জুন ১৬, ২০১৬ ১৯:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি গাজী আবদুর রশীদ ও সোহেল আহমেদ। আজ ১৫ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

‘তিন লাখ ২৮ হাজার সরকারি পদ খালি’-সৈয়দ আশরাফ–ইত্তেফাক

চোরাচালানবিরোধী অভিযান গতিশীল করতে নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ চুরি উদ্বেগজনক'-কালের কন্ঠ

দেড়শ’ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ইউপি নির্বাচন-আবুল মকসুদ- মানবজমিন

চিকিৎসা শেষ না করেই মান্নাকে কারাগারে নেয়ার অভিযোগ নাগরিক ঐক্যের -নয়া দিগন্ত

তিন দলেই জাসদের ছড়াছড়ি মন্ত্রী-এমপিসহ ডজন নেতা আওয়ামী লীগে-বাংলাদেশ প্রতিদিন

১০ হাজার ৩১৩ জন চোরাচালানী আটক-স্বরাষ্ট্রমন্ত্রী-মানবকন্ঠ

চুলা আছে গ্যাস নেই বিল নিচ্ছে সেবা নেই-সমকাল

একাদশে ভর্তির ফল প্রকাশ ৮ লাখের বেশি আসন খালি- যুগান্তর

ট্রানজিটের প্রথম জাহাজ বাংলাদেশে -ইনকিলাব

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

পরমাণু ক্লাবের দোরগোড়ায় ভারত, মেনে নিল চিনও-সংবাদ প্রতিদিন

ঘুম থেকে উঠে চা খাবেন স্বামী, ২ দিন মৃতদেহ আগলে রইলেন স্ত্রী-বর্তমান

ভারতের স্বাস্থ্য বেশ সঙ্কটে- ১৫ বছরে ১০ কোটি পেরোবে ডায়াবেটিস-এইসময়

সি বি আই:‌ আর তদন্তের প্রয়োজন নেই। আত্মহত্যাই করেছিল জিয়া খান-আজকাল

কাঁদাচ্ছে ডাল-টোম্যাটো, আসরে জেটলি– আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

সাঁড়াশি অভিযান চলছে। এ পর্যন্ত ১৫ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কারাগারগুলোতে বন্দীদের অবস্থা ভয়াবহ বলে মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে ইত্তেফাকের খবরের শিরোনাম-

‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবেতর জীবন-যাপন করছেন বন্দীরা’

মানবাধীকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান।

মিজানুর রহমান বলেন, সাঁড়াশি অভিযানে আটকদের নিয়ে বাণিজ্য চলছে এমন অভিযোগও আমাদের কাছে আসছে। আর বন্দীদের ওপর এর কতটুকু প্রভাব পড়ছে তা দেখে বোঝা যায়।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম এরকম-'সরকার প্রমাণ করেছে বাংলাদেশ জঙ্গিদের কারখানা'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সাঁড়াশি অভিযান চালিয়ে সরকার দেশকে জঙ্গিদের কারখানা হিসেবে প্রমাণ করেছে।' আজ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকার জঙ্গি দমনের নামে সারাদেশে অভিযান চালিয়ে ১৫ হাজার লোককে গ্রেফতার করেছে। এ অভিযানের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জঙ্গিদের কারখানা।

আর বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই দেশব্যাপী সাঁড়াশি অভিযানের নামে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর এই গ্রেফতারে প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।

নির্বাচন কর্মকর্তাকে মারধর, জামিন পেলেন সাংসদ মোস্তাফিজুর-যুগান্তর/প্রথম আলো

উপজেলা নির্বাচনি কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদসদ্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ সকালে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন তা মঞ্জুর করেন। গত রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে ২০ জুনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এ ছাড়া আজ মামলার অন্য দুই আসামি উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম এবং স্থানীয় ওলামা লীগ নেতা আখতার জামিন পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ৩ জুন সাংসদ মোস্তাফিজুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে মামলাটি করা হয়।

তিন দলেই জাসদের ছড়াছড়ি,মন্ত্রী-এমপিসহ ডজন নেতা আওয়ামী লীগে -বাংলাদেশ প্রতিদিন

দেশজুড়ে এখন চলছে জাসদ বিতর্ক। ’৭৫-এর পূর্বাপর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। যেই দলের নেতারা এখন প্রশ্ন তুলছেন সেই আওয়ামী লীগেই এখনো জাসদের ডজনেরও বেশি নেতা রয়েছেন। এর মধ্যে একজন মন্ত্রীও আছেন। এমপি রয়েছেন চারজন। বিএনপিতেও জাসদের ছড়াছড়ি। দলের অর্ধশত নেতা রয়েছেন, যারা একসময় জাসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারা দলে এখন প্রভাবশালী নেতা। জাতীয় পার্টিতেও জাসদের সংখ্যা কম নয়। বর্তমান ও সাবেক তিন মহাসচিবই জাসদের। কার্যত জাপার শীর্ষস্থানীয় নেতারাই জাসদের। তিন দলের অঙ্গসংগঠনেও সরব জাসদ ছাত্রলীগের একসময়ের ডাকসাইটে নেতারা। তবে দলত্যাগী ওইসব নেতা এখন সমালোচনায় মুখর।

কলেজে ভর্তির ফল প্রকাশ-প্রথম আলো

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ভিত্তিতে মনোনীতদের তালিকা আজ প্রকাশ করা হয়েছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ এক হাজার ৯৯ জন। উত্তীর্ণ হয়েও আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। এবার মোট ভর্তিযোগ্য কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নয় হাজার ৮৫ টি। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এর মধ্যে ৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি মাদ্রাসা ও দুটি কলেজ রয়েছে। এবারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট আসন আছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬ টি।

যুগান্তরের খবর-একাদশে ভর্তির ফল প্রকাশ ৮ লাখের বেশি আসন খালি- বলেছেন শিক্ষামন্ত্রী।

সুজন'র সংবাদ সম্মেলন,ভৌতিক নির্বাচনে মৃতরা ভোট দিয়েছে- যুগান্তর/মানবজমিন/প্রথম আলো

সম্প্রতি ছয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনকে 'ভৌতিক নির্বাচন'নির্বাচন আখ্যা দিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন। সংস্থাটি বলছে, দেড়শ’ বছরের ইতিহাসে এবরাই সবচেয়ে খারাপ ইউপি নির্বাচন হয়েছে। নির্বাচনে ভয়ের কারণে জীবিতরা ভোট দিতে না পারলেও মৃত ভোটাররা ভোট দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ইউপি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে সুজন। এতে বলা হয়, সদ্য অনুষ্ঠিত নবম ইউপি নির্বাচনে ১৪৫ জন নিহত এবং সাড়ে ১১ হাজার জন আহত হয়েছে।

সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ বলেন, পাকিস্তান আমলে নির্বাচনে পর আইয়ুব খান সেটিকে মৌলিক গণতন্ত্র বলে উল্লেখ করেছিলেন। আর এই সরকার যে নির্বাচন দিচ্ছে, আমি এই নির্বাচনকে বলবো ভৌতিক নির্বাচন।

এবার কয়েকটি খুন হত্যার ঘটনা: কক্সবাজারের রামুতে গুলি করে চিকিৎসককে হত্যার খবরটি ছাপা হয়েছে মানবজমিনে। নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জে খোয়াই নদী থেকে সঞ্জিত কুমার দাস (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি যুগান্তরের খবর। মানবকন্ঠের খবর-এগারো মাস নিখোঁজ থাকা কুষ্টিয়ার কুমারখালীর বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

ভারতের ঋণ আগেই শোধ করে এখন টানছি সুদ : জাফরুল্লাহ-নয়া দিগন্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একটি দেশের সঙ্গে ট্রানজিট হতে পারে। কিন্তু সেটার জন্য সে দেশের রাস্তা ঘাটের যে ক্ষতি হবে তার ক্ষতি পূরণের বিনিময়ে। কিন্তু বর্তমান সরকার ভারতকে যে ট্রানজিট দিয়েছে তা নামমাত্র ক্ষতিপূরণে।তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের কাছে আমাদের যে ঋণ ছিল তা আমরা আগেই শোধ করেছি, এখন যেটা টানছি সেটা সুদ।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি

আয়করে বন্ধুত্বের ছোঁয়া চান মোদী-আনন্দবাজার

মহাভারতে ব্যাসদেব বলেছিলেন, মৌমাছি যেমন ফুলের মধু খায়, তেমন করে রাজাকে কর আদায় করতে হবে। মধু খাওয়াও হবে, ফুলের ব্যথাও লাগবে না।

নরেন্দ্র মোদী চান, তার সরকার ভালবেসে কর আদায় করুক। আয়কর অফিসার মানেই জুজু নন, তারা হবেন সাধারণ মানুষের বন্ধু। কাজটা সহজ নয়, মোদী নিজেও জানেন। তাই আয়কর ও শুল্ক অফিসারদের উদ্বুদ্ধ করতে নিজেই মাঠে নামছেন প্রধানমন্ত্রী।

ইঞ্চি ইঞ্চি করে ভারত এগোচ্ছে এনএসজির পথে, মনে করছে চিন-আনন্দবাজার

খুব ধীরে এনএসজি সদস্যপদ পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এ মন্তব্য কোনও ভারতীয় কূটনীতিকের নয়। এ বক্তব্য চিনের সরকারি সংবাদমাধ্যমের। শেষ পর্যন্ত যদি ভারত এনএসজি-র (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ) সদস্য হতে পারে তা হলে, দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তির ভারসাম্য বিগড়ে যাবে বলেও মনে করছে বেজিং। কমিউনিস্ট সরকার পরিচালিত ট্যাবলয়েড দৈনিক গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা লেখা হয়েছে।

চুঁচুড়া হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ২ রোগীর মৃত্যু,গাফিলতির অভিযোগ-বর্তমান

বুধবার ভোরবেলা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দুই রোগীর মৃত্যুকে ঘিরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। কর্তব্যরত নার্সদের গাফিলতির জন্যই অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট জনিত সমস্যায় অমব বল (৭২) এবং শম্ভু অধিকারির (৩৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালে বিক্ষোভ শুরু করেন। অবশেষে হাসপাতাল সুপারের কাছে এবং পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করার পর তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬