অক্টোবর ১৪, ২০২৩ ১৬:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কে এল কে এল না তা নয়, জনগণ ভোট দিলেই বড় সফলতা: সিইসি-প্রথম আলো
  • ইসরায়েলকে হেজবুল্লাহর হুঁশিয়ারি-ইত্তেফাক
  • জুস খাইয়ে মির্জা ফখরুলকে অনশন ভাঙালেন অলি-যুগান্তর
  • খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে বিএনপি-ডেইলি স্টার বাংলা
  • রাজনীতি-তলে তলে কিছুই হয় নাই: ফখরুল–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত! লেবানন থেকে হামাসকে পাশে থাকার বার্তা হেজ়বুল্লার-আনন্দবাজার পত্রিকা
  • ইজরায়েল-হামাস যুদ্ধে ট্রাপিজের খেলায় ভারত! -সংবাদ প্রতিদিন
  • পক্ষপাত নয়, চাই নিরপেক্ষ অবস্থান, গুগল, ফেসবুককে চিঠি ‘‘ইন্ডিয়া’’র-গণশক্তি
  • ‘অপারেশন অজয়’ ইজরায়েল থেকে আরও ২৩৫ জন ভারতীয়কে দেশে ফেরাল-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ধ্বংস ও মৃত্যুর নগরী গাজা-বিবিসি ও রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলোতে ছাপা হয়েছে এ শিরোনামের খবরটি।

গাজায় ইসরাইলি ধ্বংযজ্ঞ

রাত নামলে অন্ধকার, বিদ্যুৎ নেই, খাবার ও পানির তীব্র সংকট, সংকট ওষুধের। এর মধ্যে আকাশ থেকে পড়া বোমার আগুনে মৃত্যুভয় তাড়িয়ে বেড়াচ্ছে সব সময়। বোমায় জ্বলছে বড় বড় ভবন, প্রাণ হারাচ্ছেন নারী-পুরুষসহ সব বয়সী মানুষ। এমন এক বিভীষিকাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজার ২৩ লাখ মানুষের জীবন। তাঁদের পালানোর কোনো পথ নেই। নেই চিকিৎসার সুযোগ, এমনকি মৃত স্বজনকে সমাহিত করার জায়গাও এখন পাওয়া যাচ্ছে না। সর্বশেষ খবরে জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে এর মধ্যে চার লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এরমধ্যে  ফিলিস্তিনে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মানবিক বিপর্যয়ের ভয়াবহ পরিস্থিতির মধ্যে গাজাবাসী। এদিকে ইত্তেফাকের খবরের শিরোনাম-ইসরায়েলকে হেজবুল্লাহর হুঁশিয়ারি।

শীর্ষ সন্ত্রাসীদের কেউ বিদেশে, কেউ পলাতক থেকে নিয়ন্ত্রণ করছেন ঢাকার অপরাধজগৎ-প্রথম আলো

শীর্ষ সন্ত্রাসীদের কেউ কারাগারে বসে, কেউ বিদেশে থেকে ঢাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন। এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের সহযোগীরা প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন, ঘটাচ্ছেন খুনখারাবিও। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের ওপর হামলার ঘটনায় ঢাকার অপরাধজগৎ নতুন করে আলোচনায় এসেছে। কারাবন্দী আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগীরা ওই হামলা চালিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডার নিয়ন্ত্রণ, জমি-বাড়ি দখল, কেব্‌ল টিভি ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করেই মূলত বিরোধে জড়ান শীর্ষ সন্ত্রাসীরা। তাঁরা কারাগারে বা বিদেশে অবস্থান করলেও তাঁদের স্থানীয় সহযোগীরা এখনো সক্রিয়। ওই সহযোগীদের নির্দেশনা দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করিয়ে চলেছেন তাঁরা। পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিদেশে বাংলাদেশি অপরাধীরা অনেক সময় ধরা পড়লেও পুলিশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয় না। অপরাধজগতের প্রভাব সম্পর্কে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আন্ডারওয়ার্ল্ডের (অপরাধজগৎ) প্রভাব যে একেবারেই নেই, তা তো নয়। যাঁরা তাঁদের নিয়ন্ত্রণ করেন, তাঁরা তো রয়েই গেছেন। এ কারণে সেটার প্রভাবও রয়েছে।

প্রথম আলোর যুগ্ম–সম্পাদক ও কবি-সোহরাব হোসেন তার মতামত কলামে লিখেছেন, এবার ছাত্রলীগ-যুবলীগের টার্গেট সংখ্যালঘুরা।আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক বলে দাবি করেন। কিন্তু তাঁদের কথা ও আচরণে তার প্রতিফলন পাওয়া যায় না। কয়েক দিন আগে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, যিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা, সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের উদ্দেশ্যে অশালীন ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলেন। ধর্মনিরপেক্ষ রাজনীতির ধারক একজন পৌরমেয়র ব্যক্তিগত ও গোষ্ঠীস্বার্থে তাঁর দলেরই একজন সংসদ সদস্যকে সাম্প্রদায়িক গালি দিলেন, আর কেন্দ্রীয় নেতারাও তা নীরবে হজম করলেন। একই কথা বিএনপি বা জামায়াতের কেউ বললে তুলকালাম ঘটিয়ে দিতেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

কে এল কে এল না তা নয়, জনগণ ভোট দিলেই বড় সফলতা: সিইসি-প্রথম আলো

কে নির্বাচনে এল, কে এল না, তা নয়—জনগণ যদি ভোটকেন্দ্রে আসেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনের একটি বড় সফলতা অর্জিত হয়ে যাবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘জনগণকে দেখাতে হবে, নির্বাচনে ফেয়ারনেস ছিল, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন, প্রবেশ করে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এটুকু যদি আমরা দেখাতে পারি সবাই মিলে, কে নির্বাচনে এল, কে এল না...জনগণ যদি আসেন, ভোটাররা যদি আসেন, তাঁরা ভোট প্রয়োগ করেন, তাহলেই নির্বাচনের একটা বড় সফলতা, আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে।’

রাজনীতির খবরে মানবজমিন লিখেছে,-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকায় ৩ ঘণ্টা অনশন করেছে দলটি। অনশন শুরু হয় সকাল ১১টায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে ৩ ঘন্টার অনশন শেষ হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না।বারবার বলে তলে তলে সব হয়ে গেছে। কেনো বলেন? আসলে কিছুই হয় নাই। গণতান্ত্রিক গোটা বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিস্কার করে বলছে। আর সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বলছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

গাজায় ইসরাইলী বোমা হামলা

ইজরায়েল-হামাস যুদ্ধে ট্রাপিজের খেলায় ভারত!- ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। সাত সমুদ্র তেরো নদী পারের এই লড়াইয়ের আঁচ লেগেছে ভারতে। অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। এই প্রেক্ষাপটে সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে ক্রমে ভয়াবহ হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। যুদ্ধের আগুন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে উদ্বিগ্ন ভারত। এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতেই রিয়াদকে পাশে চাইছে দিল্লি।তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন যুদ্ধের ফলে ভারতের সামনে জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। ‘বন্ধু’ রাশিয়ার নিন্দা না করেও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে নয়াদিল্লি। ইজরায়েল-হামাস যুদ্ধেও এমনই এক ট্রাপিজের খেলায় নামতে হচ্ছে ভারতকে। কারণ, ভারতে বিরাট সংখ্যক মুসলমানের বাস।

ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত! লেবানন থেকে হামাসকে পাশে থাকার বার্তা হিজবুল্লাহর-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়িয়ে আগেই ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল হেজ়বুল্লা। এ বার লেবাননের এই সংগঠনের তরফে জানানো হল যে, ‘সঠিক সময়ে’ ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য তারা প্রস্তুত।

পক্ষপাত নয়, চাই নিরপেক্ষ অবস্থান, গুগল, ফেসবুককে চিঠি ‘‘ইন্ডিয়া’’র-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে ফেসবুক, অ্যালফাবেট ইউটিউব কিংবা হোয়াটস্যাপকে ব্যবহার করে মিথ্যা খবর, অর্ধসত্য খবর কিংবা উস্কানিমূলক পোস্ট দিয়ে মানুষকে বোকা বানানোর চক্রান্তর অভিযোগ দীর্ঘদিনের, সাম্প্রতিক সময়ে "দ্য ওয়াশিংটন পোস্ট'' এর তদন্ত এই অভিযোগকে প্রমাণ করে দিয়েছে। "দ্য ওয়াশিংটন পোস্ট'' বিষ্ফোরক অভিযোগ করেছে যে,  ভারতীয় সেনাবাহিনীর "চিনার কর্প'' নামের একটি ইউনিট তিন বছর আগে ফেসবুক, হোয়াটস্যাপকে ব্যাবহার করে কাশ্মীরে এরকম মিথ্যা খবর ছড়িয়ে কাশ্মীরিদের  বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল।  

এবার ফেসবুক হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে বিজেপির মানুষকে ভুল বোঝানোর চক্রান্তের বিরুদ্ধে,আগামী লোকসভা নির্বাচনে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আবেদন জানিয়ে এবার ফেসবুক মেটা এবং গুগুলকে চিঠি দিল বিজেপি  বিরোধী ২৮ টি দলের সম্মিলিত রাজনৈতিক মঞ্চ "ইন্ডিয়া''।তারা চিঠিতে মার্ক জুকারবার্গ ও গুগুলের সি ই ও সুন্দর পিচাইকে জানিয়েছেন যে, ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিজেপির এই ভুল বোঝানোর ষড়যন্ত্রকে তারা ভালোভাবে নিচ্ছেন না, তারা দাবি করেছেন যে, তাদের কাছে এমন তথ্য আছে যাতে প্রমাণ হয় যে, অ্যালগোরিদমিক মডারেশনের মাধ্যমে বিজেপি বিরোধী রাজনৈতিক বক্তব্য,কিংবা তথ্যগুলোকে দমন করার মাধ্যমে আসলে ভারতের ক্ষেত্রে তারা বিজেপিকে সাহায্য করছেন। যা একেবারেই গণতন্ত্র বিরোধী এবং তাতে দেশের সম্প্রীতি নষ্ট হচ্ছে। বিরোধী মঞ্চ আরও জানিয়েছে, এভাবে বিদেশি সংস্থাকে ব্যবহার করে সার্বভৌম দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ কতটা যুক্তিপূর্ণ।

আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই,আর সেই লড়াইতে গণতন্ত্রের রক্ষার কথা মাথায় রেখেই বিজেপি বিরোধী সম্মিলিত রাজনৈতিক মঞ্চ দাবি করছে, বিজেপির এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চক্রান্তের বিরুদ্ধে অবিলম্বে ফেসবুক মেটা, গুগুল এই জাতীয় সংস্থা গুলোর নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৪

ট্যাগ