এপ্রিল ২৫, ২০২৩ ১১:৪৭ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "দয়া কর সেই সম্মানিতের ওপর যে লাঞ্ছিত হয়েছে, আর সেই ধনীর ওপর যে নিঃস্ব হয়েছে আর ঐ জ্ঞানীর ওপর যে মূর্খদের কবলে পড়েছে।"

আকতার জাহান: চমৎকার উপদেশমূলক একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি আসরের দিকে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বেশকিছু ইমেইল পাঠিয়েছেন বাংলাদেশ ও ভারতের শ্রোতাবন্ধুরা। শুভেচ্ছাবার্তাগুলো যারা পাঠিয়েছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদি থেকে এইচ এম তারেক।
  • মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি ও ফারিয়া খানম মুমু
  • টাঙ্গাইল থেকে আবু তাহের
  • গাইবান্ধার ভুরুঙ্গামারী থেকে আবদুল কুদ্দুস
  • কুমিল্লার বিজয়করা থেকে জাকারিয়া চৌধুরী যুবরাজ
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমউদ্দিন

নাসির মাহমুদ: শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে,  ঈদের আগে আমরা পুরো রমজানজুড়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করেছি। 'খোদাপ্রেমের অনন্য উৎসব' নামের অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে অনেকেই ইমেইল পাঠিয়েছেন। বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে পাঠানো মেইলে বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, "রমজান মাসে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানটি শুনে মুসলিম ধর্মাবলম্বী ভাইয়েরা উপকৃত হয়েছেন। এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ জানাতেই হয়।"

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন পাঠিয়েছেন একটি মেইল। তিনি লিখেছেন, "রমজান মাসের পবিত্রতা ও মাহাত্ম্য বর্ণনায় রেডিও তেহরানও পিছিয়ে নেই। রমজান মাসের প্রথম দিন থেকেই প্রচার করেছে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ ধারাবাহিক অনুষ্ঠান।  অনুষ্ঠানটি আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, মন জয় করে নিয়েছে। রমজানের শিক্ষা ও এর গুরুত্ব অনুধাবনের জন্য এমন একটি অনুষ্ঠানের প্রয়োজন ছিল। রমজান যে রহমতের মাস, ত্যাগের মাস, পাপ-মোচনের মাস- সে কথা স্পষ্ট করে আবারো আমাদের স্মরণ করিয়ে দেয়া হল এ অনুষ্ঠানের মাধ্যমে।"

আকতার জাহান: রমজানের বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "বিশ্বের মুসলিমদের জন্য রমজান একটি অনন্য উৎসব। ধনী, গরীব সকল মুসলমান তাদের সাধ্য অনুযায়ী রমজান পালনের প্রস্তুতি গ্রহণ করেন। বেশি বেশি ইবাদত, দান সদকা এবং মানুষে মানুষে সহমর্মিতার দারুণ এক শিক্ষা আমরা পেয়ে থাকি এই রমজানে। রমজান নিয়ে আমাদের চলমান বা চিরাচরিত রীতি নীতির বাইরেও আমাদের সাথে বাড়তি পাওনা হিসেবে ছিল রেডিও তেহরান। রেডিও তেহরানের বিশেষ আয়োজন যেন খুশবু ছড়িয়ে দেয়া ঢাকনা খোলা কৌটা।"

নাসির মাহমুদ: পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় ভাই সোহেল রানা হৃদয়, মোঃ শাহাদত হোসেন ও বিধান চন্দ্র টিকাদার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

নাসির মাহমুদ: ভারতের নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী পাঠিয়েছেন এবারের মেইলটি।

চিঠির শুরুতেই তিনি রেডিও তেহরানের সকল শ্রোতা ভাই-বোন বিশেষকরে ইরানি বন্ধুদেরকে ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর লিখেছেন, "আপনার জানার আগ্রহ হবে যে, নওরোজ ভারতীয় উপমহাদেশেও জনপ্রিয়। যদিও ইরানের মতো ব্যাপক নয়। ভারতীয় মুসলমান, ভারতে বসবাসকারী ইরানি, বাহাই এবং জরথুস্ট্রীয় সম্প্রদায়ের মানুষ যারা পারস্য থেকে ভারতে এসেছেন তারা সকলেই জমকালোভাবে নওরোজ উদযাপন করে থাকেন।"

আশরাফুর রহমান: একই বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ লিখেছেন, "নওরোজ  হলো  ইরানি  সৌর  বর্ষপঞ্জী  অনুসারে  পালিত  ইরানি  নববর্ষ। এই  উৎসবকে  পারস্য  নববর্ষ  হিসেবেও  অভিহিত  করা  হয়। ভারতেও  অপ্রাতিষ্ঠানিকভাবে দিবসটি  হিসেবে  পালিত  হয়। মূলতঃ  ইরানি  জাতি  ও  বৃহত্তর  ইরানের  জনগোষ্ঠীর  মধ্যে  তা পালিত  হয়। 

আকতার জাহান: ভারতে নওরোজ উৎসব উদযাপন সম্পর্কে ইমেইল পাঠানোয় শ্রোতাবন্ধু জয়ন্ত চক্রবর্তী ও দেবাশীষ গোপ আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাঁশখুর গ্রাম থেকে সমাজকল্যাণ বেতার শ্রোতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকির হাসান শোভন পাঠিয়েছেন এবারের মেইলটি।

এ শ্রোতাবন্ধু ২০১৭ সালে রাজশাহীর শ্রোতা জাকির হোসেনের মাধ্যমে রেডিও তেহরানের সন্ধান পেয়েছেন জানিয়ে লিখেছেন, "আগে রেডিও তেহরান থেকে কুইজ চালু ছিল। বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের কথা চিন্তা করে আবারো মাসিক কুইজ চালু করার অনুরোধ করছি।"

নাসির মাহমুদ: ভাই মোঃ জাকির হাসান শোভন, আগের মতো মাসিক কুইজ চালুর পরিকল্পনা আপাতত নেই। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, চলতি মাসের শুরু থেকে আমরা পার্সটুডের ফেসবুক পেইজে একটি সাপ্তাহিক কুইজ চালু করেছি। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে একজন অর্থাৎ প্রতিমাসে চারজন করে বিজয়ী হবেন। আশা করি এই প্রতিযোগিতায় আপনিসহ আমাদের সকল শ্রোতাবন্ধু অংশ নেবেন।

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর থেকে মঠবাড়ীয়া থেকে আর পাঠিয়েছেন উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘের সভাপতি কৃষ্ণ কর্মকার কৌশিক।

তিনি লিখেছেন, "একটি সংসার সাজাতে, সমাজ গঠন করতে এবং জীবনকে রাঙাতে কেবল টেকনাফ থেকে তেতুলিয়া নয়; পৃথিবীর সর্বত্র সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করে আসছে রেডিও তেহরান। আমি প্রতিনিয়ত রেডিও তেহরানের অনুষ্ঠান শ্রবণ করি এবং মতামত পাঠাই। আমার একটি অনুরোধ- প্রতিটি অনুষ্ঠান যেন ইউটিউবে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সার্চ দিয়ে সহজেই অনুষ্ঠান দেখতে পাওয়া যায়।"

আকতার জাহান: ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আমাদের প্রতিদিনকার সান্ধ্য অধিবেশন ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয় এবং অনুষ্ঠান শেষে তা জমা থাকে। সেখান থেকেই পুরো অনুষ্ঠান শোনা সম্ভব। তারপর সবগুলো অনুষ্ঠান আলাদাভাবে ইউটিউবে আপলোড করার যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। মতামত ও প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে। 

আকতার জাহান: ভারতের ত্রিপুরা প্রদেশের আগরতলা থেকে প্রদীপ চন্দ্র কুন্ডু পাঠিয়েছেন এবারের মেইলটি।

প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, "বাস্তবিক পক্ষে আমি একজন রেডিও ডিএক্সার। এই চৌষট্টি বছর বয়সেও দিনের একটা বড় অংশ কাটাই রেডিও নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শোনার চেষ্টা করি। তাদের কাছে রিসেপশন রিপোর্ট পাঠাই, কিউএসএল সংগ্রহ করি।"

এরপর প্রদীপ কুন্ডু লিখেছেন, রেডিও তেহরানের সাথে আমার যোগাযোগ হয় অনেক বছর আগে- সেই আশির দশকে। যেদিন আমার ইন্টারভিউ অনুষ্ঠানে প্রচারিত হলে রীতিমতো শিহরিত হয়েছিলাম।

নাসির মাহমুদ: ভাই প্রদীপ চন্দ্র কুন্ডু, একজন সিনিয়র শ্রোতা হওয়ার পরও আমাদের অনুষ্ঠান শুনছেন এবং মাঝেমধ্যে ইমেইল পাঠাচ্ছেন- এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।

বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোচাপাড়া থেকে আলী আহম্মেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ৮ মার্চ তেহরান বেতার থেকে প্রচারিত বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছে। ওইদিন স্বাস্থ্যকথা অনুষ্ঠানে মৃগীরোগ নিয়ে ডাক্তার আবু বকর সিদ্দিকের আলোচনা থেকে উপকৃত হয়েছি।"  

আশরাফুর রহমান: স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানানোর জন্য আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আর পাঠিয়েছেন হিরামন সেখ। 

তিনি লিখেছেন, "গত ১২ মার্চ তারিখে প্রচারিত রংধনু আসরটি ছিল পুরোপুরি শিক্ষণীয়। অনুষ্ঠানটি শুনে অনেক উপকৃত হয়েছি। আমাদের উচিত শিশুদের সবসময় সঠিক শিক্ষা দেওয়া।"

আকতার জাহান: রংধনু আসর থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগল। তো নিয়মিত চিঠি লিখার জন্য ভাই হিরামন সেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে। তবে বিদায় নেওয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। গানের গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম। আর কণ্ঠশিল্পী মশিউর রহমান।

নাসির মাহমুদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।