মার্চ ০৭, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ১০ মামলা, গ্রেপ্তার ১৩০-মানবজমিন
  • পাসপোর্ট অফিসে তিন স্তরে দালালি- বাংলাদেশ প্রতিদিন
  • ইউপি চেয়ারম্যানকে জুতাপেটার অভিযোগ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে-ইত্তেফাক
  • মতামত বিএনপি না থাকলে আওয়ামী লীগের উপায় কী-প্রথম আলো
  • বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বে ৭ মার্চের ভাষণ অনিবার্য’-যুগান্তর
  • সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের-সংবাদ প্রতিদিন
  • সিসৌদিয়া রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছেন, এমন ধারণা দূর করুন, মোদীকে চিঠি বিজয়নের-আনন্দবাজার
  • নিরাপত্তায় মুড়ে অনুব্রতকে নিয়ে রওনা কনভয়-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশ থেকে এত মানুষের ব্রিটেনে আশ্রয় চাওয়ার পেছনে কী কারণ? একজন সাংবাদিকের ফেইসবুক স্ট্যাটাস তুলে ধরে এই শিরোনাম করেছে দৈনিক মানবজমিন। কী কারণ বলে আপনার মনে হয়?

২. সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, ত্রাণ সহায়তা পাঠানো অনিশ্চিত। এ ঘটনায় কী বলবেন আপনি?জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মতামত বিএনপি না থাকলে আওয়ামী লীগের উপায় কী-প্রথম আলো-লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ তার এ কলামে লিখেছেন,

কয়েক কুড়ি মন্ত্রীর মধ্য থেকে দুজন সম্প্রতি একটি কথা বাতাসে ছেড়ে দিয়েছেন। তাঁরা বলেছেন, বিএনপি নেতা খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কথাটি রাজনীতির নিস্তরঙ্গ জলে ঢেউ তুলেছিল। অনেকেই নড়েচড়ে বসেছিলেন।

জন-আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চায়ের পেয়ালায় কিছুটা ঝড় উঠেছিল। তাতে জল ঢেলে দেন অন্য দুই মন্ত্রী। তাঁরা বললেন, দণ্ডিত ব্যক্তি হিসেবে খালেদা রাজনীতি করতে পারবেন না, নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা। যাহোক, তাঁদের বাহাস জারি থাকল কয়েক দিন। তারপর মিইয়ে গেল। আসল ঘটনা কী? আমরা সবাই জানি, সামনে একটা শত্রু না থাকলে টার্গেট প্র্যাকটিস করা যায় না। চাঁদমারিতে আমরা ‘বুলস আই’ নিশানা করে রাইফেলের গুলি ছুড়ি। খড় দিয়ে বানানো শত্রুর প্রতীকী মূর্তিতে বেয়নেট চার্জ করে আমরা যুদ্ধের মহড়া দিই। রাজনীতিতেও এ রকম টার্গেট লাগে।

ক্ষমতাসীন দলের টার্গেট হলো বিএনপি এবং তার জীবিত ও মৃত নেতা। তাঁদের নাম ক্ষমতাসীন দলের নেতাদের মুখে মুখে ফেরে। তাঁদের নাম জপ না করে তাঁরা দিন যাপন করেন না। তাঁরাই দলটির মৃত নেতাকে অমর ও নিষ্ক্রিয় জীবিত নেতাকে আলোচনায় রেখেছেন। বোঝা যায়, বিএনপি না থাকলে আওয়ামী রাজনীতি এক দিনও চলবে না।

আমরা দুই জোড়া অর্থাৎ চার মন্ত্রীর পরস্পরবিরোধী কথা শুনলাম। বুঝলাম না তাঁদের কথার খেলা ড্র হয়েছে, নাকি তাঁদের এক জোড়া জয়যুক্ত হয়েছেন। আমরা জানি, চাঁদের যেমন নিজস্ব আলো নেই, সূর্যের আলো নিয়ে সন্ধ্যার আকাশে উদিত হয়। তারপর দিনের আলো উঁকি দিলে সে হারিয়ে যায়। মন্ত্রীদের অবস্থাও অনেকটা সে রকম।

প্রধানমন্ত্রী-শাসিত সরকারব্যবস্থায় তাঁদের আয়ু নির্ভর করে প্রধানমন্ত্রীর মর্জির ওপর। প্রশ্ন হলো, খালেদা জিয়াকে নিয়ে তাঁদের সাম্প্রতিক কথাবার্তা কি তাঁদের নিজস্ব বিবেচনাপ্রসূত, নাকি আদিষ্ট হয়ে তাঁরা এসব কথা বলেছেন। দুদিকেই একজন করে সভাপতিমণ্ডলীর সদস্য আছেন। তাঁরা তো আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য। 

সুতরাং, তাঁরা না জেনে, না বুঝে কথাগুলো বলেছেন, এটা কীভাবে বলি? আবার একদিকে স্বয়ং আইনমন্ত্রী এক কথা বলেছেন। তিনি আইন জানেন না—এটা কল্পনা করারও ধৃষ্টতা আমার নেই। অন্যদিকে আছেন সভাপতির পর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের নেতা। কারও কথা তো উড়িয়ে দেওয়া যায় না। কথা হলো, তাঁরা এ বিতর্ক কেন তুললেন? স্বভাবতই প্রশ্ন জাগে, তাঁদের মোটিভ কী?

আমাদের রাজনীতিবিদেরা প্রতিপক্ষের মঙ্গলের জন্য কিছু বলবেন, এটা অবিশ্বাস্য। খালেদা জিয়ার রাজনীতি করা না-করা নিয়ে এ বিতর্ক কি বিএনপিকে নতুন করে কোনো ফাঁদে ফেলার কৌশল? দল হিসেবে আওয়ামী লীগ ও তার কান্ডারি শেখ হাসিনা যে দক্ষ খেলোয়াড়, তার প্রমাণ আমরা পেয়েছি। এই চার মন্ত্রীর কথাবার্তায় সন্দেহ জাগে, তাঁরা এ সময় এই রকম একটি বিষয় কেন ছুড়ে দিলেন। এটা কি খালেদা জিয়ার প্রতি ভালোবাসা বা সহানুভূতি থেকে? এটা কি একধরনের ‘রিকন্সিলিয়েশনের’ উদ্যোগ? নাকি আওয়ামী লীগ চাপে আছে?

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ১০ মামলা, গ্রেপ্তার ১৩০-মানবজমিন

পঞ্চগড়ে সালানা জলসাকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তিনি আরও বলেন, এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী টহল বজায় রেখেছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে।তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় ১০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সদর থানায় আটটি এবং বোদা থানায় দুটি মামলা হয়েছে। আটটি মামলার বাদী হয়েছে পুলিশ। শুক্রবার থেকে রোববার তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায় সালানা জলসার আয়োজন করে। এই জলসা বন্ধ ও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে বৃহস্পতিবার থেকে পঞ্চগড় শহরে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর শহরে বড় মিছিল হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের স্টেশন, পঞ্চগড় বাজার মার্কেটে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের দোকানপাট ভাঙচুর এবং বিকালে আহমদিয়াদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শহরের মসজিদ পাড়া মহল্লার ফরমান আলীর ছেলে আরিফুর রহমান এবং আহমদিয়া সম্প্রদায়ের জাহিদ হাসান নিহত হন বলে পুলিশ জানায়।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে দুজনকে আহমদিয়ারা গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা এমন গুজব ছড়ায়। দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা লাশ দেখে এসেছেন জানিয়ে লোকজনকে উত্তেজিত করে তোলে। এ নিয়ে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। এ সময় দুটি দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট এবং একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়।

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট-কালের কণ্ঠ

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

কালের কণ্ঠকে এই আইনজীবী বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে। তিনি বলেন, হাইকোর্টের এই বেঞ্চ থেকে অনুমতি নিয়েই রিটটি দায়ের করা হয়েছে।

মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল বিএনপি: ওবায়দুল কাদের-যুগান্তর

বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ তারা এই বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক। রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক।

তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি। গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। রাতারাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমাদের চেষ্টা আছে। গণতন্ত্র ক্রমে ক্রমে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে সেটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার আমলটা তারা কীভাবে চর্চা করেছে সেটা দেখতে হবে। এটা এমন একটা দল, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে?

পাসপোর্ট অফিসে তিন স্তরে দালালি-বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালরা তিন স্তরে দালালি করতেন। দালালির অভিযোগে চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজনসহ ২৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। অভিযানে দালালদের কাছে থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, একটি মোবাইল সেট, সাতটি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকা, পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- শাকিল আহম্মেদ সুজন, শাহাদাত হোসেন, মো. শরীফ, মো. মাসুক, লিকন খান, ডালিম সরকার, মো. ইরফান, শওকত আলী, ওজায়ের হোসেন সাকিব, দেলোয়ার হোসেন রোমান, আবদুর রহিম, ইশান আহম্মেদ রাব্বি, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, মো. শাফি, মো. তুহিন, রুহুল আমিন রুবেল, মাজহারুল ইসলাম, আবদুল হান্নান বাবুল, হাছিবুল হাসান জিমি, তানজিদ হাসান, মো. ইমরুল হাসান, মো. আবুল কালাম আজাদ ও মো. আবদুল কাইয়ুম। র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলত তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম পরিচালনা করে। যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসে। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের কাছে রেখে দেয়। অন্য গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত: 

মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আসলে শয়তান। যতই মুসলিমদের পাশে থাকার বার্তা দিন, তিনি আসলে শয়তানের বশে থাকা এক হিন্দু-এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক অধিনায়ক সৈয়দ আনোয়ার (Saeed Anwar)। একই কথা বলে তিনি কটাক্ষ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah)। তাঁর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

গুজরাটে নির্বাচনী প্রচার চলাকালীন বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় আজান শুরু হওয়ায় নিজের ভাষণ থামিয়ে দেন মোদি। আজান শেষ হলে ফের বক্তৃতা দেন তিনি। একই কাজ করেছিলেন অমিত শাহও। মুসলিমদের প্রতি সম্মান জানাতেই এহেন কাজ করেছেন দুই বিজেপি নেতা। তবে সেই বিষয়টি মানতে নারাজ প্রাক্তন পাক ক্রিকেটার। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জমায়েতে বক্তব্য রাখছেন আনোয়ার। তিনি সাফ বলেন, “আজানের সময় মোদি যতবারই বক্তৃতা থামান না কেন, তিনি সবসময় শয়তানই থাকবেন। শয়তানের বশে থাকা হিন্দু হিসাবেই তাঁকে মনে রাখব।” পাক অধিনায়কের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, যে দিন দিল্লির আদালত আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমু্খ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল, ঠিক সে দিনই এই প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা দাপুটে বাম নেতা পিনারাই বিজয়ন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন লিখেছেন, ‘‘এই গ্রেফতারি নিয়ে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। মানুষ মনে করছেন, সিসৌদিয়াকে রাজনৈতিক কারণেই গ্রেফতার করানো হয়েছে।’’

দিল্লির নতুন আবগারি নীতিতে বেনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই সম্প্রতি গ্রেফতার করেছে সিসৌদিয়াকে। কিন্তু তাঁর গ্রেফতারি প্রকৃতই ঠিক কারণে কি না তা নিয়ে জনমানসে প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষিতে কেরলের মুখ্যমন্ত্রীর মোদীকে লেখা চিঠিতেও উঠে এল সেই উদ্বেগ।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ফের নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও। মঙ্গলবার পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রিও (Neiphiu Rio)। তাঁকে শপথবাক্য পাঠ করালেন সেরাজ্যের রাজ্যপাল লা গণেশন। রিও’র শপথ অনুষ্ঠান রীতিমতো শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল বিজেপি (BJP) জোটের জন্য। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এই নিয়ে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মসনদে বসলেন নেইফিউ রিও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭