ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১৯:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১৯ ফেব্রুয়ারি (রোববার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্যের কথোপকথন’ ফাঁসের পর নিয়োগ বোর্ডের সভা স্থগিত: প্রথম আলো
  • খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন শর্ত ছিল না : আইনমন্ত্রী- দৈনিক কালেরকণ্ঠ
  • পাকিস্তান ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী- ইত্তেফাক
  • ফলাফল পাল্টে দিতেই ইভিএমে নির্বাচন করতে চাচ্ছে সরকার: জিএম কাদের: যুগান্তর
  • সামনেও যত উজান হোক, নৌকা এগিয়ে যাবে : শেখ হাসিনা: বাংলাদেশে প্রতিদিন
  • বিভাগে বিএনপি’র পদযাত্রা, সরকার হটানোর হুঁশিয়ারি: মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ঘেরাওয়ের পাল্টা ঘেরাও! নিশীথের পাল্টা তৃণমূলের অভিষেকের কলকাতার বাড়ি ঘেরাওয়ের ডাক: আনন্দবাজার
  • ধরা পড়েছিলেন ভুয়ো বিধায়ক, তড়িঘড়ি বিধানসভার নিরাপত্তায় জোর: আজকাল
  • ফোন কেড়ে হেনস্তা, তল্লাশি নিয়ে খবর করতে বাধা! আয়কর ‘হানা’র তীব্র নিন্দা BBC’র: দৈনিক সংবাদ প্রতিদিন

কথাবার্তার প্রশ্ন (১৯ ফেব্রুয়ারি)

১. ৪ বছরে বেড়েছে ৩ লাখ ৩৮ হাজার। লাফিয়ে বাড়ছে খরচ, কঠিন হচ্ছে হজযাত্রা। হজের খরচের এই চিত্র সম্পর্কে কী বলবেন আপনি?

২. ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কীভাবে দেখছেন এই ঘটনাকে?

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

ফোন কেড়ে হেনস্তা, তল্লাশি নিয়ে খবর করতে বাধা! আয়কর হানার তীব্র নিন্দা BBCর: দৈনিক সংবাদ প্রতিদিন

আয়কর দপ্তরের (Income Tax Department) হানার তীব্র নিন্দা করে মুখ খুলল বিবিসি (BBC)। একটি প্রতিবেদন প্রকাশ করে তাঁরা বলেছেন, চরম দুর্ব্যবহার করা হয়েছে তাদের কর্মীদের সঙ্গে। তাঁদের কাজে বাধা দেওয়া হয়েছে। এমনকি ব্যক্তিগত ফোনেও আড়ি পেতেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তল্লাশি সংক্রান্ত সমস্ত রিপোর্ট লিখতে বারণ করা হয়েছিল। যদিও আয়কর দপ্তর দাবি ছিল, সংস্থার কাজে কোনওরকম সমস্যা তৈরি হয়নি।

টানা তিনদিন ধরে বিবিসির দিল্লি ও মুম্বই দপ্তরে তল্লাশি (IT Raid) চালিয়েছে আয়কর দপ্তর। রাতেও অফিসে থাকতে বাধ্য হয়েছেন সংস্থার আধিকারিকরা। তল্লাশির সময়ে পূর্ণ সহযোগিতা করা হয়েছে বলেই দাবি করে বিবিসি। তবে ৭২ ঘণ্টার তল্লাশি শেষে আয়কর দপ্তরের আধিকারিকরা জানান, বিবিসির কাজে কোনওরকম বাধা দেওয়া হয়নি।

কিন্তু নতুন প্রতিবেদনে একেবারে উলটো কথা বলেছে ব্রিটিশ সংবাদসংস্থা। তাদের দাবি, “আয়কর হানা নিয়ে কোনও রিপোর্ট লিখতে বারণ করেন আধিকারিকরা। অফিসে থাকা সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন পুলিশ ও আধিকারিকরা। প্রত্যেকের কম্পিউটার, নথিপত্র ঘেঁটে দেখেন। এমনকি কর্মীদের ফোনও কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন আধিকারিকরা।”

ঘেরাওয়ের পাল্টা ঘেরাও! নিশীথের পাল্টা তৃণমূলের অভিষেকের কলকাতার বাড়ি ঘেরাওয়ের ডাক: আনন্দবাজার

তৃণমূলের ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে পাল্টা কর্মসূচির কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বালুরঘাটে দলীয় কর্মসূচির ফাঁকে নিশীথের বাড়ি ঘেরাও প্রসঙ্গে সাংসদ সুকান্ত বলেন, ‘‘এ বার আমরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব!’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের দু’টি বাড়ি রয়েছে কলকাতায়। একটি কালীঘাটের পটুয়াপাড়ার মোড়ে ‘মোক্ষ ল্যান্ডমার্ক’। অপরটি হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতন’। এর মধ্যে কোন বাড়িটি ঘেরাও হবে, তা অবশ্য জানাননি সুকান্ত।’ যার পাল্টা তৃণমূল সাংসদ তথা দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির মধ্যগগনে। তাঁর ভূমিকা অনেকটা সূর্যের মতো। সূর্যের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তা হলে সূর্যের ক্ষতি হয় না। যে তাকায়, তার চোখই ঝলসে যায়। বিজেপি যদি আইন নিজেদের হাতে নিয়ে এই কর্মসূচি নেয় তবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ