পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
একনজরে ২৭ আগস্ট প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ২৭ আগস্ট (রোববার) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর সফল অবতরণের খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দেব। এরপর দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য- ইত্তেফাক
- খাদ্য আমদানি: ভারতে বিধিনিষেধ, বেশি দাম চায় রাশিয়া ও মিয়ানমার- প্রথম আলো
- ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা- দৈনিক কালেরকণ্ঠ
- বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ: কারাগারে বিটিআরসি কর্মকর্তা- যুগান্তর
- সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, তিন কনস্টেবল নিহত- মানবজমিন
- বাংলাদেশে শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় ইউনিসেফের জরুরি চিকিৎসা সহায়তা- দৈনিক নয়া দিগন্ত
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- লাগাতার হেনস্তার জেরে ক্লাসরুমেই আত্মহত্যা! দলিত ছাত্রের মৃত্যুতে সাসপেন্ড ২ শিক্ষক: সংবাদ প্রতিদিন
- ভারতীয়দের জন্য গর্বের বিষয়, ইসরো চেয়ারম্যানকে চিঠি লিখলেন সোনিয়া: আজকাল
- দত্তপুকুরকাণ্ডে তৃণমূলের দিকেই নিশানা বিজেপির, শাসকদল আঙুল তুলল আইএসএফ নেতার দিকে– আনন্দবাজার
- আয়ারল্যান্ডে মসজিদের বাইরে নাৎসি পতাকা!: পূবের কলম
কথাবার্তার প্রশ্ন (২৭ আগস্ট)
১. বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে এক রাতেই শেষ করে দেবে। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্য ভাইরাল হয়েছে। আপনি কীভাবে দেখছেন?
২. দক্ষিণ আফ্রিকায় শেষ হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন থেকে ইরানসহ ৬ দেশকে সদস্য হিসেবে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের সদস্য পদ পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে?
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
খাদ্য আমদানি: ভারতে বিধিনিষেধ, বেশি দাম চায় রাশিয়া ও মিয়ানমার- প্রথম আলো
বিশ্ববাজার থেকে কম দামে চাল ও গম কিনতে পারছে না সরকার। ভারত চাল রপ্তানিতে শুল্ক বাড়িয়েছে। মিয়ানমার চাল আমদানিতে বেশি দাম চাইছে। দাম বেড়ে গেছে থাইল্যান্ডেও। আর গম আমদানিতে বেশি দাম চাইছে রাশিয়া।
সরকারের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় রাশিয়া ও মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি সংস্থার সঙ্গে চাল ও গম আমদানির বিষয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। এতে রাশিয়ার পক্ষ থেকে গম ও মিয়ানমারের পক্ষ থেকে চালের দাম অনেকটা বেশি চাওয়া হয়। এ কারণে দুটি বৈঠকই কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়।
সরকার চলতি বছরের জন্য সাত লাখ টন গম ও পাঁচ লাখ টন চাল আমদানি করতে চায়। বেসরকারি খাতে মাঝেমধ্যে চাল আমদানি হয়। গম আমদানি হয় নিয়মিত। কোনো কোনো দেশের বিধিনিষেধ ও দাম বেশি চাওয়ার কারণে খাদ্যের বিশ্ববাজার পরিস্থিতি এখন অনুকূল নয়। তবে বাংলাদেশ সরকারের হাতে এখনো খাদ্যের ভালো মজুত আছে।
রাশিয়া ও মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি সংস্থার সঙ্গে চাল ও গম কেনার আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ।
খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের গুদামে যথেষ্ট পরিমাণে চাল আছে। আগামী ডিসেম্বর পর্যন্ত চাল নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।’ তিনি বলেন, মিয়ানমারে আগামী অক্টোবরে নতুন চাল উঠবে। তখন দাম কমতে পারে।
খাদ্যসচিব আরও বলেন, ‘রাশিয়া গমের যে দাম চাইছে, আমরা আন্তর্জাতিক দরপত্রে তার চেয়ে কম দাম পাচ্ছি। যে কারণে বিকল্প হিসেবে আমরা দরপত্রের মাধ্যমে চাল-গম কেনার কথা চিন্তা করছি।’
ভারত ও মিয়ানমারের বিধিনিষেধ
বাংলাদেশে ২০২১-২২ অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। সরকারি হিসাবে, চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। কিন্তু প্রতিবছরই সরকারি ও বেসরকারিভাবে কিছু কিছু চাল আমদানি হয়। আর গমের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
২০২২-২৩ অর্থবছরে সরকারি ও বেসরকারি খাতে ১০ লাখ ৫৬ হাজার টন চাল ও প্রায় ৩৯ লাখ টন গম আমদানি হয়েছে।
চাল ও গমের বড় উৎস ছিল ভারত। নিজেদের বাজার সামলাতে গত মে মাসে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। গম মাস জুলাইয়ের মাঝামাঝিতে দেশটি আতপ চাল (নন-বাসমতি হোয়াইট রাইস) রপ্তানি নিষিদ্ধ করে। গত শুক্রবার ভারতের পক্ষ থেকে সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা কার্যকর থাকবে ১৬ অক্টোবর পর্যন্ত।
গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য- ইত্তেফাক
গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুর আউয়ালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে ইসি ভবনে যান তিনি।
সারাহ কুক বলেন, আমরা স্বাধীন, শক্তিশালী প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। প্রধান নির্বাচন কমিশনার এবং তার দলের সঙ্গে আমার এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। গঠনমূলক আলোচনা হয়েছে।
এ সময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চলতি বছর এপ্রিলের শেষে দায়িত্ব নেওয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ।
অপরদিকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা- দৈনিক কালেরকণ্ঠ
তিন দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টিকালের জন্য ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ রবিবার দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত তিন দফা দাবি বাস্তবায়ন ও সেই সঙ্গে গেজেট প্রকাশ না করা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টিকালের জন্য সারা দেশের সকল জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে।
সংগঠন দুটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, আমাদের দাবিগুলো পুরোনো।
জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হয়। তেলের দাম যদি বাড়ানোই হয় তাহলে আমাদের কমিশনও বাড়ানো হোক। বাস্তবতা হলো, আমাদের বিনিয়োগ বেড়ে গেছে, সুতরাং আমাদের কমিশনও বাড়াতে হবে।
তিন দফা দাবিগুলো হলো ১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।
২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা। ৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। (খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য আলাদাভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাজশাহী বিভাগের সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল জ্যোতি এবং খুলনা বিভাগের সভাপতি আবদুল গাফফার বিশ্বাস ও কুমিল্লা জেলার সভাপতি মো. কামাল চেৌধুরীসহ বিভিন্ন বিভাগ ও জেলার নেতৃবৃন্দরা।
সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, তিন কনস্টেবল নিহত- মানবজমিন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুরে ট্রেনের সঙ্গে পুলিশের টহল ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। তারা তিনজনই পুলিশের কনস্টেবল। আর দুর্ঘটনায় আহতরা হলেন সাব ইনসপেক্টর সুজন শর্মা ও ড্রাইভার সমর চন্দ্র সূত্রধর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মানবজমিনকে বলেন, সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় হতাহত কয়েকজনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মৃত ছিলো। আর হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, ট্রেনের সাথে সংঘর্ষে পুলিশের তিন কনস্টেবল নিহত হয়েছে। আর একজন এসআই ও গাড়ির ড্রাইভার আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা দুর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছি।
বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ: কারাগারে বিটিআরসি কর্মকর্তা- যুগান্তর বিয়ের কথা বলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর মামলার পর শুক্রবার রাতে সঞ্জীবকে গ্রেফতার করা হয়। শনিবার পুলিশ সঞ্জীবকে রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত একদিনের জন্য জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ময়মনসিংহের বাসিন্দা সঞ্জীব ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত ছিলেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। ২০১৪ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার নির্যাতন করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ১৫ অগাস্ট সঞ্জীব ওই নারীকে ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে’ কাচের বোতল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে গত শুক্রবার থানায় গিয়ে মামলা করেন ওই নারী।
বাংলাদেশে শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় ইউনিসেফের জরুরি চিকিৎসা সহায়তা- দৈনিক নয়া দিগন্ত
১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২১ হাজারেরও বেশি ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ইউনিসেফ দেশে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন জোরদার করছে।
শিশুদের সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থা মোকাবেলায় ইউনিসেফ ২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি পরীক্ষার কিট, পেশাদারদের প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ও পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি খাতে অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ ও সেবা সরবরাহ করছে।
ডেঙ্গুর প্রকোপ এখন ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ লাখ ১২ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২০ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। ডেঙ্গুতে ৫০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।
বছরটিতে বিশ্ব জলবায়ুর কারণে সৃষ্ট বিপর্যয়ের ক্রমবর্ধমান সংখ্যা দেখেছে, জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর মতো সংক্রমিত রোগের বিস্তারকেও বাড়িয়ে তুলছে, যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জীবনকে সরাসরি প্রভাবিত করছে।
রোববার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘আবারো বাংলাদেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রথম সারিতে রয়েছে, কারণ এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।’ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। মশা যাতে ঘরে বংশবৃদ্ধি না করে তা নিশ্চিত করা এবং মশা তাড়ানোর জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা এখন জন্য সময়ের দাবি।’
তিনি আরো বলেন, ‘আমরা টেস্টিং কিট, চিকিৎসা সরঞ্জাম, মশারি সরবরাহ করছি এবং যেসব জায়গায় সংক্রমিত বেশি হচ্ছে তা নির্মূলে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার সাথেও কাজ করছি।’
অন্যান্য পদক্ষেপের মধ্যে ইউনিসেফ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সম্প্রদায়কে সম্পৃক্ত করতে সরকারকে সহায়তা করছে। ইউনিসেফ ডেঙ্গুর বিস্তার কমাতে কার্যকর তথ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য ধর্মীয় ও সম্প্রদায়ের নেতাদের একত্রিত করেছে।
দত্তপুকুরকাণ্ডে তৃণমূলের দিকেই নিশানা বিজেপির, শাসকদল আঙুল তুলল আইএসএফ নেতার দিকে– আনন্দবাজার
এগরাকাণ্ডের পর এ বার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। রাজ্যের জায়গায় জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। শাসকদল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাকে ‘বারুদের স্তূপে’ পরিণত করার অভিযোগ তুলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্য দিকে, শাসক শিবির দাবি করেছে, দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনার নেপথ্যে স্থানীয় এক আইএসএফ নেতা রয়েছেন। তিনি বাইরে থেকে লোক এনে বাজি তৈরি করাচ্ছিলেন। পাল্টা, তৃণমূলের স্থানীয় দুই নেতার দিকে আঙুল তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় এলাকায় দীর্ঘ দিন ধরেই রমরমিয়ে বাজির কারবার চালানো হচ্ছিল। একাধিক বার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। দাবি, শুধু একটি বাড়িতেই নয়, এলাকার একাধিক বাড়িতে প্রশাসনের ‘যোগসাজশ’-এ অবৈধ বাজির কারবার চলছে। তাতে পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও ‘যুক্ত’। বিস্ফোরণের ঘটনার পর সামসুল নামে এক ব্যক্তির বাড়িও ভাঙচুর করেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, তিনিই বেআইনি বাজির কারবার চালাচ্ছিলেন।
লাগাতার হেনস্তার জেরে ক্লাসরুমেই আত্মহত্যা! দলিত ছাত্রের মৃত্যুতে সাসপেন্ড ২ শিক্ষক: সংবাদ প্রতিদিন
স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করত এক দলিত কিশোর। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজস্থানে (Rajasthan) সাসপেন্ড দুই শিক্ষক। সম্প্রতি ক্লাসরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরের দেহ। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযোগ, দলিত বলে হেনস্তা করা হত পড়ুয়াকে। এর জেরেই আত্মহত্যা করে অপমানিত ছাত্র। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় থানায় দায়ের করা এফআইআর সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলটি রয়েছে কোটপুতলি এলাকায়। স্কুল লাগোয়া হস্টেলে থাকত বছর পনেরোর দলিত ছাত্র। দুই শিক্ষকের হেনস্তার কথা বাবাকে জানিয়েছিল মৃত পড়ুয়া। এই বিষয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে স্কুল। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার এবং স্থানীয় বাসিন্দারা স্থানীয় থানা ঘেরাও করেন। অভিযুক্ত দুই শিক্ষক এবং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। পুলিশ এফআইআর দায়ের করার পর শান্ত হন তাঁরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, মৃত ছাত্রের পড়ুয়াকে আর্থিক সাহায্য করা হবে।
আয়ারল্যান্ডে মসজিদের বাইরে নাৎসি পতাকা!: পূবের কলম
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের একটি মসজিদের বাইরে তিনটি নাৎসি পতাকা টাঙানো হয়েছে। বিষয়টি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চিন্তার জন্ম দিয়েছে। উগ্র ডান এবং চরমপন্থীদের দ্বারা সম্ভাব্য হামলার আশঙ্কা করছেন তারা। বুধবার সকালে পশ্চিম বেলফাস্টের ডানমুরির ইকরা মসজিদের কাছে স্বস্তিকা চিহ্নিত ৩টি পতাকা দেখা যায়। এটিকে পুলিশ ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসাবে বিবেচনা করছে। মসজিদের ইমাম ও চেয়ারপার্সন জামাল ইওয়েদা বলেছেন, ‘ঘৃণ্য ঘটনাটি আমাদের মধ্যে বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে ভয়ের জন্ম দিয়েছে। আমরা অনুভব করছি যে কিছু লোক বা কিছু গোষ্ঠী আমাদের ওপর নজরদারি করছে। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তিত। ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটবে কিনা সেটি নিয়ে আমরা ভয়ে আছি।’ মসজিদে নামায পড়তে আসা এক মুসল্লি জানান, এই ঘটনাটি তাকে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে চালানো গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়েছে। উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ এক ব্যক্তি নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলা করে ৫১ জন মুসল্লিকে হত্যা করেছিল। এই ঘটনায় ৪০ জন আহত হয়েছিল। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বেলফাস্টের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। এই ধরনের ইসলাম-বিরোধী ঘটনা উত্তর আয়ারল্যান্ডে বিচ্ছিন্ন কিছু নয় বলে উল্লেখ করেছে সংস্থাটি। এমসিবি এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। উত্তর আয়ারল্যান্ডের মুসলিমরা সাম্প্রতিক সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এটি গভীরভাবে উদ্বেগের বিষয় যে, ইসলামের প্রতি ঘৃণা এবং সহিংসতার এই ধরনের ঘটনাগুলো বাধাহীনভাবে ঘটতে থাকে।’ এমসিবি জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডে আইনের অভাব মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের চরম ডানপন্থী হুমকির মুখে ফেলেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।