুগছে: যুক্তরাজ্য–দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত-মানবজমিন
- বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: রেলমন্ত্রী'–যুগান্তর
- ইউক্রেনে ‘শান্তিপূর্ণ সমাধানে’ অ্যান্তনিও গুতেরেসের প্রচেষ্টাকে নিরাপত্তা পরিষদের সমর্থন-সমকাল
- সেই টিটিইকে নিয়ে বিবৃতিতে যা বললেন পাকশীর ডিসিও-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ময়নাতদন্তের পর বিজেপি নেতার দেহ আরজি করে, দলীয় অফিস হয়ে যাবে পরিবারের হাতে -দৈনিক আজকাল
- কয়লা পাচার কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা-সংবাদ প্রতিদিন
- বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, লাফিয়ে সংক্রমণ বাড়ায় ১৪৪ ধারা জারি উত্তরপ্রদেশের এক জেলায়-আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
মতামত ‘বাড়ি-জমি-টাকা কিছুই নাই, কিসের ঈদ!’-প্রথম আলো
সেই টিটিইকে নিয়ে বিবৃতিতে যা বললেন পাকশীর ডিসিও-কালের কণ্ঠ
রেলওয়ে পাকশী বিভাগের টিটিই মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন পাকশীর ডিসিও (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা) নাসির উদ্দিন। আজ শনিবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘‘গত ৫ তারিখ রাতে কিছু যাত্রী ঈশ্বরদী স্টেশন কাউন্টারে আসেন। কিন্তু কাউন্টারে কোনো টিকিট পাননি।
তাদের ঢাকা যেতেই হবে। তাই অগত্যা বাধ্য হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যেখানে জায়গা পান সেখানেই উঠে পড়েন। টিটিই শফিক ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে খুলনা থেকে ঢাকা পর্যন্ত তিন হাজার টাকা করে ভাড়া দাবি করেন। তখন যাত্রীরা জানান, তারা ঈশ্বরদী থেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে ট্রেনে উঠেছেন। তারা ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩০০ টাকা করে ভাড়া নেওয়ার জন্য টিটিইকে অনুরোধ করেন। কিন্তু টিটিই জবাবে বলেন, 'ট্রেন কি তোর বাপের?' তখন যাত্রী বলেন, 'ট্রেন কি তোর বাপের, মানে কী? বিপদে পইড়া ট্রেনে উঠেছি। আপনি ভাড়াটা নেন। ’’
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘তখন টিটিই বলেন, ‘দ্বিগুণ জরিমানাসহ খুলনা থেকে ভাড়া দিতেই হবে। ’ তখন যাত্রীরা বলেন, ‘এত টাকা আমাদের নিকট নেই। ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩০০ টাকা করে রাখেন। ’ তখন টিটিই বলেন, ‘টাকা না দিলে লাত্থি দিয়ে ট্রেন থেকে ফেলে দিব। ’ তারপর আরো অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। পরে তাদেরকে টিকিট করে দেওয়া হয়। যাত্রীগণ টিটিইর মুখ থেকে এই ধরনের বকা শুনে চরম মাত্রায় মর্মাহত হন। টিটিই অন্যান্য যাত্রীদের সাথে ওই ধরনের আচরণ করেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগকারীগণ মনে করছেন। ’’
বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: রেলমন্ত্রী'–যুগান্তর
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে তিন যাত্রীকে জরিমানা এবং সেই অপরাধে টিটিইকে বরখাস্তের ঘটনায় তীব্র সমালোচনার মধ্যে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ঘটনাটি আজ (শনিবার) সকালে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছেন বলে জানান মন্ত্রী। রেলমন্ত্রী জানান, টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের অফিশিয়াল কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনো সংযোগ নেই। ঘটনার সঙ্গে মন্ত্রীর কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত-মানবজমিন
ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা এলাকায় শুক্রবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে আকিদুল ইসলাম ওরফে দরবেশ নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহ সদর থানার দুই এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার নেতৃত্বে দেওয়া স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিজুকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আনোয়ার হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল আশরাফুল ইসলাম, সমেল ও এলেম হোসেন।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাত ৮টার দিরেক গোপন সংবাদের ভিক্তিতে ঝিনাইদহ থানা পুলিশের একটি দল ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশ এক চায়ের দোকান থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ উত্তর কাস্টসাগরা গ্রামের আবুল হোসেনের ছেলে আকিদুল ওরফে দরবেশকে আটক করে। আটকের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান মিজুর নেতৃত্বে বাজারের কতিপয় ব্যবসায়ী হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, আমি এক নম্বর আসামি হব: নোয়াখালীর সাংসদ ইব্রাহিম- প্রথম আলো
দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ এইচ এম ইব্রাহিম। এ জন্য প্রয়োজনে তিনি ‘হুকুমের আসামি’ হতেও রাজি আছেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই সভায় দেওয়া সাংসদ এইচ এম ইব্রাহিমের বক্তব্যের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও গতকাল রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য নিয়ে সমালোচনায় মুখর স্থানীয় রাজনীতিতে ইব্রাহিমের বিরোধী শিবিরের লোকজন। তাঁদের মতে, দুষ্কৃতকারীদের পিটিয়ে মারার জন্য সাংসদের ওই হুকুমের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। কারণে–অকারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে অতি উৎসাহী হয়ে উঠতে পারে।
ইউক্রেনে ‘শান্তিপূর্ণ সমাধানে’ অ্যান্তনিও গুতেরেসের প্রচেষ্টাকে নিরাপত্তা পরিষদের সমর্থন-সমকাল
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি বিবৃতি গৃহীত হয়েছে। এতে ইউক্রেনে ‘দ্বন্দ্ব’-এর ‘শান্তিপূর্ণ সমাধানে’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতি ‘দৃঢ় সমর্থন’ জানানো হয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
খুবই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সংক্ষিপ্ত এ বিবৃতিতে ‘যুদ্ধ’, ‘সংঘাত’ অথবা ‘আগ্রাসন’ এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি। নিরাপত্তা পরিষদের অনেক সদস্য একে রাশিয়ার সামরিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। যদিও মস্কো একে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে আসছে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে— রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে নিরাপত্তা পরিষদ দৃঢ় সমর্থন জানাচ্ছে।
রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিটও ইউক্রেনে ভুগছে: যুক্তরাজ্য–দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ইউক্রেনে রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিট এবং সর্ব অগ্রসর সক্ষমতাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই দাবি করেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, কমপেক্ষ একটি রাশিয়ার সর্বাধিক অগ্রসর টি-৯০এম ট্যাংক ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়ার সর্বাধিক সজ্জিত সেনাবাহিনীতে প্রায় ১০০টি টি-৯০এম ট্যাংক রয়েছে। এর মধ্যে কিছু ট্যাংক রাশিয়া ইউক্রেনে নামিয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে আরও বলা হয়েছে, সেনাবাহিনী পুনর্গঠনে রাশিয়ার উল্লেখযোগ্য সময় এবং অর্থ প্রয়োজন হবে। এছাড়া বিভিন্ন সমর সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়ার জন্য আধুনিক সরঞ্জাম পুনর্স্থাপন করা চ্যালেঞ্জিং হবে বলেও দাবি যুক্তরাজ্যর।
বাংলায় রাষ্ট্রপতি শাসন চায় বঙ্গ বিজেপি, সায় নেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রীরই-দৈনিক আজকাল
ভোট পরবর্তী হিংসাকে ইস্যু করে বিজেপির নেতারা বার বার দাবি করে এসেছেন, বাংলায় আইনের শাসন নেই।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ মমতা ব্যানার্জির সরকার, তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সাম্প্রতিক কালে বগটুই থেকে হাঁসখালি হয়ে শুক্রবারের কাশীপুর কাণ্ড নিয়ে এই দাবি আরও প্রবল হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। কিন্তু তা সম্ভব নয়। একথা জানিয়ে দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গতকাল বাংলা সফর করে ফিরে গিয়েছেন শাহ। তার আগে দলীয় বৈঠকে নাকি এমন কথাই বলেছেন তিনি, দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। বিজেপির নেতা-কর্মীদের তিনি বলেছেন, ভোটে জিতে ক্ষমতায় এসেছে তৃণমূল। একটা নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা জারি করে ফেলে দেওয়া যায় না। বিরোধিতা করতে হবে রাজনৈতিক ভাবেই।বঙ্গ বিজেপি ব্রিগেডের কিছু নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন, রাজ্যের পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। তাতে আমল দেননি শাহ। বলেছেন, তৃণমূলি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিজেপি কর্মীদের। এ প্রসঙ্গে গুজরাটের কথা মনে করিয়েছেন তিনি। বলেছেন, বিরোধী থাকাকালীন সে রাজ্যে কত আক্রমণ সহ্য করতে হয়েছিল তাঁকে। সিপিএমের আক্রমণের বিরুদ্ধে মমতার লড়াইয়ের কথাও দলের নেতাদের স্মরণ করিয়েছেন অমিত শাহ।
কয়লা পাচার কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা-সংবাদ প্রতিদিন
কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আইন বিশেষজ্ঞদের মতে, চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক ঘরনি।
কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন।
ময়নাতদন্তের পর বিজেপি নেতার দেহ আরজি করে, দলীয় অফিস হয়ে যাবে পরিবারের হাতে -দৈনিক আজকাল
হাইকোর্টের নির্দেশে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হয়ে গেল ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে।
উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালের এক ফরেন্সিক বিশেষজ্ঞ এবং কল্যাণী এইমস-এর বড় চিকিৎসক। উপস্থিত ছিল বিজেপি নেতার পরিবারও। পুরো ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ময়নাদতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয়েছে আরজি কর হাসপাতালে। শেষকৃত্যের জন্য সেখান থেকেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। তবে এই প্রক্রিয়ায় সামান্য বদলের কথা জানালেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি জানিয়েছেন, অর্জুন বিজেপি নেতা। তাঁর দেহ আরজি কর হাসপাতাল থেকে আগে বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যাবে বাড়িতে। প্রসঙ্গত, এদিন কোনওরকম গোলমাল এড়াতে কড়া পুলিশি নিরাপত্তায় কম্যান্ড হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নেতার দেহ। গতকাল বাইক মিছিল করে অমিত শাহকে আনতে যাওয়ার কথা ছিল তাঁর দেহ। তাই আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বাইক মিছিলের ব্যবস্থা করছে বিজেপি। #
পার্সটুডে/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।