ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১৬:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৭ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র-প্রথম আলো
  • ফেসবুকে ‘ক্যাসিনো সাঈদের’ সংবাদ দেওয়ায় হামলা- যুগান্তর 
  • দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে : পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • ব্রয়লার মুরগি ২৩৫ টাকা কেজি হলে বাঁচি কী করে?-মানবজমিন
  • বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া, নিহত বেড়ে ৪৪ হাজার-ইত্তেফাক
  • ফের মিরাকল, তুরস্কে এবার ২৬০ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার! -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • গ্রেফতার চন্দন মণ্ডল, নিয়োগ তদন্তে নয়া আসামি হাজির,-আনন্দবাজার পত্রিকা
  • আদানি ইস্যুতে জবাব দিতে হবে মোদিকে’, মার্কিন ধনকুবেরের খোঁচা ঘিরে বিতর্ক তুঙ্গে-সংবাদ প্রতিদিন
  • বাংলাদেশে ‘গুম’ হলেন রবীন্দ্রনাথ-গণশক্তি-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

অনুপ্রবেশকারী খোঁজা হচ্ছে

অনুপ্রবেশকারী ও তাদের প্রশ্রয়দাতাদের তালিকা হচ্ছে-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি-জামায়াত, রাজাকার-আলবদরের সন্তান, ছাত্রদল ও শিবিরের প্রচুর নেতাকর্মী গত ১৪ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে অনুপ্রবেশ করেছেন। দলীয় একশ্রেণির নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা অনুপ্রবেশ করেছেন। আর অনুপ্রবেশকারীদের অধিকাংশই ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। সম্প্রতি মোটা অঙ্কের টাকায় ছাত্রলীগের পদ ভাগিয়ে নেওয়া অনুপ্রবেশকারী রাজাকার, আলবদর ও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, দখলবাজি, আটক করে নির্যাতনসহ নানা ঘটনা ঘটিয়েছেন। তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এসব অনুপ্রবেশকারী তাদের অবৈধ আয়ের ভাগ প্রতি মাসেই সেসব নেতাদের নির্ধারিত হারে দিয়ে আসছেন, যাদের মাধ্যমে তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোতে ঢুকেছেন। ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সেই চিত্র প্রকাশিত হয়েছে। দলের দুর্নাম সৃষ্টিকারী এসব অনুপ্রবেশকারী এবং যাদের হাত ধরে তারা দলে ঢুকেছেন, সেই সঙ্গে এসব অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের তালিকা হচ্ছে। আর এই তালিকা তৈরির কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।     

ফেসবুকে ‘ক্যাসিনো সাঈদের’ সংবাদ দেওয়ায় হামলা-যুগান্তর

‘ক্যাসিনো সাঈদ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত কাউন্সিলর মমিনুল হক সাঈদ ওরফে ‘ক্যাসিনো সাঈদ’ মতিঝিল পল্টন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন। কর্তৃত্ব প্রতিষ্ঠায় ইতোমধ্যে কয়েকজনকে মারধর করেছেন তার লোকজন। অবৈধ পথে ঢাকায় এসে সব মামলায় জামিন নিয়েছেন মমিনুল হক সাঈদ। অথচ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ‘পলাতক’ সাঈদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল। অর্থাৎ পাসপোর্ট ব্যবহার করে বৈধপথে দেশে ঢুকতে বা বের হতে গেলেই তার গ্রেফতার হওয়ার কথা।

‘ক্যাসিনো সাঈদ’ দেশে ফিরেছেন এই সংবাদ ফেসবুকে শেয়ার করায় হামলার শিকার হয়েছেন আহম্মেদ ইসলাম (পুতুল) নামে এক ব্যক্তি। আহম্মেদ ইসলাম অভিযোগ করেছেন, সাঈদের অনুসারীরাই এ হামলা করেছেন। গত রোববার রাজধানীর মতিঝিল এলাকার দিলকুশা ভবনের সামনে তার ওপর হামলা করা হয়। হামলাকারী ৯ জনের নাম উল্লেখ করে পর দিন মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী আহম্মেদ।

যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে রাশিয়া

যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে রাশিয়া-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। যদিও শুরুতে মস্কোর প্রত্যাশা ছিল— এক সপ্তাহ কিংবা সর্বোচ্চ এক মাসের মধ্যে অভিযানের লক্ষ্য অর্জিত হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে হামলা চালায় রাশিয়া।

যুদ্ধের বর্ষপূর্তির কাছাকাছি এসে রাশিয়া কৌশল পাল্টাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বার্তা সংস্থা এপিকে  দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে বোকা বানানোর জন্য তারা (রাশিয়া) বিমান হামলার কৌশল পরিবর্তন করেছে।

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ঢাবির দুই ছাত্রলীগ নেতা আটক-মানবজমিন

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ ছাত্রলীগ নেতা হলেন- ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন।

দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে : পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। আজ শুক্রবার সিলেটে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সোরোস-মোদী ও আদানি

আদানি সাম্রাজ্যের পতনেই ভারতে গণতন্ত্রের নবজাগরণ হবে : সোরোস, বিতর্ক তুঙ্গে সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,  বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্র ও হিন্ডেনবার্গের রিপোর্টকে কেন্দ্র করে আদানি গোষ্ঠীর শেয়ারের পতন ঘিরে বিতর্ক চলছেই। এই আবহে এবার মার্কিন ধনকুবের জর্জ সোরস (George Soros) দাবি করলেন, আদানিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ধাক্কা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনাকে তৈরি করবে। সেই সঙ্গে তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) প্রশ্নের জবাব দিতে হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হতেই পালটা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মতে, ভারতের গণতান্ত্রিক হস্তক্ষেপ করার চেষ্টা করছে বিদেশি শক্তি। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার আরজি জানিয়েছেন তিনি।

দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব!-গণশক্তি/সংবাদ প্রতিদিন

কুন্তল ঘোষ

এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার বিশেষ ইডি আদালতে পেশ করা হচ্ছে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আদালতে তোলার আগে নিজের স্বপক্ষে সুর চড়ালেন তিনি। দুর্নীতি প্রমাণ করতে পারলে আদালতে দাঁড়িয়ে আত্মহত্যা করবেন তিনি, এমনটাই মন্তব্য করলেন।শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে ইডির বিশেষ আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষকে। সেখানে পৌঁছনো মাত্রই সংবাদমাধ্যমের তরফে দুর্নীতি ইস্যুতে একাধিক প্রশ্ন করা হয়। সেখানে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন কুন্তল।

আমি ম্যাজিসিয়ান নই, টাকা জোগাড় করতে হয়-মমতা-আনন্দবাজার/সংবাদ প্রতিদিন

মানুষ তাঁকে ভালবাসে। মানুষের প্রতিও তাঁর দায়বদ্ধতা আছে। কিন্তু তিনি ম্যাজিসিয়ান নন। ডিএ ইস্যুতে বাঁকুড়ার সভায় ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনার জন্য ফের সরাসরি কেন্দ্র সরকারকে বিঁধলেন মমতা।

বাংলাদেশে ‘গুম’ হলেন রবীন্দ্রনাথ-গণশক্তি

‘গুম হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ।’ প্রথম বিশ্বকবির মূক ভাস্কর্য। তারপর এই ব্যানার। বাকস্বাধীনতা অধিকার বাংলাদেশে কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির একটি ভাস্কর্য স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার এই ভাস্কর্যটি তারা স্থাপন করেন। সংবাদমাধ্যমে পড়ুয়ারা জানান যে বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা পক্ষে এটি স্থাপন করা হয়েছে। তাদের কথায় সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে যারা সরব হচ্ছেন তাদের বিভিন্ন ভাবে হ্যানস্থা করা হচ্ছে। সরকারি এই হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। 

রবীন্দ্র নাথ ঠাকুর

যেই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ লুকোপ্লাস দিয়ে আটকানো। হাতে থাকা গীতাঞ্জলি ক্রুশ বিদ্ধ। তার থেকে রক্ত পড়ছে।

সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে পড়ুয়াদের এই খবর ছড়িয়ে পড়ে। তারপরেই দেখা যায় বৃহস্পতিবার সেই ভাস্কর্য আর নেই। রাজু ভাস্কর্যের পাশে যেখানে তা বসানো হয়েছিল সেই জায়গা খালি। পড়ুয়াদের কথায় বুধবার গভীর রাতেও সেই ভাস্কর্য ছিল। তাদের অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তারা এই বিষয় কিছু জানেন না।  রবীন্দ্রনাথে মূর্তি উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে ওই জায়গায় ‘গুম হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ’ লেখা একটা বড় ব্যানার লাগিয়েছেন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭

ট্যাগ