ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৭:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি : ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা-ডেইলি স্টার বাংলা
  • ৯ ছাত্রীর চুলকাটার ঘটনায় শিক্ষিকা বরখাস্ত-যুগান্তর
  • ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক
  • ড. ইউনূসের ঘটনায় ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ-প্রথম আলো
  • পাবনায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ, গর্ভের সন্তানের মৃত্যু- মানবজমিন 

কোলকাতার শিরোনাম:

  • ৬ বিধায়কের পদ খারিজ, সুতোয় ঝুলছে কংগ্রেস সরকার, হিমাচলে মহানাটক-সংবাদ প্রতিদিন
  • শাহজাহানের ১০ দিনের পুলিশ হেপাজত-গণশক্তি
  • গ্রেফতার হতেই শাহজাহান সাসপেন্ড ছ’বছরের জন্য-আনন্দবাজার পত্রিকা
  • শেখ শাহজাহানের প্রতি কোনও সমবেদনা নেই: প্রধান বিচারপতি শিবজ্ঞানম-আজকাল
  • শেখ শাহজাহানের গ্রেফতারি, বিজেপির মন্তব্য ‘সব নাটক, সাজানো স্ক্রিপ্ট’-পুবের কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পুলিশের ওপর আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী। এটা দৈনিক মানবজমিনের শিরোনাম । কী বলবেন আপনি?

২. রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেয়া সম্ভব হবে না- একথা বলেছেন ইসরাইলের সাবেক পধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক ড. ইউনূসের ঘটনায় ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ-প্রথম আলো

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?  

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি বলতে চাইছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তাঁর পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনে করি, আজ আমরা যে উন্নয়নকাজ করছি, সেখানে তাঁর কাজ বিশেষ ভূমিকা রাখছে।’

একই সাংবাদিক অপর এক প্রশ্নে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তাই আপনি কি অন্য বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন?  

মুখপাত্র ডুজারিক বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে যাঁরা আটক হয়ে থাকতে পারেন, তাঁদের সবাইকে মুক্তি দেওয়া আহ্বান আমরা জানিয়ে যাব।’

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি: ওবায়দুল কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি। দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনা ছাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সূচনা লগ্ন থেকেই বিএনপি অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র ও সুশাঃসনের কথা বেমানান।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলাটা ভূতের মুখে রামনাম ছাড়া কিছু নয়।

৯ ছাত্রীর চুলকাটার ঘটনায় শিক্ষিকা বরখাস্ত-যুগান্তর

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ৯ ছাত্রীর চুল কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এ প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। এ ঘটনায় মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

হিজাব পরে না আসার কারণে সপ্তম শ্রেণির ছাত্রী মাইসা জাহান, তানজিলা আক্তার, আনীল আক্তার, তাসফিয়া, মাহাদিয়া, সুমাইয়া ও ইফার চুল কেটে নেওয়া হয়। বুধবার সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, যেসব ছাত্রীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটি বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই শিক্ষিকাকে সাময়িকভাবে দরখাস্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং শিক্ষা মন্ত্রণালয়-পরবর্তী ব্যবস্থা নেবে।

পাবনায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ, গর্ভের সন্তানের মৃত্যু-মানবজমিন

পাবনার আমিনপুরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভে মারা গেছে ধর্ষিতার গর্ভের সন্তান। ৫ দিন আগে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং নানা চাপে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা। বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। গত ২৩শে ফেব্রুয়ারি রাতে আমিনপুরের সাগরকান্দি ইউনিয়নের চর কেষ্টপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- চর কেষ্টপুরের মাজেদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক (২৩), একই এলাকার মো. শরীফ (২৪), আনিছ সরদারের ছেলে রাজীব সরদার (২১), তালেব মণ্ডলের ছেলে রুহুল মণ্ডল (২৬), শফিক সরদারের ছেলে লালন সরদার (২০) ও  মো. শামসুলের ছেলে সিরাজুল (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই রাতে চর কেষ্টপুরের কাদেরিয়া তরিকাপন্থিদের একটি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। মাহফিলের ডেকোরেশনের কাজ করছিলেন ভুক্তভোগী নারীর স্বামী। ওয়াজ শুনতে এবং টাকার প্রয়োজনে রাতে তার স্বামীর কাছে যান তিনি। ওয়াজ শুনে স্বামীসহ রাত ১২টার দিকে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করে অভিযুক্ত ৬ যুবক।

একপর্যায়ে স্বামীকে জিম্মি করে আটকে রাখে। পরে ওই নারীকে ভুট্টাক্ষেতে নিয়ে অভিযুক্তদের দুইজন পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারীর স্বামী তাদের কাছ থেকে ছুটে স্থানীয় লোকজনকে বললে তারা দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের একজনকে আটক করে গণধোলাই দেয়। বাকিরা পালিয়ে যায়। এসময় ধর্ষিত নারীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লিটন মণ্ডল, রাজ্জাক মণ্ডল, নিফাস মণ্ডল ও শহিদ মণ্ডল বলেন, ‘আমাদের ওয়াজ মাহফিল চলা অবস্থায় রাত ১টার  দিকে ওই ছেলে ছুটে এসে বললো- কিছু ছেলে তাকে মারধর করে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। একথা শোনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা গিয়ে একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। আর মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন কাদেরীর কাছে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়। 

ভুক্তভোগী নারী বলেন, ‘আমরা আমাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তারা মাঠের মধ্যে পথ আটকায়। আমাদের বলে তোরা স্বামী-স্ত্রী কিনা। আমরা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও তারা কর্ণপাত করেনি। ফোনে আমাদের বাবা-মায়ের সঙ্গে কথা বললেও ওরা শোনেনি। একপর্যায়ে আমার স্বামীকে ব্যাপক মারধর করে এবং অস্ত্র আর ব্লেডের মুখে জিম্মি করে আমাকে মাঠের মধ্যে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় আমার স্বামী ছুটে গিয়ে পাশের লোকজন ডেকে আনলে একজনকে আটক করা হয়।’ ভুক্তভোগী নারীর স্বামী মামলার বাদী বলেন, ‘আমার স্ত্রী ৩ মাসের গর্ভবতী ছিলেন। গর্ভের সন্তান মারা গেছে। মামলা হলেও আমাদের এখনো কোনো কাগজপত্র দেয়া হয়নি। থানায় গেলে কিছু পুলিশ সদস্য নানান কথা বলেন। আর যারা ধর্ষণ করেছে তাদের পক্ষ থেকেও নানা হুমকি ও চাপ আসছে। বলছে এ ঘটনায় কিছুই হবে না, তোমাদেরই বিপদ হবে তাই মীমাংসা করো। আমরা ধর্ষণ এবং আমাদের সন্তান হত্যার বিচার চাই।’

অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী। তিনি বলেন, ‘অভিযুক্তরা প্রকাশ্যে দিবালোকে ঘুরছে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। এটা নিয়ে প্রশাসনের তেমন তোড়জোড় আছে বলে তেমনটা মনে হচ্ছে না।  আমরা এরকম একটা ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।’ তবে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে দাবি করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তার দাবি- ‘অভিযুক্তরা সবাই পলাতক আছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারের বিষয়ে পুলিশি গাফিলতার বিষয়টি মিথা। আমরা চেষ্টা করছি গ্রেপ্তারের। ধর্ষণের ঘটনা মীমাংসা হয় না, বাদীকে হুমকি-ধামকির বিষয়টিও খতিয়ে দেখা হবে। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সন্দেশখালি কাণ্ডে ৫৫ দিন পর শাহজাহান গ্রেপ্তার হয়েছেন। তারপর কি কি ঘটেছে সে সম্পর্কে ভারতের প্রায় সব বাংলা দৈনিকে বিশেষ খবর পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম-গ্রেফতার হতেই শাহজাহান সাসপেন্ড ছ’বছরের জন্য। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সন্দেশখালির নেতা শাহজাহান শেখকে ছ’বছরের জন্য সাসপেন্ড করল শাসকদল তৃণমূল। দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

আজকালের খবরে লেখা হয়েছে,শেখ শাহজাহানের প্রতি কোনও সমবেদনা নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি বলেন, তার বিরুদ্ধে ৪৩ টি মামলা রয়েছে। ইডির উপর হামলার ৫৫ দিন পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান খানে প্রসঙ্গে একপর্যায়ে কোলকাতা হাইকোর্টে যাওয়া হলে তিনি ঐ মন্তব্য করেন। এর আগে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে পেশ করার পর তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।তারপরই শাহজাহানের আইনজীবী কোলাকাতা হাইকোটে যান।

আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের মামলা সিআইডির হাতে দেওয়া হয়েছে। তারাই এই সংক্রান্ত সমস্ত অভিযোগের তদন্ত করতে চলেছে বলে পুলিশ সূত্রে খবর।

হিমাচলে মহানাটক

৬ বিধায়কের পদ খারিজ, সুতোয় ঝুলছে কংগ্রেস সরকার, হিমাচলে মহানাটক-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) নাটকে ফের নয়া মোড়। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা থেকে বহিষ্কার করা হল ৬ কংগ্রেস বিধায়ককে। এই ৬ বিধায়কের বিরুদ্ধেই ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল।

মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক ক্রসভোটিং হয়। সেখানে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৬জন কংগ্রেস (Congress) বিধায়ক। বুধবারই তাঁদের বিজেপিশাসিত হরিয়ানায় সরিয়ে নিয়ে যায় গেরুয়া শিবিরের নেতৃত্ব। জল্পনা শুরু হয়েছে, হিমাচলেও কি শুরু হচ্ছে অপারেশন লোটাস? 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৯

ট্যাগ