চিঠিপত্রের আসর প্রিয়জন
'তেহরান বেতারের প্রতিটি অনুষ্ঠান শুনে আমি উপকৃত হয়েছি'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান আর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ এবং আমি আকতার জাহান।
আকতার জাহান: আশরাফ ভাই ছুটিতে থাকায় হাদিস শোনানোর দায়িত্বটা আমিই পালন করছি। ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) বলেছেন, ‘বিপদাপদে ধৈর্য ধরা একটি সুন্দর গুণ। আর এর চেয়ে উত্তম হচ্ছে হারাম বিষয়াদির বিপরীতে ধৈর্যধারণ করা।’ অর্থাৎ ধৈর্য সহকারে হারাম কাজ থেকে দূরে থাকা এবং সেগুলো বর্জন করা। মুমিনের জন্য সব হারাম বর্জন করা ফরজ বা অপরিহার্য।
নাসির মাহমুদ: আমরা সবাই সত্যপথের অনুসারী হব এবং সত্য বাণীর আলোকে জীবন গড়ার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা অজয় কুমার সরকার।
তিনি লিখেছেন, ইরানের রাজধানী তেহরান থেকে প্রতিদিন বাংলা অনুষ্ঠান প্রচারিত হয়। প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন থেকে তেলাওয়াত করা হয়। তারপর প্রতিদিন নিরপেক্ষ বিশ্ব সংবাদ। সংবাদ শেষে উপমহাদেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। তারপর প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় সব দৈনিক পত্রিকার শিরোনাম পাঠ, তৎসঙ্গে বিশেষ সংবাদ নিয়ে সংবাদ বিশ্লেষণ। এছাড়া, সাপ্তাহিক পরিবেশনাগুলোর মধ্যে মহিলাবিষয়ক অনুষ্ঠান ‘নারী: মানব ফুল’, শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানে প্রিয়জন এবং শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান ‘রংধনু আসর’ বেশি ভালো লাগে।
আকতার জাহান: রেডিও তেহরানের প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে ইমেইল পাঠানোয় শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের নওগাঁ জেলার তিলনা থেকে আলী আহম্মেদ (আরিফ) পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি এ চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে কিছু লিখেননি। কেবল ব্যক্তিগত একটি সুসংবাদ শেয়ার করেছেন।
নাসির মাহমুদ: তাই নাকি! তাহলে সুসংবাদটাই ঝটপট শুনি।
আকতার জাহান: সংবাদটি হলো- আরিফ ভাই গত ১০ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আমাদের সকলের কাছে দোয়া করেছেন।
নাসির মাহমুদ: বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ সম্পন্ন করায় আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকে অভিনন্দন। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক- আমরা এ দোয়াই করছি।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "দেখতে দেখতে চলে এলো ১৩ ফেব্রুয়ারী অর্থাৎ বিশ্ব বেতার দিবস। ২০১১ সালে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলি দ্বারা ঘোষিতএবং ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক দিবস হিসেবে গৃহীত হয়। বিশ্ব বেতার দিবসের ১২তম সংস্করণের থিম হল 'রেডিও এবং শান্তি'। আমার দৃঢ় বিশ্বাস- রেডিও বিশ্ব শান্তি স্থাপনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শুধু সহযোগিতা, উদ্যোগ আর প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে।"
এ শ্রোতাভাই বিশ্ব বেতার দিবসে সকল রেডিওপ্রেমিক কর্মকর্তা ও শ্রোতাবন্ধুকে শুভেচ্ছা জানিয়ে লেখাটি শেষ করেছেন।
আকতার জাহান: আপনাকেসহ রেডিও তেহরানের সকল শ্রোতা, বেতারপ্রেমিক সকল সংগঠক ও ডিএক্সার বন্ধুদেরকে জানাই বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা।
নাসির মাহমুদ: বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা থানার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জামির হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নতুন শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুবই প্রিয়। তবে শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু ও পবিত্র কুরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কুরআনের আলো বেশি ভালো লাগে। আমি জানতে চাই- আমার আইফোনে অনুষ্ঠান দুটি ডাউনলোড কিভাবে করব?
আকতার জাহান: ভাই জামির হোসেন, আইফোনসহ সকল স্মার্ট ফোনেই আমাদের অনুষ্ঠানমালার অডিও ফাইল ডাউনলোড করা যায়। আপনি যে অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান- সেই অনুষ্ঠানের লিংকটি ওপেন করে কভার ফটোর নিচে লেখা ডাউনলোড-এর উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। যদি কোনো কারণে ডাউনলোড করতে না পারেন তাহলে আমাদের ওয়েব ভার্সন থেকে কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। তো, চিঠি ও প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ: হাফিজুর রহমান।
তিনি লিখেছেন, "নিয়মিত রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছি এবং সময় ও সুবিধামতো আপনাদের ওয়েব পেজ ভিজিট করছি। ১৪ জানুয়ারি তারিখে প্রচারিত 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠানটি শুনে সমৃদ্ধ হয়েছি। পরিচিত হয়েছি আসল ইতিহাস সমন্ধে। যুদ্ধের ময়দানে ইরানি বীর যোদ্ধাদের আল্লাহ'র স্মরণ নিয়ে গঠনমূলক আলোচনা শুনেছি। আল্লাহ'র ওপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধাদের মানসিক শান্তি ও প্রতিরোধ ক্ষমতা কিভাবে বেড়ে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছি। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি সৈনিকদের কঠোর পরিশ্রম ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনাও ভীষণ ভালো ছিল।"
ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানের প্রতিটি পর্ব ইতিহাসের প্রত্যক্ষ দলিল বলে এ শ্রোতাবন্ধু মন্তব্য করেছেন।
আকতার জাহান: ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের এক বছর পর ১৯৮০ সালে দেশটির ওপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেয়া হয় এক দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে। অনুষ্ঠানটি থেকে শ্রোতাবন্ধুরা উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। তো চিঠি ও মতামতের জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং সাধারণ সম্পাদক আবু তাহের।
সাত শতাধিক শব্দের এই লেখাটিতে তারা ২০২২ সালে রেডিও তেহরানের শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করেছেন। সেইসাথে ২০২২ সালে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর বাস্তবায়িত কর্মসূচিগুলো তুলে ধরেছেন।
আকতার জাহান: এতবড় লেখাতো প্রিয়জনের সংক্ষিপ্ত আসরে পড়া সম্ভব হবে না। তাহলে উপায়?
নাসির মাহমুদ: উপায় অবশ্য একটা আছে। আমরা আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী ভাইকে আমাদের সঙ্গে যুক্ত করে তার অনুভূতি জানতে পারি।
আকতার জাহান: তাহলে তো খুব ভালো হয়। এতে সময়ও বাঁচল আর যুবরাজ ভাইয়ের কণ্ঠও শোনা হলো।
নাসির মাহমুদ: তাহলে আর কথা না বাড়িয়ে যুবরাজ ভাইয়ের অনুভূতি জানা যাক।
আকতার জাহান: শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছিলেন যুবরাজ চৌধুরী ভাইয়ের প্রতিক্রিয়া। তো, বার্ষিক শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার পাওয়ায় আপনাকে এবং আপনার ক্লাবের সবাইকে প্রিয়জনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, আবারও ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়।
তিনি লিখেছেন, জেনে আনন্দিত হবেন যে, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে IRIB FAN CLUB DHAKA-এর শুভ উদ্বোধন করতে যাচ্ছি। ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্টে ঐদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের কমিটি গঠন করা হবে। এতে বাৎসরিক কর্ম-পরিকল্পনা নির্ধারণ ও তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হবে। ঢাকায় বসবাসকারী সকল শ্রোতাকে একটি প্লাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও এ বেতার শ্রোতা সংগঠক জানিয়েছেন।
আকতার জাহান: বাহঃ! আইআরআইবি বাংলা এবং বেতার শ্রোতাদের জন্য খুবই আনন্দের খবর এটি। আপনাদের উদ্যোগের সাফল্য কামনা করছি। আশা করি ১০ ফেব্রুয়ারির অনুষ্ঠানে ঢাকার সকল শ্রোতাবন্ধু অংশ নেবেন।
নাসির মাহমুদ: ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর গ্রাম থেকে সুরজিৎ মাহান্তী পাঠিয়েছেন এবারের চিঠিটি।
তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা থেকে গত ১২ জানুয়ারি প্রচারিত অর্থসহ কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবার্তা অনুষ্ঠানটি শুনেছি। ওই দিনের রংধনু আসর ছিল পুরোপুরি শিক্ষণীয়। গল্প থেকে জানতে পারলাম যে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পৃথিবীতে পাপ কোনোদিন চাপা থাকে না। যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মানুষের কাজ চেষ্টা চালিয়ে যাওয়া- ফল দেওয়ার মালিক আল্লাহ। সবশেষে গানটিও রংধনু আসর উপযোগী ও শিক্ষণীয়।"
আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে সুন্দর মতামতের জন্য সুরজিৎ মাহান্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "রেডিও তেহরান আমার অন্যতম পছন্দের গণমাধ্যম। এ বেতারের প্রতিটি অনুষ্ঠান শুনে আমি উপকৃত হয়েছি। গত ১৭ জানুয়ারি তারিখে প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি খুব চমৎকার লেগেছে। এ অনুষ্ঠানটি গৃহ চিকিৎসকের ভূমিকা পালন করছে।"
নাসির মাহমুদ: রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আপনার গৃহ চিকিৎসকের ভূমিকা পালন করছে জেনে ভালো লাগল। আশাকরি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তিনজন শ্রোতার সংক্ষিপ্ত মতামত তুলে ধরব।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ লিখেছেন, রেডিও তেহরান শ্রোতাদেরকে নানা আঙ্গিকের অনুষ্ঠান শুনিয়েই ক্ষান্ত থাকে না; শ্রোতাদের উৎসাহ দিতে আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজনও করে। এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
আকতার জাহান: বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রাম থেকে 'আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব'-এর সভাপতি এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান ভালো লাগে। বিশেষ করে বিশ্বসংবাদ, কথাবার্তা, রংধনু আসর, স্বাস্থ্যকথা, সুখের নীড়. জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, গল্প ও প্রবাদের গল্প বেশি ভালো লাগে।
নাসির মাহমুদ: টাঙ্গাইলের সাগরদীঘি থেকে মোবারক হোসেন ফনি লিখেছেন, ইমাম বাকের (আ)-এর জন্মদিন উপলক্ষে আলোচনাটি ভীষণ ভালো লেগেছে।
আকতার জাহান: আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে ইমেইল করায় ভাই দেবাশীষ গোপ, আতাউর রহমান রঞ্জু এবং মোবারক হোসেন ফনি আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ।
নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। 'শহরতলীর ধুসর আলো' শিরোনামের গানটির কথা লিখেছেন খালিদ সাইফুল্লাহ, সুর করেছেন মো, ওয়ালিউল্লাহ গার গেয়েছেন মুনায়েম বিল্লাহ।
আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদাই নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।