ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৫:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২২ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রাশিয়ায় বাংলাদেশের দূতকে তলব: নেপথ্যে ভূরাজনীতি-প্রথম আলো
  • নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই: সিটিটিসি প্রধান- যুগান্তর 
  • কম্পানি আইনের আমূল পরিবর্তন অপরিহার্য : হাইকোর্ট-কালের কণ্ঠলক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে স্কুলছাত্র
  • নিহতমানবজমিন
  • ধর্ষণ মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে-ইত্তেফাক
  • সড়কে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে : মেয়র আতিক-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • মমতার হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পিছু হটে পাহাড় বন্‌ধ স্থগিত-আনন্দবাজার পত্রিকা
  • পরীক্ষার সময় হিজাব পরতে দেওয়া হোক-সংবাদ প্রতিদিন
  • ৯ মার্চ সরাসরি ধর্মঘট ডাকলেন সরকারি কর্মীরা-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মাছঘাট দখল নিয়ে লক্ষ্মীপুরে রায়পুরের মিয়ারহাট এলাকায় আওয়ামী লীগের দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৭ম শ্রেণির শিক্ষার্থী রাসেল হোসেন নিহত ও আহত ১০ জন আহত হয়েছে। নিহত রাসেল হোসেন এলকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। রাজনৈতিক দ্বন্দ্ব ও দখলবাজিতে শিশুর মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক।

ধর্ষণ মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে-ইত্তেফাক

ধর্ষণ মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।আদালত সূত্র জানিয়েছে, নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে এ মামলা করা হয়। গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন ওই নারী।এ মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আজিজুল হক আরজু। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই-শিরোনামটি যুগান্তরের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনকে বেছে নেয়। তবে এবার নির্বাচনের সেই সুযোগ নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, তেজগাঁওয়ে সড়কে উচ্ছেদ অভিযানে গিয়ে ট্রাক মালিকদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা এসেছি বলে এখানে অনেক জায়গায় ট্রাক নেই। সত্যি কথা বলতে গেলে এখানে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে। পুলিশ আসছে তারা চলে যাচ্ছে। পরে আবার তারা আসছে ট্রাক নিয়ে।

রাশিয়ায় বাংলাদেশের দূতকে তলব-প্রথম আলো

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের কোনো নজির সাম্প্রতিককালে নেই। তাই মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরটি অনেককে অবাক করেছে। রুশ জাহাজ উরসা মেজরকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ায় তাঁকে তলব করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় উরসা মেজরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য খালাস করতে বারণ করে দেয় বাংলাদেশ। গত বছরের ২৪ ডিসেম্বর জাহাজটির মোংলা বন্দরে ভেড়ার কথা ছিল। বাংলাদেশের জলসীমায় ঢুকতে না পারলেও বঙ্গোপসাগরের আশপাশেই ছিল উরসা মেজর।

আগামী মাস থেকেই সরকারি হাসপাতালে বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায় সরকার। এ ব্যবস্থায় চিকিৎসক তাঁর অফিস সময়ের পর নিজ কর্মস্থলে বসে রোগী দেখবেন। রোগীপ্রতি চিকিৎসকের সর্বোচ্চ ফি ৩০০ টাকা এবং সর্বনিম্ন ১৫০ টাকা।

খসড়া নীতিমালা তৈরি সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’: সর্বোচ্চ ফি ৩০০ টাকা-প্রথম আলো

সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত একটি কমিটির খসড়া নীতিমালায় এ প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রণালয় শুরুতে দেশের ৮৩টি সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে এ সেবা চালুর পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

বাংলাদেশের কি আদানি পাওয়ার চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত?-মানবজমিন

বিলিয়নিয়ার গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্য এবং এর ক্রিয়াকলাপ বৈশ্বিক তদন্তের বিষয় হয়ে উঠেছে, বিষয়টি বাংলাদেশেও স্ক্যানারের আওতায় রয়েছে বলে মনে হচ্ছে। আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের (এপিজেএল) সাথে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তির পেছনের যৌক্তিকতা নিয়ে এখন অনেক বিশেষজ্ঞই  প্রশ্ন তুলছেন। তাদের মতে এই চুক্তি অনেকটাই একতরফা এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। সম্প্রতি ভারতীয় মিডিয়ার প্রশ্নের জবাব দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আদানি গ্রুপের সাথে আলোচনাকে 'ব্যক্তিগত' এবং পাবলিক করা যাবে না" বলে এড়িয়ে যান। ৯ ডিসেম্বর, ২০২২-এ ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, এটা স্পষ্ট নয় যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা চুক্তির বাণিজ্যিক গোপনীয়তা বা রাজনৈতিক বাধ্যবাধকতার বিষয়টি কি বোঝাতে চেয়েছিলেন?

বাণিজ্যিক গোপনীয়তার প্রশ্নটি আর বৈধ যুক্তি নয়, কারণ বেশ কয়েকটি সংবাদ সংস্থা চুক্তির একটি অনুলিপি পেয়েছে এবং বিশেষজ্ঞরা এর বিশদ বিশ্লেষণ প্রকাশ করেছেন। আদানি চুক্তি পর্যালোচনা করে, ওয়াশিংটন পোস্ট পরামর্শ দিয়েছে যে চুক্তিটি প্রতিকূল মনে হলেও, রাজনৈতিক কারণে এটিতে স্বাক্ষর না করা ছাড়া বিকল্প ছিল না। আশ্চর্যজনকভাবে, বাংলাদেশ সরকার সংবাদপত্রের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বা খবরটি  প্রকাশিত হওয়ার পর কোনো প্রতিবাদ করেনি। গোপনীয়তার এই নীতিটি কঠোরভাবে বজায় রাখা হয়েছে। কারণ সরকার স্থানীয় সংবাদমাধ্যমে এই দাবির প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থেকেছে যে APJL-কে বাংলাদেশী উৎপাদকদের প্রদত্ত বিদ্যুতের ক্রয়মূল্যের প্রায় দ্বিগুণ এবং বিদ্যুতের তিনগুণ মূল্য প্রদান করতে হবে। এই মূল্যের তুলনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আদানি বিদ্যুত আমদানি বিদ্যমান ক্যাপাসিটির অতিরিক্ত।

গত সপ্তাহে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় তার বক্তৃতায় অনুরূপ প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন কেন বাংলাদেশের কাছে বিদ্যুত বিক্রির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুক্তিটি  হঠাৎ বাংলাদেশ এবং আদানি গ্রুপের মধ্যে  হয়ে গেল ? যদিও আদানির সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধীর আক্রমণ নতুন কিছু নয়।

বিদেশী পর্যবেক্ষক এবং মিডিয়ার তুলনায় এই ধরনের ব্যয়বহুল ভুল নিয়ে বাংলাদেশের জনসাধারণের খুব কমই মাথাব্যথা আছে, যদিও এর ভার বহন করতে হবে বাংলাদেশী গ্রাহকদেরই। আদানি পাওয়ার লিমিটেড, ৩ ফেব্রুয়ারী, ২০২৩-এ ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল যে তার সহযোগী সংস্থা APJL -BPDB থেকে PPA অনুযায়ী বিদ্যুৎ চার্জে ছাড় বিবেচনা করার জন্য একটি অনুরোধ পেয়েছে, যদিও কোনও PPA সংশোধন বিবেচনাধীন ছিল না। এই সর্বশেষ বিষয়টি  ইঙ্গিত করে যে অযাচিত সুবিধা নেওয়ার জন্য আদানি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিয়ম লঙ্ঘনের জন্য চুক্তি বাতিলের দাবি করে বিপিডিবি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। অন্যথায় রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্নগুলির জবাব দেয়া কঠিন হবে।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আগামী ৯ মার্চ থেকে প্রি-ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হচ্ছে কর্ণাটকে (Karnataka)। এই পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে হিজাব (Hijab) পরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন একদল মুসলিম (Muslim) ছাত্রী। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁদের আশ্বস্ত করেছেন দ্রুত এই মামলার শুনানির জন্য বেঞ্চ গঠন করার।আবেদনকারীদের আইনজীবী শাদান ফারাস্ত শীর্ষ আদালতে আরজি জানিয়ে বলেন, যদি ৯ মার্চের আগে এই বিষয়ে শুনানি না হয় এবং ওই ছাত্রীদের পরীক্ষার সময় হিজাব পরার অনুমতি না দেওয়া হয় তাহলে তাঁদের একটা বছর নষ্ট হবে। এই কথায় প্রধান বিচারপতি জানতে চান, ”ওঁদের পরীক্ষায় বসা থেকে কে আটকাচ্ছে?” এর জবাবে শাদান বলেন, ”ওই ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। এবং ছাত্রীরা হিজাব ছাড়া পরীক্ষায় বসতে চান না। আমরা ওঁদের সাময়িক স্বস্তি চাইছি।

গত বছরের ১৫ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে ‘হিজাব পরার অধিকার’ নিয়ে ঐতিহাসিক রায় দেয় কর্ণাটক হাই কোর্ট। আদালত স্পষ্ট জানায়, ইসলাম ধর্মাচরণে হিজাব (Hijab) অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, তা খারিজ করে দেয় আদালত। তারপরই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়ে। কিন্তু শীর্ষ আদালতেও এই মামলায় ‘স্প্লিট ভারডিক্ট’ দেয় বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। বিচারপতিদের একজন কর্ণাটক হাই কোর্টের রায় বহাল রাখলেও অন্যজন মামলাকারীদের পক্ষেই রায় দেন।

নাম-প্রতীকের পর এবার শিব সেনা ভবনও শিণ্ডে শিবিরের হাতে! গুঞ্জন তুঙ্গে-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্রে ক্রমেই কোণঠাসা হচ্ছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি তাঁর শিবির নয়, পেয়েছে শিণ্ডে শিবির। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় শিব সেনার (Shiv Sena) ঘরটি ব্যবহারের অনুমতিও হারাতে হয়েছে। এবার গুঞ্জন ছড়াতে শুরু করেছে, দলের সব সম্পত্তি ও তহবিল হাতছাড়া হতে চলেছে উদ্ধবের।যদিও একনাথ শিণ্ডে নিজে অন্য দাবি করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের কোনও আগ্রহ নেই সম্পতি ও তহবিলে।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ে বন্‌ধের সিদ্ধান্ত স্থগিত রাখলেন বিনয় তামাংরা। বুধবার সকালে ওই ঘোষণা করেছেন তাঁরা। তাঁদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে ওই দিন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।

৯ মার্চ সরাসরি ধর্মঘট ডাকলেন সরকারি কর্মীরা-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বন্‌ধ নিয়ে মুখ্যমন্ত্রীর হুমকির জবাব এল ধর্মঘট ঘোষণায়। আগামী ৯ মার্চ ধর্মঘটের পথে যাচ্ছেন রাজ্যের কোষগার থেকে বেতন প্রাপক সমস্ত অংশই।

মঙ্গলবার রাতে শহীদ মিনার ময়দানের অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যে কর্মচারী ধর্মঘটের সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল দুই যৌথ মঞ্চ। এরাজ্যে মধ্যবিত্ত কর্মচারী আন্দোলনের ইতিহাস এখন নয়া অধ্যায় রচনার প্রহর গোনার অপেক্ষায়। বুধবার রাজ্য সরকারকে ধর্মঘটের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মবিরতির আন্দোলনে শামিল কর্মচারীদের ওপর শাসকদলের আক্রমণের প্রতিবাদে বুধবারই রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করতে চলেছে ধর্মঘটী কর্মচারীরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২