বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
এ দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা হবে দুঃখজনক: ফখরুল
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । ১৯ আগস্ট (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা মার্কিন কংগ্রেসম্যানের- দৈনিক কালেরকণ্ঠ
- ভারত আমেরিকাকে কিছু বললে নিজেদের স্বার্থে বলেছে: কাদের -দৈনিক যুগান্তর
- এ দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা হবে দুঃখজনক: ফখরুল - প্রথম আলো
- ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতাদের সাজা দেয়া হচ্ছে : কর্নেল অলি: দৈনিক মানবজমিন
- আল্লামা সাঈদীকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে : শামীম সাঈদী: দৈনিক নয়াদিগন্ত
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- যাদবপুর-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২, মোট ১৪ জনের যুক্ত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ: দৈনিক পুবের কলম
- দেশের সব স্বশাসিত সংস্থা RSS-এর দখলে, লাদাখ থেকে ফের তোপ রাহুলের: দৈনিক সংবাদ প্রতিদিন
- তিন দিনে ৫ কৃষকের ‘আত্মহত্যা’ মহারাষ্ট্রে, সমাজকর্মীর দাবি ঘিরে শোরগোল: দৈনিক সংবাদ প্রতিদিন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
এ দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা হবে দুঃখজনক: ফখরুল - প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক।
আজ শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুলের এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা–সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ওই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা পত্রিকায় দেখলাম আজকে ডয়েচে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভ হবে না।’
ভারত আমেরিকাকে কিছু বললে নিজেদের স্বার্থে বলেছে: কাদের -দৈনিক যুগান্তর
বাংলাদেশ ইস্যুতে ওয়াশিংটনের উদ্দেশে দিল্লির কূটনৈতিক বার্তা নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আঞ্চলিক রাজনীতিতে এই ভূখণ্ডে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে। আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবরে শনিবার ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের মনে করেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। বাংলাদেশ নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছেন, 'যারা ভারতের হস্তক্ষেপ বলেন, তাহলে একাত্তর সালে কী হয়েছিল? ভারত আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল।'
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা মার্কিন কংগ্রেসম্যানের- দৈনিক কালেরকণ্ঠ
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন গারবারিনো। বাংলাদেশ সময় গত শুক্রবার রাতে (১৮ আগস্ট) কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনোর (নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২) সম্মানে নিউ ইয়র্কে মোর্শেদ আলমের নেতৃত্বে বাংলাদেশি আমেরিকানপ্রবাসীদের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আগামী জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আল্লামা সাঈদীকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে : শামীম সাঈদী: দৈনিক নয়াদিগন্ত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, আল্লামা সাঈদীর মৃত্যুর ঘটনা সাজানো। সরকারের উদ্দেশ্য ছিল- সকল শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা। পরিস্থিতির কারণে আল্লামা সাঈদীকে প্রাথমিকভাবে হত্যা করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। গতকাল বিকেল ৩টায় রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ:-এর স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। ওই সভাতেই শামীম সাঈদী এই দাবি করেন।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতাদের সাজা দেয়া হচ্ছে : কর্নেল অলি: দৈনিক মানবজমিন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে জনগণকে ন্যায় বিচার সেবা দেয়া। মজলুম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ। কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সেটা করছে না। তারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে একজনের পর একজনকে সাজা প্রদান করে যচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতে দেয়া হচ্ছে এই রায়।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে এলডিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের সব স্বশাসিত সংস্থা RSS-এর দখলে, লাদাখ থেকে ফের তোপ রাহুলের: দৈনিক সংবাদ প্রতিদিন
দেশ চালনায় যে প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের দখল নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Sayang Sevak Sangh)। কৌশলগতভাবেই আরএসএসের (RSS) লোক বসানো হয়েছে প্রতি ক্ষেত্রে। তারাই নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকারকে (BJP Government)। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীরাও আসএসএসের নিয়ন্ত্রণাধীন। লাদাখ সফরে গিয়ে সরাসরি গেরুয়া শিবিরকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপি যে আরএসসেরই শাখা সংগঠন তা খোলা সত্য। সংঘের আদর্শ অনুপ্রাণীত দলটি। যদিও বকলমে সংঘই মোদি সরকার চালায়, একথা বারবার উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। লাদাখে নিজের বক্তব্যে ফের সেই প্রসঙ্গ তুললেন রাহুল। বলেন, “আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে প্রশ্ন করেন, তাঁরাই আপনাকে জানাবেন যে তাঁরা আদৌ মন্ত্রিত্ব চালান না। আরএসএস দ্বারা নিযুক্ত ব্যক্তিরাই মন্ত্রকগুলি চালাচ্ছেন। তারাই সব বিষয়ে পরামর্শদাতা।” সঙ্গে যোগ করেন, “দেশ চালনায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে সবকিছু চালাচ্ছে আরএসএস।
তিন দিনে ৫ কৃষকের ‘আত্মহত্যা’ মহারাষ্ট্রে, সমাজকর্মীর দাবি ঘিরে শোরগোল: দৈনিক সংবাদ প্রতিদিন
তিন দিনে পাঁচ কৃষকের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল মহারাষ্ট্রে (Maharashtra)। আর্থিক অনটনে ওই কৃষকরা আত্মহত্যা করেছেন বলে দাবি রাজ্যের এক সমাজকর্মীর। লালকেল্লায় যেদিন দেশের অগ্রগতি নিয়ে সগর্ব ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), সেই ১৫ আগস্টেও কৃষক-মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। যদিও এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। সমাজকর্মী কিশোর তিওয়ারি একের পর এক কৃষকের মৃত্যু নিয়ে সোচ্চার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ আগস্ট দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের নাম নামদেও ওয়াঘমারে এবং রামরাও রাঠোর। উভয়েই আর্থিক অনটনে আত্মহত্যা করেন বলে দাবি। ১৪ অগস্ট উদ্ধার করা হয়কার্নু কিনাকে এবং শালু পওয়ার নামে আরও দুই কৃষকের দেহ। অন্যদিকে দেশের স্বাধীনতা দিবসে উদ্ধার হয় মনোজ রাঠোর নামে আরও এক কৃষকের দেহ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
যাদবপুর-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২, মোট ১৪ জনের যুক্ত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ: দৈনিক পুবের কলম
যাদবপুর-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল। এখনও পুলিশের নজরে আরও বেশ কয়েকজন ছাত্র। জিজ্ঞাসাবাদ চালানোর পরেই পুলিশ গতকাল সন্ধ্যায় তিনজন ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিনজনের নাম নাসিম আখতার, হিমাংশু কর্মকার, সত্যব্রত রায়। এদের মধ্যে নাসিমের বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে, হিমাংশুর বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে, আর সত্যব্রত বাড়ি হরিণঘাটায়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন, এই তিনজনই ঘটনাস্থলে ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ১৪ জনের যুক্ত হওয়ার প্রমাণ পেয়েছে। আগেই গ্রেফতার হয় মোট ৯ জন। ধৃতদের মধ্যে রয়েছে সপ্তক কামিল্ল্যা (প্রাক্তন পড়ুয়া), সুমন নস্কর (প্রাক্তন পড়ুয়া), অঙ্কন সর্দার (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), অসিত সর্দার (প্রাক্তন পড়ুয়া, সংস্কৃত বিভাগ), মহম্মদ আরিফ (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তৃতীয় বর্ষ), মহম্মদ আসিফ আজমল (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চতুর্থ বর্ষ)। সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ। পুরো ঘটনার পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের পক্ষে। গতকালই সপ্তক কামিল্যাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর পর বাকিদের দিয়েও পুনর্নির্মাণ করা হবে। #
পার্সটুডে/বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।