মে ০৫, ২০২৩ ১৬:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৫ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঢাকার এতো কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল কতটা আতঙ্কের-মানবজমিন
  • হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ট ব্যবসায়ীরা-কালের কণ্ঠ
  • রোহিঙ্গা সংকট মিয়ানমারের কৌশল মোকাবিলায় কী করবে বাংলাদেশ-প্রথম আলোরাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের
  • এমপির–ইত্তেফাক
  • আমি নির্দোষ, আপনারা আমার জীবন নিয়ে খেলেছেন: আরাভ খান-যুগান্তর
  • স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে নিয়েই বিএনপি গঠিত হয় : ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযানেই জঙ্গি হামলা, শহিদ ৫ জওয়ান, আহত সেনাকর্তা-সহ একাধিক -সংবাদ প্রতিদিন
  • বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ‘মোকা’! কোথায় আছড়ে পড়বে? চার রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন-আনন্দবাজার পত্রিকা
  • রাতের এভারেস্টে রহস্যময় আওয়াজ কিসের?-আনন্দবাজার পত্রিকা
  • পাওয়ারের পদত্যাগ পত্র খারিজ দলে-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সরকার উন্নয়নের ঢাকঢোল বাজালেও নদী রক্ষায় উদ্যোগ নেই: বিএনপি-প্রথম আলো

মির্জা ফকরুল ইসলাম আলমগীর

সরকার উন্নয়নের ঢাকঢোল বাজালেও দেশের নদীগুলো রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে দেশের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যারা নদী দখল-দূষণ করছে, তারা সরকারঘনিষ্ঠ। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি না পেয়ে দেশের একটা অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে, কিন্তু সরকার একটা শব্দও বলছে না। একসময়ের প্রমত্ত বুড়িগঙ্গা এখন মৃতপ্রায়, দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। এ সরকারের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা; দেশের জনগণের ভবিষ্যৎ সুন্দর করার কোনো আগ্রহ তাদের নেই।

রোহিঙ্গা সংকট মিয়ানমারের কৌশল মোকাবিলায় কী করবে বাংলাদেশ-প্রথম আলো

রোহিঙ্গা সংকট

মিয়ানমার বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও এখনো একজনকে নেয়নি। নতুন করে তারা ‘পাইলট প্রকল্প’ হাজির করেছে। কিন্তু এই উদ্যোগের সাফল্য নিয়েও রয়েছে সংশয়। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতিক তৎপরতা বাড়াচ্ছে। সেসব তৎপরতার কারণ ও ফলাফল নিয়ে বিস্তর হিসাব-নিকাশও হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ঠিক এই সময় মিয়ানমারের সঙ্গে কূটনীতি কোন পর্যায়ে রয়েছে? বিশেষ করে যখন রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায়ই রক্ত ঝরছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশ কঠিন এক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির-ইত্তেফাক

তুরস্কে পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন (পিএবিএসইসি) এক সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে কিলঘুষি মারেন ইউক্রেনের একজন এমপি। বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় এই অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে' ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি ছিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন। কিন্তু ইউক্রেনীয় এমপি পেছন থেকে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন এবং নিজ দেশের পতাকাটি উদ্ধার করেন। পরে সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেইনের এমপিকে থামান।

আমি নির্দোষ, আপনারা আমার জীবন নিয়ে খেলেছেন: আরাভ খান-যুগান্তর

পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দাবি করেছেন— আমি নির্দোষ, আপনারা আমার জীবন নিয়ে খেলেছেন। ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর এক মাস সাত দিন জেল খেটেছেন।

তিনি দাবি করেন, আমি নির্দোষ ছিলাম আপনারা আমার জীবন নিয়ে খেলেছেন। ঘুসখোর কিছু সাংবাদিক আমাকে অপরাধী বানিয়েছে। আমি মামলার ছয় নাম্বার আসামি, কোর্ট এখনো কোনো রায় দেয়নি। আপনারা আমাকে জেল খাটিয়েছেন। এর ফল আপনারা একটা একটা করে পাবেন। অনেকেই আমার সঙ্গে আছে, আমিও তাদের সঙ্গে আছি।

গত ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে জুয়েলার্সের দোকান উদ্বোধন করেন আরাভ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশের কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানিয়ে আলোচনায় আসেন দোকানের কর্ণধার আরাভ খান ওরফে রবিউল ইসলাম।

আরাভ খান 

সেই সময় আরাভ বিষয়ে জানা যায়, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খানকে খুনের মামলার আসামি তিনি। পরে ২০ মার্চ তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরাভ আলোচনায় আসার পর তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। তখন গত ২১ মার্চ ফেসবুকে এক স্ট্যাটাসে সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি। পরে আর ফেসবুকে সক্রিয় দেখা যায়নি তাকে। তার পর গত ২১ এপ্রিল সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এর পর ফেসবুকে তাকে নিয়মিত দেখা না গেলেও গত ২ মে বাংলাদেশ সময় বেলা ১১টায় ফেসবুকে তিনি লেখেন— ‘রাখে আল্লাহ মারে কে? আলহামদুলিল্লাহ।’

গত ২ মের পর থেকে ফেসবুকে ফের সক্রিয় দেখা যাচ্ছে তাকে। তবে গত ২১ মার্চের পর মাঝের এক মাস সময় তার অনুপস্থিতির ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, মাঝে এক মাস সাত দিন ইন্টারপোলের জেলে থেকেছেন আরাভ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে ফেসবুকে এক লাইভে আরাভ বলেন, অনেকে বলেছেন— আমি দুবাই থেকে পালিয়েছি। আমি পালানোর লোক না। কারণ আমি চুরি করিনি, আমি কেন পালাব।

আরাভ বলেন, ৯ থেকে ১০ বার বাংলাদেশ সরকার আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ প্রশাসন নেওয়ার চেষ্টা করেছিল। অনেকেই বলেছেন— আমি পালিয়ে গেছি। আমি পালিয়ে যাইনি। আমি জানি, আমি অপরাধী না, তা হলে কেন আমি পালাব? আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমিই গেছি। আমি মনে হয় কোনো পাপ করেছিলাম, সে জন্য আল্লাহতায়ালা আমাকে শাস্তি দিয়েছেন। আমার আগের ভিডিও নিয়ে অনেকেই ফেক আইডি খুলে সেসব ভিডিও প্রকাশ করেছে।

আরাভ আরও বলেন, আমার বিরুদ্ধে যখন রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল, তখন আমাকে ফোন করে ওনারা। আমাকে জানায়, আপনার নামে একটা ফাইল এসেছে। আপনি আসুন, আপনাকে গ্রেফতার করব। গ্রেফতার করার থেকে আপনি আসা সর্বোচ্চ উত্তম। আমি ভাবলাম, আমি পালিয়ে বেড়ালে আমাকে তারা গ্রেফতার করবে। আমি তো পালানোর মতো ছেলে না। কারণ আমি তো চোর না যে আমি চুরি করেছি, এখন পালিয়ে বেড়াব।

তিনি বলেন, আমাকে ইন্টারপোলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মাস সাত দিন রাখা হয়। আমার জীবন থেকে এই কয়েক দিন ইন্টারপোলের জেলে কেটে গেল। সেখানে অনেক বড় বড় আসামির সঙ্গে জেল খেটেছি।

সাংবাদিকদের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাকে কোনো কারণ ছাড়াই অভিযুক্ত করা হয়েছে। এ জন্যই আমাকে জেল খাটতে হয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই অসৎ। এই অসৎ সাংবাদিকদের দেশে-বিদেশে কোথায় কী আছে, এসব আমি খুঁজে ফেসবুকের মাধ্যমে তুলে ধরব।

তবে সাংবাদিকদের কে কে তার কাছে টাকা চেয়েছেন, এ বিষয়টি তিনি এখনো খোলাসা করেননি। এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ তিনি এখনো উপস্থাপন করতে পারেননি।

তিনি দাবি করেন, আমি নির্দোষ ছিলাম আপনারা আমার জীবন নিয়ে খেলেছেন। ঘুসখোর কিছু সাংবাদিক আমাকে অপরাধী বানিয়েছে। আমি মামলার ছয় নাম্বার আসামি, কোর্ট এখনো কোনো রায় দেয়নি। আপনারা আমাকে জেল খাটিয়েছেন। এর ফল আপনারা একটা একটা করে পাবেন। অনেকেই আমার সঙ্গে আছে, আমিও তাদের সঙ্গে আছি।

ঢাকার এতো কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল কতটা আতঙ্কের-মানবজমিন

আজ ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে দোহারের উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর এত কাছে ও ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এ নিয়ে চিন্তার কথা জানিয়েছেন ভূ-তত্ত্ববিদরা। ঢাকা শহর ও এর আশেপাশের এলাকা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে ভূ-তত্ত্ববিদরা আগেই সতর্কবার্তা দিয়েছেন।

এদিকে সাত-সকালে রাজধানীতে ভূকম্পনের ঝাঁকুনিতে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তারা। ভূমিকম্পের পরপরই নাদিয়া ইসলাম তার ফেসবুকে লেখেন, ভূমিকম্প হয়েছে। সময় ভোর ৫:৫৭। মোটামুটি ১০-১৫ সেকেন্ড ধরে ছিল। আস্তে শুরু হয়ে একটা জোরে ঝাঁকুনি দিলো। আল্লাহ রক্ষা কর আমাদের।

রুশা চৌধুরী নিজের স্ট্যাটাসে লিখেন, ‘হঠাৎ মনে হল কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চমকে উঠতেই দেখি সবকিছু নড়ছে। মা-মেয়ে দৌড়ে নিচে নামলাম।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি পোস্টে বলেন, ঢাকার এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটাও খুবই চিন্তার বিষয়। ঢাকায় বিল্ডিং এর ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, বাংলাদেশে আট মাত্রা বা তার চেয়ে বড় ধরণের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম ভূমিকম্প হলে ঢাকা শহরের অন্তত ছয় হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রাণহানি হবে অন্তত তিন লাখ মানুষের - এমন আশংকা বিশেষজ্ঞদের।

ঢাকার কাছে যেসব ভূমিকম্প

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা

ভূ-তত্ত্ববিদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযানেই জঙ্গি হামলা, শহিদ ৫ জওয়ান, আহত সেনাকর্তা-সহ একাধিক-সংবাদ প্রতিদিন

কাশ্মীরে (Kashmir) জঙ্গিদমন করতে গিয়ে শহিদ হলেন দুই সেনাকর্মী। শুক্রবার রাজোরিতে জঙ্গিদমন অভিযান শুরু করেছিল সেনাবাহিনী (Indian Army)। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। এক অফিসার-সহ চারজন আহত হয়েছেন বলে সেনার তরফে জানা গিয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেনার একটি ট্রাকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পাঁচ জওয়ানের মৃত্যু হয়। সেই জঙ্গিদের নিকেশ করতেই বিশেষ অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা।

কাশ্মির

রাজোরির কেশরি হিল এলাকায় শুক্রবার জঙ্গিদমন অভিযান শুরু করে সেনা। গত ২০ এপ্রিল এই এলাকাতেই সেনার একটি ট্রাকে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। গুলি চালানোর পর ট্রাকে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পুড়ে মৃত্যু হয় ট্রাকে থাকা পাঁচ সেনার। তাঁদের সঙ্গে থাকা অস্ত্র নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। তারপর থেকেই এই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি শুরু হয়।

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ‘মোকা’! কোথায় আছড়ে পড়বে? চার রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন-আনন্দবাজার পত্রিকা

ঘূর্ণিঝড় ‘মোকা’ কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে নানা জল্পনা, নানা মত ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে একটা আশঙ্কাও কাজ করছে জনসাধারণের মনে। গত কয়েক বছরে বঙ্গোপসাগরে যে ভাবে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেগুলির স্মৃতি, এমনকি তাণ্ডবের ছবি আজও টাটকা, ফলে নতুন এই ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা বাড়াটাই স্বাভাবিক। সকলের মনে এখন একটাই প্রশ্ন, কোথায় আছড়ে পড়বে ‘মোকা’।

সাইক্লোন মোকা

যদিও এখনও ঘূর্ণিঝড়টির জন্ম হয়নি। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ৬ মে। তার প্রভাবে ওই একই অঞ্চলে ৭মে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। তারও পর সেটি ৮মে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই গভীর নিম্নচাপটি এর পর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে।

গণশক্তি পত্রিকার খবর, শরদ পাওয়ারের পদত্যাগ পত্র গ্রহন করলো না তাঁর দল। সভাপতি পদ থেকে পাওয়ারের পদত্যাগের পর দলের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করা হয় নতুন সভাপতি বাছাইয়ের জন্য। শরদ পাওয়ার নিজেই সেই কমিটি গঠন করেছিলেন। পাওয়ারের পদত্যাগের পর বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছলি যে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার দলের সভাপতি হতে পারেন। কিন্তু এদিন সভাপতি বাছাই করার জন্য যেই কমিটি গঠন করা হয়েছিল তারা পাওয়ারের পদত্যাগ পত্রকে প্রত্যাক্ষান করেছেন। দল পাওয়ারের পদত্যাগ পত্র খারিজ করলেও অজিত পাওয়ারকে কোন বিশেষ দায়িত্ব দেয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

ট্যাগ