নভেম্বর ২১, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মু'মিনীন ইমাম আলী (আ.) বলেছেন, যদি নামাজ আদায়কারী ব্যক্তি জানত, আল্লাহর দয়া কত বিস্তৃতভাবে তাকে ঘিরে আছে, তাহলে সে সিজদাহ থেকে কখনো মাথা উঠাতো না।"

আকতার জাহান: নামাজের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই একাগ্রতা-সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে। আর পাঠিয়েছেন জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহম্মেদ (আরিফ)। তিনি লিখেছেন. “শৈশব থেকেই আমি রেডিও তেহরানের সাথে জড়িত। এ বেতারের সাথে পরিচয় হয়,আমার আব্বার মাধ্যমে। তিনি রেডিও তেহরান নিয়মিত শুনতেন; এমননি এখনো শোনেন।”

গাজী আবদুর রশীদ: আরিফ ভাইয়ের বাবার এখনও অনুষ্ঠান শোনেন জেনে ভালো লাগল। তো আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে এ শ্রোতাভাই কিছু লিখেননি?

আকতার জাহান: হ্যাঁ, লিখেছেন। তিনি জানিয়েছেন,২ নভেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরে শিশুশিল্পী জাইমা নূরের কণ্ঠে ‘হে রাসূল বুঝি না আমি’ শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে। এছাড়া, ৬ নভেম্বর তারিখে প্রিয়জন অনুষ্ঠানে ড. নাজমা বেগমের সাক্ষাৎকারটির প্রশংসা করেছেন তিনি।

আশরাফুর রহমান: আলী আহম্মেদ আরিফ ভাইকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি লিখার জন্য।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ ও রেহেনা খাতুন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তারা লিখেছেন, “৩ নভেম্বর তারিখে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল অনুষ্ঠান শুনেছি। বিশেষ করে ভালো লেগেছে কলকাতার থেকে পাঠানো প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফিলিস্তিনের সমর্থনে ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে- তার খবর রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে জানতে পেরে খুব খুশি হয়েছি। এছাড়া রংধনু আসরে হজরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা সম্পর্কে যে ঘটনাটি তুলে ধরা হয়েছেন এর কোনো তুলনা হয় না।”

গাজী আবদুর রশীদ: আমাদের কলকাতা প্রতিনিধির রিপোর্ট ও রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য হিরামন সেখ ও রেহেনা খাতুন আপনাদের দুজনকেই ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

চট্টগ্রামের পতেঙ্গা থেকে মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক। 

তিনি লিখেছেন, “আমি শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নেই। কারণ জালিম ইসরাইলি বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনের নারী-শিশুসহ অসহায় মানুষের ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার খবর পার্সটুডেতে পড়ে মনকে মানাতে পারি না। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ- হে সর্বশক্তিমান আল্লাহ! আপনি ফিলিস্তিনকে জালিমের হাত হতে রক্ষা করুন। আদ জাতিকে যেভাবে ধ্বংস করেছিলেন জালিম ইসরাইলকে সেভাবেই ধ্বংস করে দিন।”

আকতার জাহান: জালিম ইসরাইল ধ্বংস হোক- এ প্রার্থনা বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের। মহান আল্লাহ এ প্রার্থনা কবুল করুন- আমাদের প্রত্যাশাও তাই। তো সময়োপযোগী চিঠিটির জন্য মোবারক হোসেন ফনি ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কেওয়াতলা থেকে মোঃ মান্নান আলী পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি পল্লী রেডিও লিসনার্স ক্লাব-এর সভাপতি।

নিজেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা হিসেবে পরিচয় দেওয়ার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের আলাদা গুরুত্ব আছে। তবে, ৩ নভেম্বর প্রচারিত ‘সুন্দর জীবন’ আনুষ্ঠানের কথা না বললেই নয়। ঐ অনুষ্ঠানে শিশুদের ভদ্রতা, আদব-কায়দা, অন্যের সাথে ব্যবহার নিয়ে আলোচনা ছিল খুবই সময় উপযোগী। এছাড়া, আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সাক্ষাৎকারটি বেশ ভালো লেগেছে। আমার মতে, "রেডিও তেহরান হল পূর্ণাঙ্গ জীবন চলার দিশারী।"

গাজী আবদুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই মান্নান আলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ রওশন আরা লাবনী পাঠিয়েছেন আসরের পরের মেইলটি।

শীতের সকালের কুয়াশাভেজা টাটকা রজনীগন্ধ্যা ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, “ফিলিস্তিন যেন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হচ্ছে।ইসরাইলের বর্বর হামলায় নিরীহ নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের লাশের গন্ধে ফিলিস্তিনের বাতাস ভারী হয়ে উঠছে। মুসলিম বিশ্বের কাছে আমার চাওয়া- ফিলিস্তিনিদের রক্ষার জন্য সকল মুসলিম দেশ এক হয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে জালিমদেরকে।”

চিঠির শেষাংশ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় রেডিও তেহরান ও ইরানের ভূমিকার প্রশংসা করেছেন এই শ্রোতাবোন।

আকতার জাহান: বোন রওশন আরা লাবনী, সমসাময়িক বিষয়ে ইমেইলে মতামত জানানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী চিঠির অপেক্ষায় রইলাম।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।

তিনি লিখেছেন, "৫ই নভেম্বর প্রচারিত সোনালি সময় অনুষ্ঠানে অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজের প্রতিবাদ, মনে তারুণ্য, সকল কাজে গতিশীলতা, রাজনৈতিক সচেতনতা, মত  প্রকাশের অধিকার, শান্তির পথে হাঁটা, সঙ্ঘবদ্ধতা ইত্যাদি বিষয়নিয়ে আলোচনা সদর্থক লাগল। অনুষ্ঠান থেকে জানতে পারলাম, আত্মবিশ্বাস ও শিক্ষা যুবকদেরকে করে তোলে সম্ভাবনাময় তারুণ্যের প্রতীক হিসেবে।"

আশরাফুর রহমান: ভাই দেবাশীষ গোপ, সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে আব্দুল কুদ্দুস মাস্টার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক।

প্রীতিমাখা ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "রেডিও তেহরানের রংধনু আসর অনুষ্ঠানটি একইসাথে জ্ঞান ও আনন্দের খোরাক জোগানোর রসদ মিশিয়ে সববয়সী শ্রোতাদের মন জয় করে চলেছে। যদিও এটি শিশু-কিশোরদের অনুষ্ঠান হিসেবেই পরিবেশন করা হয়। কিন্তু আমার মনে হয় ৭০/৮০ বছরের বয়স্ক শ্রোতারাও নিজেদের কিশোর বয়সে ফিরিয়ে নিয়ে অধীর আগ্রহে প্রতি বৃহস্পতিবারের 'রংধনু' শোনার অপেক্ষায় বসে থাকে।"

এরপর আব্দুল কুদ্দুস ভাই জানিয়েছেন, ২৬ অক্টোবরের আসরে ধর্ম বিষয়ে বাড়াবাড়ি বা চরমপন্থার পরিণতি, ১৯ অক্টোবরের পর্বে ওয়াদা পালনের গুরুত্ব এবং  ১২ অক্টোবর প্রচারিত শিক্ষণীয় ও মজার মজার গল্পগুলো তার অনেক ভালো লেগেছে।

গাজী আবদুর রশীদ: রংধনু আসর সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আব্দুল কুদ্দুস ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি পরে চিঠিতে অন্য কোনো বিষয়ে লিখবেন।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধু মো. জুলফিকার আলী লিটনের সঙ্গে। তিনি সম্প্রতি ইরান সফরে এসেছিলেন এবং তার একটি সাক্ষাৎকারও প্রিয়জনে প্রচারিত হয়েছে। আজ আমরা লিটন ভাইয়ের কাছ থেকে জানব- তেহরান সফরকালে এই নগরী কোন্‌ দিকটি তার বেশি ভালো লেগেছে? 

আকতার জাহান: তেহরানের যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা, খাবার-দাবার ও দ্রব্যমূল্য আপনি যেমনটি দেখেছেন তা আমাদের সাথে শেয়ার করার জন্য জুলফিকার আলী লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি।

৫ নভেম্বর রোববার প্রচারিত শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানটি ভালো লেগেছে জানিয়ে তিনি লিখেছেন,  "মুসলমানেরা বরাবরই বীরের জাতি। ন্যায় ও সত্যের জন্য তারা জীবন দিতে দ্বিধা করে না। কিন্তু অধুনা মুসলিমরা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। ইসরাইলিরা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্য করছে অথচ মুসলিম দেশগুলো এ বিষয়ে কার্যকর কিছুই করতে পারছে না। এমন দুঃসময় মুসলিমদের আগে কখনো মোকাবেলা করতে হয়নি। কিন্তু সব দুঃখের অবসান আছে। আঁধারের পর সূর্য উদয়ের অপেক্ষাও শেষ হয়। তাই আপামর মুসলমানেরা এখন এ দুঃখের রজনী অবসানের অপেক্ষায় আছেন। আর তাদেরকে কাঙ্ক্ষিত মুক্তি এনে দিনে পারেন ইমাম মাহদি, আমাদের আলোচ্য শেষ ত্রাণকর্তা। রেডিও তেহরান এমন গুরুত্বপূর্ণ বিষয়ে একটি অনুষ্ঠান প্রচার শুরু করে আমাদের প্রত্যাশাকেই পূরণ করেছে। সেজন্য ধন্যবাদ জানাই।"

আশরাফুর রহমান: মুসলমানদের দুর্দিনে ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের প্রত্যাশা করে চমৎকার লেখাটির জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ:  হাফিজুর  রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।  

রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা সুন্দর জীবন সম্পর্কে তিনি লিখেছেন, "ইসলাম ধর্ম মানবপ্রেমকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মানুষের মনে দয়া ও ভালোবাসার থাকা জরুরি। মন বা বিবেক যদি উন্নত না হয় সমাজও উন্নত হয় না। মানুষের স্নেহ-মমতার চাহিদাসহ আধ্যাত্মিক ও অন্য অনেক চাহিদা মেটানো পরিবারের মাধ্যমেই সম্ভব হয়। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান 'সুন্দর জীবন' অত্যন্ত ভালো লাগছে। অনুষ্ঠানটি শুনে নিজেকে নতুন ভাবে চেনার ও জানার রসদ পাচ্ছি। বাস্তবসম্মত ও আকর্ষণীয় আলোচনাভিত্তিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।"

গাজী আবদুর রশীদ: সুন্দর জীবন অনুষ্ঠানটি সম্পর্কে সুন্দর সুন্দর কিছু কথা লিখার জন্য হাফিজুর রহমান ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে। আর পাঠিয়েছেন মোখলেছুর রহমান। এ শ্রোতা ভাই অবশ্য প্রতিদিনই একটি করে মেইল পাঠাচ্ছেন।

১৪ অক্টোবর প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, প্রতিদিনের মত আজকেও (১৪ অক্টোবর) আমি আপনাদের প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা; নাসির ভাইয়ের পরিবেশিত বিশ্ব সংবাদ; সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে হামাসের উপর সোহেল ভাইয়ের পর্যালোচনা এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ঢাকা থেকে বাদশা রহমানের পাঠানো রিপোর্টটি ভালো লেগেছে। এছাড়া, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটির প্রশংসা করেছেন তিনি। তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয় ও সময়োপযোগী অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মীকে অভিনন্দন জানিয়েছেন মোখলেছ ভাই।

আকতার জাহান: বিভিন্ন বিষয়ে নিয়মিত চিঠি লিখায় মোখলেছুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। ফিলিস্তিনের অসহায় মানুষদের নিয়ে গানটি লিখেছেন এবং সুর করেছেন মিলটন খন্দকার। আর গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। 

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনার গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

ট্যাগ