ফার্সি ভাষায় কেশওয়ার كشور মানে দেশ (১০৭তম পর্ব)
পাঠক ! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। ফার্সী ভাষা শেখার অনুষ্ঠান ফার্সী ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি।
আপনাদের নিশ্চয়ই মনে আছে মুহাম্মাদ এবং তার বন্ধু রমিন তেহরান বাজারের মসজিদে ঢোকে। তারা কোরআনের তাজহিব এবং অলঙ্করণ শিল্প নিয়েও কথা বলে। মুহাম্মাদ মসজিদের ভেতরকার সুন্দর মিম্বারের দিকে যায়। মসজিদের মিম্বারটা সিঁড়িযুক্ত কাঠের বড়ো একটি চেয়ার। ইমাম কিংবা খতিব সেখানে বসেন এবং ধর্র্মীয় বিভিন্ন বিষয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ইরানের মসজিদের মিম্বারগুলো সাধারণত কাঠের ওপর খোদাই করা নকশা এবং কাঠের টুকরো বসানো নকশার মতো বিভিন্ন রকম শিল্পের কারুকাজ করা। যাই হোক প্রথমে চলুন নতুন শব্দগুলোর সাথে পরিচিত হই।
منبر - مسجد - مساجد - ظريف ظريف تر - زيبا - زيبا تر - كشور - كشورها - ديگر - تزيين - جالب - هنر - آنها مي گويند - منبت - منبت كاري - چوب - كنده كاري - كنده كاري مي كنيم - قدیمی - فسا - فارس - پنج هزار - پنج هزار ساله - وجود دارد - درب - معرق ما مي گوئيم - وسيله - وسایل - چوبی - مربوط به - تفاوت - تفاوتها - قطعه - کنده کاری - آنها چسبیده اند - اانگار - بزرگ - كوچك - چسبانده اند - آنها مي چسبانند - آنها مي برند - تکه - رنگی - اصلی - متنوع - رنگ - زيبا
মিম্বার , মসজিদ , মসজিদগুলো , সুদর্শন , সুদর্শনতরো , সুন্দর , সুন্দরতরো , দেশ , দেশগুলো , অপর , সাজসজ্জা , আকর্ষণীয় , শিল্প , তারা বলে , কাঠের ওপর খোদাইকৃত নকশা , কাঠের ওপর খোদাইয়ের কাজ , কাঠ , খোদাইকর্ম , আমরা খোদাই কাজ করি , পুরোণো , এটি একটি শহরের নাম , ফার্স হলো পারস্য,এটি ইরানের একটি প্রদেশের নাম , পাঁচ হাজার , পাঁচ হাজার বছর , আছে , দরোজা , আমরা বলি কাঠের টুকরো বসানো নকশার কাজ , উপকরণ বা যানবাহন , উপকরণ বা যানবাহনগুলো , কাঠের , সম্পর্কিত , পার্থক্য , পার্থক্যগুলো , টুকরো , তারা লাগিয়েছে , ধরে নেওয়া , বড়ো , ছোট , লাগানো হয়েছে (সাধারণত আঠা দিয়ে লাগানোকে বোঝায় ) , তারা লাগায় , তারা কাটে , টুকরো , রঙিন , আসল , বিচিত্র , রঙ ।

শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন কাঠ খোদাই এবং কাঠের টুকরোর শিল্পকর্ম নিয়ে রমিন এবং মুহাম্মাদের কথোপকথন শুনি।
محمد - رامین ! منبر مساجد ایران ظریف تر و زیباتر از منبر در کشورهای دیگر است . این منبر تزیین جالبی دارد ! به این هنر چه مي گويند ؟ رامین - به اين هنر منبت کاری مي گوييم . یعنی روی چوب کنده کاری می کنیم . محمد - منبت هم یک هنر قدیمی ایران است ؟ رامین - بله . در شهر فسا در فارس ، منبت كاري پنج هزار ساله وجود دارد .محمد - درب این مسجد هم منبت كاري شده است ؟ رامین - نه . به این هنر معرق می گوییم . معرق هم هنري مربوط به وسایل چوبی است . محمد - منبت و معرق چه تفاوتی دارند ؟ رامین - منبت ، کنده کاری روی یک قطعه چوب بزرگ است . محمد - ولی انگار در معرق این چوبهای کوچک را به هم چسبانده اند . رامین - بله . تکه چوبهای رنگی کوچک را می برند و روی چوب اصلی می چسبانند . محمد - رنگ این چوبها هم متنوع و زيبا است .
মুহাম্মাদঃ রমিন! ইরানের মসজিদগুলোর মিম্বার অন্যান্য দেশের মিম্বারের চেয়ে বেশি সুন্দর। এই মিম্বারে আকর্ষণীয় কিছু নকশা আছে। এই শিল্পটাকে কী বলে? রমিনঃ এই শিল্পটাকে আমরা মুনাব্বাত কর্ম বলি। অর্থাৎ কাঠের ওপর খোদাইকর্ম করি।মুহাম্মাদঃ খোদাইকর্মও কি ইরানের একটা প্রাচীন শিল্প ?রমিনঃ হ্যাঁ। ফার্সের ফাসা শহরে পাঁচ হাজার বছরের খোদাইকর্মের নিদর্শন রয়েছে। মুহাম্মাদঃ এই মসজিদের দরোজায়ও কি খোদাইকর্ম করা হয়েছে? রমিনঃ না! এই শিল্পটাকে আমরা মোয়াররাক বলি। মোয়াররাকও কাঠের উপকরণের সাথে সংশ্লিষ্ট একটা শিল্প।মুহাম্মাদঃ মুনাব্বাত এবং মুয়াররাকের মধ্যে তফাতটা কী? রমিনঃ মুনাব্বাত হলো বড়ো এক টুকরো কাঠের ওপর খোদাই কর্ম।মুহাম্মাদঃ কিন্তু মনে হয় মুয়াররাকে ছোট্ট কাঠগুলোকে আঠা দিয়ে লাগিয়েছে। রমিনঃ হ্যাঁ! ছোট্ট রঙিন কাঠের টুকরো কেটে মূল কাঠের ওপর আঠা দিয়ে লাগানো হয়।মুহাম্মাদঃ এই কাঠগুলোর রঙও বিচিত্র এবং সুন্দর।
মুনাব্বাত হলো বড়ো কাঠের টুকরোর ওপর খোদাই করা শিল্প। খোদাই করে ফুল পাখিসহ আরো বিচিত্র নকশা করা হয়। তবে মুয়াররাক শিল্পটা এর চেয়ে খানিকটা ভিন্ন। এতে বিচিত্র গাছের কাঠ তো বটেই,সেইসাথে হাতির দাঁত,হাড্ডি এবং ঝিনুকও ব্যবহৃত হয়। মুয়াররাককর্ম ইরানের অন্যতম একটি চারুশিল্প। মসজিদের দরোজায়, মিম্বারে,প্রাসাদে,কাঠের সিন্দুকে বা এ ধরনের বিভিন্ন জিনিসের ওপর এই চারুশিল্পের কাজ করা হয়। সর্বোপরি ইরান হলো শিল্পের দেশ। ইরানে সকল কিছুতেই শিল্পের ছোঁয়া আছে। এখানকার মাযার এবং মসজিদের মতো ধর্মীয় স্থাপনাগুলো দেখলেই তা বোঝা যাবে। পাঠক ! আজ এ পর্যন্তই। আগামী আসরে আবারো কথা হবে। তখনো আপনাদের উপস্থিতি কামনা করছি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন