অক্টোবর ১১, ২০২৩ ১৫:৪৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা: অপরাধের শত বছর, অন্যায়ের ৮০, পাপের ৬৯-প্রথম আলো
  • নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করবো’-ইত্তেফাক
  • সরকার দেশকে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল-ডেইলি স্টার বাংলা
  • খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করতে গিয়ে কাঁদলেন রেজা কিবরিয়া- যুগান্তর
  • নির্বাচন নিয়ে চিন্তা নেই: প্রধানমন্ত্রী–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • ইজ়রায়েল থেকে কী কী কেনে ভারত?-আনন্দবাজার পত্রিকা
  • ‘ফিলিস্তিনীদের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা’, তোপ পুতিনের-সংবাদ প্রতিদিন
  • রাষ্ট্রসঙ্ঘে বিশ্ব জনমত থেকেছে প্যালেস্তাইনের পাশেই-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না: মির্জা ফখরুল-প্রথম আলোর এ শিরোনামের খবরে বলা হয়েছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা বা সংলাপের হতে পারে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ এ মন্তব্য করেছেন। ইত্তেফাক লিখেছে,  তিনি বলেছেন, দলের নেতা অ্যানিকে দরজা ভেঙ্গে ডাকাতের মতো গ্রেপ্তার করেছে পুলিশ। আর ডিবি প্রধান বলেছেন, ৩ মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর সিইসির বক্তব্য তুলে ধরে দৈনিকটি লিখেছে, তিনি বলেছেন, নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করবো।

প্রথম আলোর খবর-বেসিক ব্যাংক কেলেঙ্কারি: শেখ আব্দুল হাইকেই দায়ী করছেন পরিচালকেরা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বেসিক ব্যাংকের ঋণপ্রস্তাব কিংবা ঋণ অনুমোদনের বিষয়ে বোর্ড সভায় আলোচনা কম হতো।তাঁরা বলেছেন, বছরের পর বছর তাঁদের কিছুই জানতে না দিয়ে একক কর্তৃত্ববলে নামসর্বস্ব কোম্পানির ঋণ অনুমোদন করেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম।

জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির ২ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।তবে ব্যাংকটির সাবেক পরিচালকদের এমন বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাংক ও কোম্পানি আইন বিশেষজ্ঞরা।

বিএনপি

রাজনীতির খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম এরকম-ঢাকার সমাবেশ থেকে সরকারকে সময় বেঁধে দিতে চায় বিএনপি। এ খবরে বলা হয়েছে, সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ই অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার ঘোষণা আসতে পারে। এ নিয়ে  যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কথা বলছে বিএনপি। এরমধ্যে অধিকাংশ দলই সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয়ার পক্ষে নিজেদের মতামত দিয়েছে।

শেখ হাসিনা ফাইল ফটো

তবে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা নেই। জনগণের ভোট আওয়ামী লীগের আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সবসময়ই থাকে। আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

পুতিন

‘প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা’, তোপ পুতিনের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে বলা হয়েছে, প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকে উপেক্ষা করছে ওয়াশিংটন। এভাবেই ইজরায়েল-হামাস সংঘর্ষের আবহে মার্কিন মুলুককে কাঠগড়ায় তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে আমেরিকা।এই পরিস্থিতিতে আমেরিকাকে খোঁচা রাশিয়ার। পুতিনের দাবি, ওয়াশিংটন শান্তি আনতে একতরফা প্রয়াস করেছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে মাথা ঘামাচ্ছে না আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকেও উপেক্ষা করছে বাইডেন প্রশাসন।

গণশক্তির শিরোনাম-রাষ্ট্রসঙ্ঘে বিশ্ব জনমত থেকেছে প্যালেস্তাইনের পাশেই।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, যেন ইজরায়েলই আক্রান্ত। যেন গত শনিবার প্যালেস্তাইনের গাজা স্ট্রিপ কেন্দ্রীয় ‘হামাস’-র হামলাই দুই ভূখণ্ডে প্রথম সংঘর্ষ। গাজাকে ঘিরে রেখে গুঁড়িয়ে দেওয়ার সামরিক অভিযান যেন ‘সঙ্গত এবং যোগ্য জবাব। 

ইসরাইলে হামাসের হামলা

আপাতত প্রচারের ধরন অনেকটা এমনই। আপাতত আড়ালে এই সত্য যে ইজরায়েল দখলদার রাষ্ট্র। দফায় দফায় কেড়ে নিয়ে প্যালেস্তাইনের ভূখণ্ড। ভিটে হারিয়েছেন প্যালেস্থাইনের মানুষ। তাঁরা অবরুদ্ধ হয়েই আছেন। এই সত্যি বারবার বেরিয়ে এসেছে রাষ্ট্রসঙ্ঘের একের পর এক অধিবেশনে। ইজরায়েল আর আমেরিকা একঘরে হয়েছে বারবার। বিশ্ব জনমত প্যালেস্তাইনের বিপন্ন মানুষেরই সঙ্গে থেকেছে।মোহনদাস করমচাঁদ গান্ধী নিজে স্বাধীন প্যালেস্তাইনের সমর্থন জানিয়েচিলেন। ভারতের বিদেশনীতি বরাবর সেই অবস্থান ধরে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবস্থান থেকে সরছিলেন, এবার সরাসরি ইজরায়েলের আক্রমণকে সমর্থন করছেন।রাষ্ট্রসঙ্ঘেরই পরিসংখ্যান বলছে বিশ্বের মানচিত্র থেকে মুছে গিয়েছে প্যালেস্তাইনের ৫৩০টি গ্রাম, ঘর বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন ৯ লক্ষ ৫৭ হাজার জন মানুষ।

ইজ়রায়েল থেকে কী কী কেনে ভারত? যুদ্ধের ফলে কোন কোন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কায় নয়াদিল্লি?

আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পশ্চিম এশিয়ার প্রান্তে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। মুহুর্মুহু বোমা বর্ষণ, গোলাগুলি এবং ক্ষেপণাস্ত্র হামলা চলছে দুই শিবিরের মধ্যে। যুদ্ধের প্রভাব পড়তে চলেছে বিশ্বের অন্যান্য দেশের উপরেও। অর্থনীতি সার্বিক ভাবে ধাক্কা খেতে চলেছে। ভারতও ব্যতিক্রম নয়।পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রথম এবং প্রাথমিক নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তেলের দামে। যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম হু হু করে বৃদ্ধি পাবে। সেখানেই লুকিয়ে আছে ভারতের সমস্যা। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। আমদানি করা তেলের উপরেই ভারত নির্ভর করে থাকে। তেলের দাম বৃদ্ধি পেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও পাল্লা দিয়ে বাড়বে। মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে।ইজ়রায়েল-হামাসের যুদ্ধ ভারতের তেলের বাজারে স্থায়ী, দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১১

ট্যাগ