ইসরাইলের বর্বরোচিত হামলা
'গাজায় লাশ আর লাশ, মানবিক বিপর্যয়, হাসপাতাল যেন গোরস্তান'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মতামত-মেরে-ধরে কী বার্তা দিচ্ছে সরকার-প্রথম আলো
- মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’-ইত্তেফাক
- নির্যাতন করা হয়নি, আদালতে মিথ্যা বলেছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী -যুগান্তর
- মাহফুজ আনামের লেখা: বক্তৃতায় ছড়ানো বিষ ও জনমনের উদ্বেগ-ডেইলি স্টার বাংলা
- গাজায় লাশ আর লাশ, মানবিক বিপর্যয়, হাসপাতাল যেন গোরস্তান–মানবজমিন
কোলকাতার শিরোনাম:
- হামাসের পক্ষে কোন কোন দেশ, ইজ়রায়েলের পক্ষে কারা? এখানেও কি কূটনীতির জটিল অঙ্ক?-আনন্দবাজার পত্রিকা
- আদালত অবমাননা মামলা: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ হাই কোর্টের -সংবাদ প্রতিদিন
- গাজায় রক্তপাত বন্ধের দাবিতে মিছিল করল এআইপিএসও-গণশক্তি
- নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্ত সহায়ককে ইডির তলব-আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
অর্থনীতির খবরে প্রথম আলো শিরোনাম করেছে এরকম,বাজারের সিন্ডিকেট দেখতে পারলে, ধরতে পারলে ব্যবস্থা নিতে পারতাম: পরিকল্পনামন্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়।পরিকল্পনামন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই।
আর ইত্তেফাকের দ্রব্যমূল্য বিষয়ক খবরে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজার অস্বস্তিতে ভোগান্তির অন্ত নেই। বিভিন্ন সময় নানা পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। সম্প্রতি আগাম কিছু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম যেন আকাশছোঁয়া।
২০ লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ: ফখরুল-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, দেশের অর্থনীতির ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শ্রীলংকা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নেতৃত্ব ও সুশাসনের জন্য। অথচ দেশে মূল্যস্ফীতি, রেমিট্যান্স প্রবাহ শোচনীয়।শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আওয়ামী সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতি: অর্থপাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বড় ধরনের সংকেটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। উন্নয়নের গালগল্প করে দেশকে ঋণের জালে জর্জরিত করে দেউলিয়া করতে যাচ্ছে সরকার। এখন প্রায় ২০ লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ।
মির্জা ফখরুল বলেন, উন্নয়নের রোল মডেল বলে প্রতারণা করেছে সরকার। একটা অল্পসংখ্যক শ্রেণি সব লুট করে নিচ্ছে। দারিদ্র্য থেকেই যাচ্ছে। বৈষম্য বাড়ছে। গত দেড় দশকে ৯০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে।
সরকারের সর্বগ্রাসী লুটপাট ও রাজনৈতিক দুর্বলতা দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ব্যাংকঋণের নামে লুটপাট। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার। দেশের অর্থনীতির দুরবস্থা একদিনে সৃষ্টি হয়নি। সরকারের উন্নয়নের স্লোগানের নিচে চাপা পড়েছিল। আর ডেইলি স্টার বাংলার একটি খবরে লেখা হয়েছে, গাজায় স্থল হামলা হলে অসংখ্য প্রাণহানি ঘটবে, যা মেনে নেওয়া যায় না বলে হুঁশিয়ার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গাজায় লাশ আর লাশ, মানবিক বিপর্যয়, হাসপাতাল যেন গোরস্তান-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতাল। এর মর্গ উপচে পড়ছে ফিলিস্তিনিদের লাশে। করিডোরেও স্থান নেই। সেই লাশের সারি এখন পার্কিং এলাকায়। আত্মীয়রা লাশ শনাক্ত করার আগেই দ্রুততার সঙ্গে আসছে আরও লাশ। খোলা স্থানে সারি সারি লাশ। ৬ষ্ঠ দিনের মতো গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের ওপর ইসরাইলের তীব্র থেকে তীব্রতর বোমা হামলায় এই লাশের সংখ্যা দ্রুতই বেড়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারছেন না।হামাসের অস্বাভাবিক রকেট হামলার জবাবে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিন থেকে কার্যত বিচ্ছিন্ন এক ভূখণ্ড গাজা উপত্যকায় কাজ করছেন যেসব চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মীরা বলছেন, এখন আর লাশ রাখার জায়গা নেই।ধ্বংস করে দেয়া ভবন থেকে প্রতিক্ষণই বেরুচ্ছে মৃতদেহ।এরই মধ্যে অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় দেখা গিয়েছে।জাতীয় পানি বিষয়ক কোম্পানি থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। অবরোধ দিয়েছে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানিতে। ফলে পানি, খাদ্য, ওষুধ সংকটে তারা এমনিতেই মরতে বসেছেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
আদালত অবমাননা মামলা: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ হাই কোর্টের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। রুল জারি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৪ নভেম্বর তাঁকে আদালতে গিয়ে উত্তর দিতে হবে।আদালত অবমাননা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, এই অভিযোগে রাজীব সিনহার (Rajiva Sinha) বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয়।
গাজা যুদ্ধের খবরে গণশক্তি লিখেছে, গাজায় রক্তপাত বন্ধের দাবিতে মিছিল করল এআইপিএসও। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, গত ছ’দিনে গাজায় ৬০০০ বোমা ফেলা হয়েছে বলে ইজরায়েলই দাবি করেছে। মোট ৪ হাজার টন বোমা ফেলা হয়েছে। আজ সপ্তম দিন। এ সংখ্যাতো আরো অনেক বেড়ে গেছে।সাম্প্রতিক কালের সবচেয়ে বীভৎস এই সামরিক আক্রমণ আরো তীব্রতা পাবে গাজায় ইজরায়েলের স্থলবাহিনী ঢুকলে।তার প্রস্তুতি চলছে। এ খবরে আরো লেখা হয়েছে, ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে তার প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। ইজরায়েল যে আরব দুনিয়ায় মার্কিনীদের ‘দালাল রাষ্ট্র’ ( কূটনৈতিক পরিভাষায় ‘ক্লায়েন্ট স্টেট) তা কোনো নতুন কথা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু ভূমধ্যসাগরে বিশাল নৌবহর প্রস্তুত রেখেছে তা-ই নয়, বিমানে অস্ত্র পাঠিয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৩