জুন ০৫, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৫ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পেঁয়াজের দাম কমছে, ভারতীয় পেঁয়াজের দাম কত পড়বে -প্রথম আলো
  • সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি -মানবজমিন
  • পুরোপুরি বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন -কালের কণ্ঠ
  • আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • টিপু হত্যার অভিযোগপত্রে আ.লীগ, যুবলীগ নেতাসহ আসামি ৩৩-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • রুজিরাকে আটকানো অমানবিক’, ইডিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়-‘সংবাদ প্রতিদিন-‘
  • ট্রেন দুর্ঘটনায় অসহায় শিশুদের দায়িত্ব নেবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন- দৈনিক আজকাল
  • রেল নয়, অন্য সংস্থার উদ্যোগে চলবে দ্রুত গতির ‘র‌্যাপিডএক্স’ ট্রেন, চালু হতে পারে চলতি মাসেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

পেঁয়াজের দাম কমছে, ভারতীয় পেঁয়াজের দাম কত পড়বে -প্রথম আলো

ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার খবরে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমছে। ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে আজ সোমবার খোঁজ নিয়ে জানা যায়, দেশি পেঁয়াজের কেজিপ্রতি দর ২০ টাকা পর্যন্ত কমেছে।

কৃষি মন্ত্রণালয় গতকাল রোববার জানায়, আজ থেকে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া শুরু করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা। এরপরই পাইকারি বাজারে দাম কমতে শুরু করে। ভারতীয় পেঁয়াজ এলে দাম আরও অনেকটা কমে যাবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। কারণ, ভারতে পেঁয়াজের দাম অনেক কম। পুরান ঢাকার মসলাজাতীয় পণ্যের পাইকারি ব্যবসাকেন্দ্র শ্যামবাজারের নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আগের দিন যে পেঁয়াজ কেজিপ্রতি ৮৫ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে, সেটা কমতে কমতে নেমেছে ৬৫ টাকায়।

শ্যামবাজারে পেঁয়াজের দামে সাধারণত দ্রুত ওঠানামা হয়। অন্য বাজারে প্রভাব পড়ে একটু দেরিতে। কারওয়ান বাজারের আড়তে ঘুরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, কোনো কোনো দোকানে ৫ কেজি কেনার ক্ষেত্রে কেজিপ্রতি দর ৯২ টাকা, কোথাও ৮৬ টাকা, কোথাও ৮২ টাকা এবং কোথাও ৮০ টাকা চাইছেন বিক্রেতারা।

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে। সোমবার (০৫ জুন) গণভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যার ঘটনায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জোরপূর্বক গুম, হত্যা ও বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে বিএনপি।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর তাঁর পিতৃহত্যার বিচার চাওয়ার ও বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এটি ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। আজকে আমরা ন্যায়বিচার না পাওয়ার পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করেছে।

পুরোপুরি বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন -কালের কণ্ঠ

কয়লাসংকটে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। আজ সোমবার বেলা ১২টার দিকে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়। পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

টিপু হত্যার অভিযোগপত্রে আ.লীগ, যুবলীগ নেতাসহ আসামি ৩৩-যুগান্তর

সাড়ে ১৪ মাস পর মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সোমবার সাংবাদিকদের বলেন, অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে। আমরা কোনো দল দেখিনি। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাকেই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

টিপু হত্যা মামলার তদন্তে ৩৪ জনের সংশ্লিষ্টতা পায় ডিবি। তাদের মধ্যে এক্সএল সোহেল নামে সন্দেহভাজন একজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে অভিযোগপত্রে রাখা হয়নি। বাকি ৩৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, ৯ জন এখনো পলাতক।হারুন বলেন, সুমন শিকদার ওরফে মুসার পরিকল্পনায় ওই হত্যার ঘটনায় মাসুম মো. আকাশ (৩৪) (বগুড়া থেকে গ্রেফতার), শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম (ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার), নাসিরউদ্দীন মানিকসহ কয়েকজন ছিলেন।

সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি -মানবজমিন

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিচ্ছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে মারামারি, হামলা, সংঘর্ষ সৃষ্টি করতে চান। এই সংঘর্ষ-হামলার ফাঁদ তারা পেতেছে। পুলিশ সেটাকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।জোনায়েদ সাকি বলেন, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আওয়ামী লীগ সমাবেশ করবে এ কারণে আমাদের অনুমতি দিচ্ছে না। সিরাজগঞ্জে সমাবেশ করতে পারছি না আওয়ামী লীগের বাধার কারণে। আওয়ামী লীগ বাধা দিচ্ছে আর পুলিশ তা কার্যকর করছে। কৌশলে তারা সমাবেশের অন্যত্র জায়গার কথা বললেও বাস্তবে আওয়ামী লীগ যে বাধা দিচ্ছে সেই বাধা তারা কার্যকর করছে। এটাই বর্তমানে পুলিশের ভূমিকা।

রুজিরাকে আটকানো অমানবিক’, ইডিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়-‘সংবাদ প্রতিদিন

সোনা-সহ বিমানবন্দরে আটক হওয়ার ঘটনার মামলায় লুকআউট নোটিস জারি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে শর্তসাপেক্ষে বিদেশযাত্রায় ছাড়ও ছিল। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সোমবার দুবাই যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া হয়। দমদম বিমানবন্দরে সন্তান-সহ রুজিরাকে আটকানো হয় অভিবাসন দপ্তরের তরফে। জানানো হয়, লুকআউট নোটিস জারি রয়েছে, তাই দেশের বাইরে যাওয়া যাবে না। বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়ি ফিরে যান রুজিরা। এ নিয়ে সোমবার দুপুরে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওড়িশা রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”এভাবে আটকানো অমানবিক। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রুজিরা দেশের বাইরে যেতে পারবে। যাওয়ার আগে ইডিকে জানালেই হবে। সেই কাজই করেছিল, আগে থেকে জানিয়েছিল। কিন্তু তাও শেষ মুহূর্তে ওকে আটকানো হল।”

ট্রেন দুর্ঘটনায় অসহায় শিশুদের দায়িত্ব নেবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন- দৈনিক আজকাল

ভয়াবহ রেল দুর্ঘটনা।

এই বিপদসংকুল সময়ে হাত বাড়াল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর। জানানো হয়েছে, ওড়িশার রেল দুর্ঘটনা যেসব শিশুকে অনাথ করেছে, কিম্বা যাঁদের অভিভাবক গুরুতর আহত, তাঁদের পড়াশোনা সহ সমস্ত দায়িত্ব নেবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ট্রেনেকেউ ফিরছিলেন বাড়ি, কেউ যাচ্ছিলেন কাজের জায়গায়, কেউ সুস্থ হওয়ার আশায় যাচ্ছিলেন চিকিৎসকের কাছে।কেউ একা, কেউ সপরিবারে।  একটা দুর্ঘটনা বদলে দিয়েছে অনেকের জীবন। যে শিশু মায়ের কোলে ছিল, দুর্ঘটনা তাকে পিতৃ-মাতৃহারা করেছে। কারও বাবা ফিরছিলেন কাজের জায়গায়, এখন গুরুতর আহত। পরিস্থিতি আগের মতো হবে কবে, জানে না কেউ। কেন্দ্র-রাজ্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঠিকই। কিন্তু এমন শিশুরা আছে যাদের মাথার ওপর কেউ নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এর সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ জানালেন, 'বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন দেশের একাধিক জায়গায় অনাথ আশ্রম চালায়। এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে, কিম্বা অভিভাবক গুরুতর আহত হয়েছেন, ৫ থেকে ১৪ বছর বয়সী সেই সব শিশুর পড়াশোনা সহ সমস্ত দায়িত্ব আমরা নেব।

রেল নয়, অন্য সংস্থার উদ্যোগে চলবে দ্রুত গতির ‘র‌্যাপিডএক্স’ ট্রেন, চালু হতে পারে চলতি মাসেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আবহেই নতুন এক ট্রেন চালু হতে চলেছে। তবে ভারতীয় রেল নয় এই ট্রেন চালাবে এনসিআরটিসি (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন)। সব ঠিক থাকলে জুন মাসেই চালু হয়ে যাবে কোনও আঞ্চলিক রেল পরিষেবা সংস্থার প্রথম সেমি হাই স্পিড ট্রেন ‘র‌্যাপিডএক্স’।

এনসিআরসিটিসি-র সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই। রাজধানী দিল্লির আশপাশের এলাকায় ট্রেন চালানোর জন্য কেন্দ্রের সঙ্গে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ সরকারে যৌথ উদ্যোগে তৈরি হয় এনসিআরসিটিসি। নেতৃত্ব দেয় কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রক। ১৯৫৬ সালের কোম্পানি আইন অনুযায়ী এই সংস্থা তৈরি হয় ২০১৩ সালে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডার মতো শহরের বাসিন্দাদের দ্রুত গতির রেল পরিষেবা দিতেই এই সংস্থা তৈরি হয়। এখন সেই সংস্থাই ‘র‌্যাপিডএক্স’ ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। রাজধানী থেকে নিজের শহরে কাজের শেষে ফিরে যাওয়ার সুবিধা দিতেই এই ট্রেনের পরিকল্পনা করা হয়।