ডিসেম্বর ০৫, ২০২৩ ১১:৫৯ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম রেজা (আ.) বলেছেন: 'নিশ্চয়ই নীরবতা হলো প্রজ্ঞার দরজাগুলোর মধ্যে একটি দরজা; নিশ্চয়ই নীরবতা ভালোবাসা অর্জন করায় এবং নিশ্চয়ই এটি সব ভালোর দিকে পথপ্রদর্শক।'

আকতার জাহান: নীরবতা পালনের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরান বড় শয়তান ও তার পোষ্যপুত্র যুদ্ধবাজ ইসরাইলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে গাজা ভূখণ্ডে দখলদার ইহুদিবাদী ইসরাইলি দানব বাহিনীর বর্বারোচিত ভয়ংকর হামলার চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশ্বের এমন কোনো দেশ নেই- অসহায় নিরীহ ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে না! গোটা বিশ্বের মানুষ জায়নবাদী ইসরাইলি আগ্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। এতেই প্রমাণিত হয় যে, যুদ্ধবাজ ইসরাইলের দিন ঘনিয়ে এসেছে।"

গাজী আবদুর রশীদ: ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা সম্পর্কে রেডিও তেহরানের ভূমিকার বিষয়ে মতামত জানানোয় মোখলেছ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ইসরাইলের ধ্বংস যে অনিবার্য এতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন সাতটি মেইল। এসব মেইলে তিনি হযরত যাইনাব (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, চিঠিপত্রের আসর প্রিয়জন, দর্পন, স্বাস্থ্যকথা, ঘটনার নেপথ্যে এবং রংধনু আসর সম্পর্কে মতামত জানিয়েছেন।

আশরাফুর রহমান: একটি মেইলে এ শ্রোতাবোন ইরানের রেলপথ সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরানে মোট কত কিলোমিটার রেলপথ আছে? এসব রেলপথে মোট কতটি স্টেশন রয়েছে? আর রেলপথে বছরে ইরানের কতজন যাত্রী যাতায়াত করেন?   

আকতার জাহান: ইরানে রেলপথের আয়তন ১৫ হাজার ৩৭ কিলোমিটার। আর স্টেশন সংখ্যা ৪৯৭টি। প্রতিবছর গড়ে প্রায় ৩ কোটি মানুষ রেলপথে যাতায়াত করে বলে সরকারি এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

গাজী আবদুর রশীদ: বোন শরিফা আক্তার পান্না, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি কৌতুহল মিটেছে।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার প্রদীপ ভাঙ্গা থেকে। আর পাঠিয়েছেন এম সোহরাব হোসেন

তিনি লিখেছেন, "যে গণমাধ্যমটি এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না, তার নাম রেডিও তেহরান। ফিলিস্তিনের হামাসের সাথে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের খবর তার জ্বলন্ত প্রমাণ। ফিলিস্তিনির জয় হবেই ইনশাআল্লাহ।"

আশরাফুর রহমান: ভাই সোহরাব হোসেন, ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের সংবাদের প্রশংসা করে ইমেইল পাঠানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

আকতার জাহান: বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার হাজরাডাঙ্গা থেকে ধুমধাড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দিপক চক্রবর্তী পাঠিয়েছেন এবারের মেইলটি।

রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, প্রিয়জন একটি জনপ্রিয় ও ভালো লাগার অনুষ্ঠান। কিন্ত প্রিয়জন থেকে কোন দিন কুইজ বিজয়ী হতে পারলাম না। তাহলে কী আমরা কুইজ বিজয়ী হতে পারবো না? আর অনুষ্ঠানগুলো সরাসরি ফেসবুকে লাইভ প্রচার করা যায় কিনা না?

গাজী আবদুর রশীদ: ভাই দিপক চক্রবর্তী, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, প্রিয়জন থেকে কখনো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। আর রেডিও তেহরান থেকেও কোনো কুইজ প্রতিযোগিতা চলছে না। বর্তমানে আইআরআইবি’র বিভিন্ন ফ্যান ক্লাব কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। আপনি সেগুলোতে অংশ নিন, ভাগ্যে থাকলে বিজয়ীও হতে পারবেন আশা করি।

আশরাফুর রহমান: আরেকটা কথা, আমাদের সান্ধ্য অধিবেশন প্রতিদিনই ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইট থেকে সরাসরি প্রচার করা হয়। এছাড়া শর্টওয়েভেও শোনা যায়। আশা করি এখন থেকে নিয়মিত শুনবেন। তো ভাই দিপক চক্রবর্তী, চিঠি লিখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সদস্য ও ক্রীড়া সাংবাদিক রাশেদ আহমেদ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান যাত্রা শুরু করার পর থেকে এ অঞ্চলের মানুষের জীবন মানোন্নয়ন, দেশের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরাসহ সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে আসছে। তথ্যসমৃদ্ধ বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় একনিষ্ঠভাবে নিরন্তর সেবা পৌঁছে দিচ্ছে এ বেতারটি। শুধু তাই নয়, যুগের চাহিদা মেটাতে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠান ইন্টারনেটে দেশের পাশাপাশি বহির্বিশ্বের শ্রোতার কাছেও পৌঁছে যায়। জনমানুষের কাছে নানা তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও এ শ্রোতাবন্ধু মন্তব্য করেছেন।   

আকতার জাহান: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই রাশেদ আহমেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "ইমাম মাহদি (আ.)-এর আগমন সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সম্পর্কে ২৬ শে নভেম্বর প্রচারিত শেষ ত্রাণকর্তা অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, ইমাম মাহদি (আ.) মানুষের দুখ-কষ্ট লাঘবের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন। তার  আগমন নিয়ে খ্রিস্ট্র ও ইসলামের মধ্যে মিল ও অমিল নিয়েও অনেক কথা জানা গেল। সুন্দর অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ।"

গাজী আবদুর রশীদ: শেষ ত্রাণকর্তা অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে ইমেইল পাঠানোর জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশি এক শ্রোতাভাইয়ের সঙ্গে।

আল মামুন সজীব, কিশোরগঞ্জ

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ২৪ নভেম্বর রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত পুরো আয়োজন শুনেছি, খুব ভালো লেগেছে। বিশ্ব সংবাদ থেকে ভারতসহ নানান দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি।"  

এরপর হিরামন ভাই একটি সুখবর দিয়ে লিখেছেন, "গত ৪ অক্টোবর তারিখে  শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার সহধর্মিনীর নাম রেহেনা খাতুন। আমাদের দুজনের জন্য দোয়া করবেন।"

আকতার জাহান: ভাই হিরামন সেখ ও বোন রেহেনা খাতুন আপনাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করছি। আর তথ্যটি শেয়ার করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।

গাজী আবদুর রশীদ: ঢাকা সেনানিবাস থেকে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন পরের মেইলটি।

ভালোবাসার উষ্ণ পরশে লালিত বাসার বারান্দায় ফুটে থাকা এ্যারোমেটিক জুঁই ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, গত ২১ নভেম্বর দৃষ্টিপাতের পর উপস্থাপকের কণ্ঠে ভেসে এল- এখন শুরু হচ্ছে চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। ঘোষণাটি শুনে অনেক খুশি হয়েছিলাম কারণে সেদিন সোমবার ছিল না। ঘোষণার পরপর শুরু হলো মঙ্গলবারের আরেক প্রিয় আয়োজন 'দর্পন'। দর্পন শেষে আবার সেই প্রিয় কণ্ঠেই দুঃখ প্রকাশ করে ঘোষণা এলো 'ভুল করে প্রিয়জনের ঘোষণা দেয়ার জন্য দুঃখ প্রকাশ করছি'!!

আশরাফুর রহমান: একই প্রসঙ্গে হৃদয় ভাই আরও লিখেছেন, "আহা- ভুল ঘোষণাটা যদি সত্যি হতো কী যে ভালো হতো!!  তবে আমরাও অপেক্ষায় থাকলাম সেই ভুল যেন ফুল হয়ে সত্যি সত্যিই একদিন ফোঁটে৷ এখন তো শ্রোতাবন্ধুদের মেইলের বেশ ভীড় লক্ষ্য করা যায়তাহলে ভাবুন না সপ্তাহান্তে আরেক দিনের জন্য 'প্রিয়জন' আসুক আমাদের মাঝে৷ আমরা সাদরে গ্রহণ করার প্রতীক্ষায় রইলাম।"

আকতার জাহান: ভাই সোহেল রানা হৃদয়, প্রিয়জন অনুষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের মুগ্ধ করে। তবে এই মুহূর্তে সপ্তাহে দুদিন অনুষ্ঠানটি প্রকাশ করা সম্ভব নয় ভাই। ভবিষ্যতে অনুষ্ঠানের সময়সীমা বাড়লে শ্রোতাদের আগ্রহের বিষয়টি নিশ্চয়ই মনে রাখব ভাই। তো ইমেইলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান  নাগেরপাড়া থেকে। আর পাঠিয়েছেন তপতী সরকার।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান থেকে প্রচারিত আমার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন, স্বাস্থ্যকথা, অমর মনীষী আল ফারাবী রংধনু, গল্প ও প্রবাদের গল্প, সুন্দর জীবন, সোনালী সময়, আলাপন প্রভৃতি। বর্তমানে নতুন দুটি ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছে, প্রথমটি- ঘটনার নেপথ্যে, পরেরটি শেষ ত্রাণকর্তা। তন্মধ্যে ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি বেশ আকর্ষণীয়।"

গাজী আবদুর রশীদ: বোন তপতী সরকার, আপনার ভালোলাগার অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় ফুরিয়ে এসেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে ফিলিস্তিন বিষয়ক একটি গান। 'সালাম' শিরোনামে গানটির কথা, সুর ও শিল্পী লিটন হাফিজ চৌধুরী। ১১ নভেম্বরে ওআইসি'র শীর্ষ সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি গাজার শিশুদের উদ্দেশ্যে আবেগঘন সালাম পাঠ করে বলেছিলেন, "সেই শিশুদের ওপর সালাম, যারা গাজার বিধ্বস্ত স্থানের পাশে কুরআনের কাছে আশ্রয় গ্রহণ করেছে এবং কুরআন তেলাওয়াত করছে।" এই বক্তব্যটি শোনার পর গানটি লিখেছেন ভাই লিটন হাফিজ চৌধুরী। গানটিতে সুরারোপের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনিই।

আশরাফুর রহমান: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

ট্যাগ