কথাবার্তা
বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত-প্রথম আলো
- সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি-ইত্তেফাক
- বঙ্গবাজারের ঘটনা বিএনপি ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের-যুগান্তর
- মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা-মানবজমিন
- বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে : ফখরুল: কালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- গোপালকৃষ্ণ, ধনখড়ের মতো সোজা কথা সোজা বলতে পারেন না বোস, চিঠি বিতর্কে বললেন ব্রাত্য-আনন্দবাজার পত্রিকা
- কংগ্রেসে ফের ধাক্কা, এবার বিজেপিতে অবিভক্ত অন্ধ্রের শেষ মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- ধর্মের নামে বিভেদ ছড়িয়ে বাঁচতে চাইছে লুটেরারা-গণশক্তি
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত-প্রথম আলো
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে আজ শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পড়নে ‘ইউনিফর্ম’ রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এটি রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা। গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পাড়ার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এসে আশ্রয় নেন।
তবে কোন দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বঙ্গবাজারের ঘটনা বিএনপি ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের-যুগান্তর
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির অপচেষ্টা করছে। বজ পাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। রাজধানীর আজিমপুর কলোনি মাঠে বৃহস্পতিবার বিকালে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতেও আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করেছে। মানুষকে কষ্ট দিয়েছে। আজও মানুষের পাশে না দাঁড়িয়ে কষ্ট দিচ্ছে। রাস্তা অবরোধ করে রোজার দিনে কিসের কর্মসূচি? রাস্তা বন্ধ করে রোজাদারদের বিএনপি কষ্ট দিলে, আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান নেবে।
বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে : ফখরুল: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
‘বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে’ বলে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা বিএনপির নাশকতা কি না তদন্ত করে দেখা দরকার বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন গতকাল। এ বক্তব্যের তীব্র সমালোচনা করে ফখরুল এ কথা বলেন।
ফখরুল বলেন, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসার আশঙ্কা রয়েছে, এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী শাসকগোষ্ঠীর প্রভাবশালী লোক, তারা বঙ্গবাজারকে দখলের চেষ্টা করছেন। আওয়ামী লীগে যারা প্রভাবশালী তারাই এই ঘটনা ঘটিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি-ইত্তেফাক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাজনীতি থেকে হিংসা-হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে, এটাই সকলের প্রত্যাশা। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতাগ্রহণের সুযোগ নেই।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত।
মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা-মানবজমিন
মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে দেশটির জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মাঝে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে দেশটির বিপুলসংখ্যক বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছেন। থাইল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন বলে থাই কর্মকর্তারা জানিয়েছেন।
দুই বছরেরও বেশি সময় আগে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অস্থিরতা চলছে। মূলত অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার অশান্তিতে নিমজ্জিত হয়। আর এর ফলেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়।
কংগ্রেসে ফের ধাক্কা, এবার বিজেপিতে অবিভক্ত অন্ধ্রের শেষ মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
বিজেপিতে যোগ দিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি। দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল আগেই। এবার সব সম্পর্ক চুকিয়ে দিয়ে নতুন করে শুরু করতে চাইছেন কিরণ (Kiran Kumar Reddy)।
শুক্রবার দিল্লিতে বিজেপির (BJP) সদর দপ্তরে বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন কিরণ। আগেই অবশ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিজেপিতে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi)। এই নিয়ে গত দু’দিনে দক্ষিণ ভারতের দুই নেতা নাম লেখালেন গেরুয়া শিবিরে। বৃহস্পতিবারই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি (Anil Antony)। অনেকে মনে করছেন, কর্ণাটকের ভোটের আগে সুকৌশলেই দক্ষিণের নেতাদের যোগদান করাচ্ছে বিজেপি।
ধর্মের নামে বিভেদ ছড়িয়ে বাঁচতে চাইছে লুটেরারা-গণশক্তি
সাম্প্রদায়িক উসকানি দেওয়া ছাড়া এরাজ্যে বিজেপি’র কোনও রাজনৈতিক কর্মসূচি নেই, তৃণমূলের বিরুদ্ধে লড়াইতেও তারা নেই। বামপন্থীরা এই দুই লুটেরা শক্তির বিরুদ্ধেই লড়ছে, তাই মানুষকে ধর্মের নামে ভাগ করে বাঁচার চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে এক কর্মীসভায় একথা বলেছেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।মহম্মদ সেলিম এদিন বলেন, রাজনৈতিক জনসমর্থন না থাকায় বিজেপি একদিকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় সাম্প্রদায়িক বিভাজন করছে, অন্যদিকে তৃণমূল বিরোধী আন্দোলনে নিজেদের মাথা গুঁজে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তৃণমূলও প্রতিদিন ভাঙছে। যারা কিছুদিন আগেও মমতা ব্যানার্জির ছবি নিয়ে ‘যুগ যুগ জিও’ বলতেন, তাঁরাও এখন তৃণমূল নেতাদের ‘চোর চোর’ বলছেন। জেলায় জেলায় যারা মাথা বাঁচাতে তৃণমূলে গিয়েছিলেন তাঁরাও মাথা বাঁচাতে পারছেন না, গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল আরও ভাঙবে।#