প্রেমের টানে এ কূল ও কূল, দু-কূলই হারিয়েছেন পাক তরুণী
চলন্ত বিমানে ভিক্ষা চেয়ে ভাইরাল পাকিস্তানি নাগরিক!
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৮ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- পদযাত্রায় ফখরুলের অভিযোগ এই সরকার ‘অসৎ ব্যবসায়ীদের’ সরকার-প্রথম আলো
- চলন্ত বিমানে ভিক্ষা চেয়ে ভাইরাল পাকিস্তানি নাগরিক-মানবজমিন
- সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন: ধর্মঘট প্রত্যাহার-ইত্তেফাক
- বিএনপির পদযাত্রা পতন যাত্রা: কাদের-যুগান্তর
- সরকারি কর্মচারীদের বেতন বাড়ল সর্বনিম্ন ১ হাজার টাকা -কালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- বিরোধী বৈঠকে ঠিক হচ্ছে কর্মসূচি, মমতাকে মদত লুকাচ্ছে বিজেপি-গণশক্তি
- নাম বদলে ইউপিএ হচ্ছে ‘ইন্ডিয়া’! বেঙ্গালুরুর বৈঠকে সিদ্ধান্ত, পরের বৈঠক মুম্বইয়ে-আনন্দবাজার পত্রিকা
- ‘দলীয় কর্মীদের খুন হতে দেখেও চুপ বাম-কংগ্রেস’, পঞ্চায়েতে অশান্তি নিয়ে তোপ মোদির-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। এই শিরোনাম করেছে দৈনিক মানবজমিন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
২. 'আমেরিকা বা ন্যাটো কেউই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না’- একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান। প্রশ্ন হচ্ছে এটা কি আমেরিকার দুর্বলতা, নাকি আন্তরিকতা?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
পদযাত্রায় ফখরুলের অভিযোগ এই সরকার ‘অসৎ ব্যবসায়ীদের’ সরকার-প্রথম আলো
এই সরকার ‘অসৎ ব্যবসায়ীদের সরকার’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যারা জিনিসপত্রের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে বাড়ি বানায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে পাঁচ ঘণ্টা সময় ধরে আলাপ করেন। লজ্জা হয়, দুঃখ হয়, ঘৃণা জানাই।’ আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গাবতলীতে এক পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘ঘৃণা জানাই এই সরকারকে। আপনি গণতন্ত্রকে আজকে কবরে পাঠিয়েছেন। নির্বাচনব্যবস্থাকে শেষ করে দিয়েছেন।’
বিএনপির পদযাত্রা পতন যাত্রা: কাদের-যুগান্তর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা। পদযাত্রায় পতন যাত্রা শুরু হয়ে গেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আমেরিকা দিয়ে গেল ঘোরার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না।
বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।
এদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।
সরকারি চাকরিজীবীদের দেওয়া হলো ‘বিশেষ সুবিধা’, বাড়লো বেতন-ইত্তেফাক
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুবিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে। এ ছাড়া পেনশনভোগীদের সর্বনিম্ন ৫০০ টাকা বৃদ্ধি পাবে। এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
হিরো আলমের ওপর হামলায় মামলা, সাতজনকে রিমান্ডে নেওয়ার আবেদন-প্রথম আলো
ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় এই মামলা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন: ধর্মঘট প্রত্যাহার-ইত্তেফাক
নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তারকৃত ২ চিকিৎসক চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা জামিন পেয়েছেন। তারা জামিন পাওয়ায় চিকিৎসকদের যে প্রাইভেট চেম্বার ও অস্ত্রপাচার বন্ধের যে কর্মসূচি চলমান ছিল সেটি স্থগিত করা হয়েছে।
চলন্ত বিমানে ভিক্ষা চেয়ে ভাইরাল পাকিস্তানি নাগরিক-মানবজমিন
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে অর্থ সহায়তা নিয়ে চলতে হচ্ছে দেশটিকে। এমন পরিস্থিতিতে বিমানে ভিক্ষা চেয়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন এক পাকিস্তানি। ওই পাকিস্তানি তার এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করতে চান। আর তারই জন্য অর্থ সংগ্রহ করতে তিনি চলন্ত বিমানে ভিক্ষায় নেমেছেন। এ খবর দিয়েছে ট্রিবিউন ইন্ডিয়া।
খবরে জানানো হয়, কতদিন আগে ভিডিওটি করা হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি অনলাইনে আপলোড হয় প্রায় দুই সপ্তাহ আগে। আর এটি ভাইরাল হয় এ সপ্তাহের শুরুতে। ওই ভিডিওতে দেখা যায়, ওই পাকিস্তানি বারবার বলছেন যে তিনি আসলে কোনো ভিক্ষুক নন। তিনি অর্থ সহায়তা চান যাতে লাহোরে একটি মাদরাসা প্রতিষ্ঠা করতে পারেন তিনি।
তিনি আরও বলছিলেন, আপনারা যারা দান করতে চান, তারা নিজের আসনেই থাকুন। আমি নিজে এসে আপনার থেকে অর্থ সংগ্রহ করবো। তবে বিমানে এভাবে অর্থ সহায়তা চাওয়ার বিষয়টি নিয়ে ইন্টারনেটে হাস্যরসের সৃষ্টি হয়েছে। টুইটারে শত শত মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, পাকিস্তানিরা ভিক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আরেকজন লিখেছেন, এই ব্যক্তি আবিষ্কার করেছেন যে ধনীরাই বিমানে চড়েন। তাই তিনি নিজেও বিমানের টিকিট কেটে ভিক্ষায় নেমে গেছেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
নাম বদলে ইউপিএ হচ্ছে ‘ইন্ডিয়া’! বেঙ্গালুরুর বৈঠকে সিদ্ধান্ত, পরের বৈঠক মুম্বইয়ে- আনন্দবাজার পত্রিকা
জল্পনা ছড়িয়েছিল পটনার বৈঠকের পর থেকেই। বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই এ বিষয়ে সুর্নির্দিষ্ট বার্তা এল বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফে। জানা গেল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে বিরোধী দলগুলি। বিরোধী জোটের নতুন নাম—‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটে আগেই সেই ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্ দে! ইন্ডিয়া’। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মোদী’ পদবি অবমাননা মামলা: সাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদনের সুপ্রিমকোর্টে-শুনানি হবে শুক্রবার।
প্রেমের টানে এ কূল ও কূল, দু-কূলই হারিয়েছেন তরুণী। প্রেমের জন্যই পাকিস্তান ছেড়ে এসেছিলেন ভারতে। তার জেরে দেশে ফেরার পথ বন্ধ হয়েছে আগেই। এদিকে এবার ভারত ছেড়ে যাওয়ার জন্যও হুমকি দেওয়া হল ওই পাক বধূকে। কী ঘটেছে দেখে নেয়া যাক।
৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে ভারত’ গেম-প্রেমের পাক বধূকে হুমকি গো-রক্ষা হিন্দু দলের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রেমের টানে সব বাধা কাটিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছিলেন তরুণী। তাও আবার পাকিস্তান থেকে ভারতে, যাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। দুই দেশের রাজনীতির সেই ছাপ প্রভাব ফেলেছে সীমা হায়দার নামের ওই তরুণীর প্রেমকাহিনিতেও। একের পর এক হুমকির মুখে পড়ছেন যুগলে। কখনও পাকিস্তান থেকে হুমকি আসছে তরুণীকে ফেরানোর, কখনও আবার তাঁর পরিবার পরিজন প্রতিবেশীরা সাফ জানিয়ে দিচ্ছেন যে সে দেশে আর ঠাঁই হবে না তাঁর। যদিও তিনি নিজে পাকিস্তানে ফেরার বদলে এ দেশেই থাকতে চেয়েছেন। কিন্তু এবার এ দেশ থেকেও চলে যাওয়ার হুঁশিয়ারি পেলেন সীমা হায়দার। পাক বধূকে ভারত ছাড়ার জন্য কড়া হুমকি দিল গো-রক্ষা হিন্দু দল নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি, বিশ্বাসঘাতক জাতির কোনও মহিলাকে এ দেশে আশ্রয় দেওয়া চলবে না। বলাই বাহুল্য, পাকিস্তানি এবং মুসলিম, সীমার এই দুই পরিচয়ের দিকেই নিশানা হিন্দুত্ববাদীদের। শুধু তাই নয়, তাঁকে দেশ ছাড়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে তারা।
‘দলীয় কর্মীদের খুন হতে দেখেও চুপ বাম-কংগ্রেস’, পঞ্চায়েতে অশান্তি নিয়ে তোপ মোদির-সংবাদ প্রতিদিন
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Poll) অশান্তি নিয়ে সরব প্রধানমন্ত্রী। রাজ্যে বাম-কংগ্রেস বারবার হিংসা ছড়ানোর অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। অথচ বেঙ্গালুরুতে সেই তৃণমূলের সঙ্গে একই মঞ্চে রয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এই জোটকেই বিঁধেছেন মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, বাংলায় একের পর এক বাম-কংগ্রেস কর্মী খুন হচ্ছেন। আর নিজেদের স্বার্থে সেসব নিয়ে চুপ দলের নেতারা। বরং নিজেদের বাঁচাতে বেঙ্গালুরুতে তৃণমূলের (TMC)গ সঙ্গে বৈঠক করছে। যদিও প্রধানমন্ত্রীর এই বয়ানকে আমল দিতে রাজি নয় তৃণমূল। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলছেন, মোদির কাছ থেকে বাংলার শান্তিশৃঙ্খলা নিয়ে কোনও কথা শুনতে রাজি নই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৮