অক্টোবর ১৯, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • একনজরে ১৯ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ডিসেম্বরে পাওয়ার আশা বাংলাদেশ ব্যাংকের-মানবজমিন
  • যেটার কবর হয়ে যাবে, সেটা নিয়ে ১৭৩ দিন হরতাল করলেন কেন: ফখরুল-প্রথম আলো
  • অপেক্ষা করুন, আদালতের হাত অনেক লম্বা: প্রধান বিচারপতি-যুগান্তর
  • সরকারের সেফ এক্সিট নেওয়ার এখনো সময় আছে, বললেন ফখরুল-কালের কণ্ঠ
  • শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন: হুইপ ইকবালুর রহিম-বাংলাদেশ প্রতিদিন

 

ভারতের শিরোনাম:

  • ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ ফারহাদের-দৈনিক পূবের কলম
  • ‘অভিষে   –সংবাদ প্রতিদিন।
  • কেন্দ্র না দিলে বকেয়া মেটাবে রাজ্যই, বার্তা অভিষেকের-আনন্দবাজার পত্রিকা
  • ‘মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্ত…’, ভোটের মুখে বিস্ফোরণ অশোক গেহলটের-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. যেটার কবর হয়ে যাবে, সেটা নিয়ে ১৭৩ দিন হরতাল করলেন কেন: ফখরুল। দৈনিক প্রথম আলোর শিরোনাম এটি। কি বলবেন আপনি?

২. ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে মুসলিম নয় মানুষ হতে হবে: বিশ্ব ফুটবল তারকারা। আপনার মন্তব্য কি?

জি ধন্যবাদ জনাব শিরাজুল ইসলাম।

সাক্ষাতকার শুনতে এখানে ক্লিক করুন: 

এবারে কোলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।  

ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ ফারহাদেরশীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে, ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বৃহস্পতিবার শাসনের খড়িবাড়ির আন্দুলিয়া গ্রামে কয়েকশো গরীব দুস্থ মানুষের হাতে এই পুজোর বস্ত্র তুলে দেওয়া হয়। মহিলা ও বাচ্চাদের হাতে পুজোর বস্ত্র তুলে দেন একেএম ফারহাদ। এ ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই ঈদেতে আমরা যেমন বস্ত্র বিতরণ করেছি তেমনি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয়ও বস্ত্র বিতরণ করেছি।

জনপ্রতিনিধি হিসেবে এই উৎসবে তাদের পাশে দাঁড়াতে পারছি ও আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকদের অনুসরন করে বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

কেন্দ্র না দিলে বকেয়া মেটাবে রাজ্যই, বার্তা অভিষেকের-শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, পুজোর আবহেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ জিইয়ে রাখছে তৃণমূল কংগ্রেস। চতুর্থীর বিকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্য সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে।’’ সেই সঙ্গেই এই দাবিতে আগামী নভেম্বর মাস থেকে কেন্দ্রের বিরুদ্ধে আরও এক দফা আন্দোলনের কর্মসূচিও মনে করিয়ে দিয়েছেন তিনি।

প্রতি বছরই পুজোর মধ্যে জনসংযোগ চলে রাজনীতিকদের। এ বার তাতে সরাসরি রাজনীতি আসছে নানা ভাবে। উদ্বোধন আর বস্ত্রবিলির মঞ্চ থেকে চলা সেই তরজায় এ দিনও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন অভিষেক। নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের 'বজবজ- মহেশতলায়' একটি অনুষ্ঠানে তিনি এ দিন বলেন, ‘‘আরও ৬ মাস দেখব। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা না দিলে মে মাসে রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে।’’ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালাতে পারে, তা হলে ১০০ দিনের কাজের ৮ হাজার কোটিও দিতে পারবে।’’ তবে এই নিয়ে তৃণমূল যে আন্দোলনে নেমেছে, উৎসব শেষ হলে তা যে ফের গতি পাবে, তা উল্লেখ করে তিনি বলেন, ‘‘নভেম্বর মাস থেকে ফের এই দাবিতে আন্দোলন শুরু হবে।’’

মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্ত…’, ভোটের মুখে বিস্ফোরণ অশোক গেহলটের- শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, দলীয় কোন্দলই কি রাজস্থানে ডোবাবে কংগ্রেসকে? ভোটের বাকি আর মাসখানেক। এখনও গেহলট এবং পাইলটের (Sachin Pilot) দ্বন্দ্বের জেরে রাজস্থানের প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেনি হাত শিবির। এবার অশোক গেহলট যা বললেন, তাতে কংগ্রেস শিবিরে টানাপোড়েন আরও বাড়তে পারে।

একই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশড়, তেলেঙ্গানা, মিজোরাম এবং রাজস্থানের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রাজস্থানের ভোট হবে ২৫ নভেম্বর। এই পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু রাজস্থানের প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি। বুধবার দিনভর বৈঠকের পরও প্রার্থী তালিকা চূড়ান্ত করা যায়নি। নেপথ্যে পাইলট-গেহলট দ্বন্দ্ব।

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ