অক্টোবর ১৮, ২০১৮ ২০:০২ Asia/Dhaka

পাঠক ! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। ফার্সী ভাষা শেখার অনুষ্ঠান ফার্সী ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানচ্ছি।

আজকের আসরে আমরা ইরানের ঐতিহ্যবাহী আরেকটি হস্তশিল্পের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই শিল্পটির নাম হলো খতাম করি। মণিমুক্তা বা কাঁচ-পাথর ইত্যাদি খচিত শিল্প এটি। কাঠ,হাতির দাঁত,হাড্ডি, ঝিনুক ইত্যাদি বিচিত্র জিনিসকে কাজে লাগিয়ে এই শিল্পটি তৈরী করেন খতাম-শিল্পীরা। জ্যামিতিক ফর্মে এই সূক্ষ্ম কারুকাজগুলো করে থাকেন তাঁরা। বিচিত্র কৌণিক ছোট্ট ছোট্ট এই টুকরোগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে শিল্পীরা আঠা দিয়ে লাগান। তারপর চমৎকার করে পলিশ করেন। তাদের সূক্ষ্ম পলিশের কারণে টুকরোগুলোকে আর আলাদা আলাদা মনে হয় না। যাই হোক চলুন,আজকের আসরে ব্যবহৃত শব্দগুলোর সাথে পরিচিতি হওয়া যাক।

 

ديروز - مسجد بازار - هنر - منبت - معرق - من آشنا شدم - صنايع دستي - چوبي - آنها هستند - بسيار - ظريف - زيبا - درست است - ولي - ظريفتر - ما داريم - اسم - خاتم كاري - هنرمند - ايراني - چوب - چوبها - کوچک - چند ضلعي - او مي چسباند - مثل - مثلث - كنار هم - آنها قرار مي گيرند - همه - سطح - آنها مي پوشانند - چه جاهايي - آن به کار مي رود - صندوقچه - قلمدان - چيزهاي ديگر - ساختمان - مجلس - ملي - پوشيده از - واقعا" - اين طور نيست ؟ - او است - او بايد باشد - ضمنا" - سالن - بنا - ديوار - سقف - ساير - وسايل - زيبا

 

গতকাল / বাজার মসজিদ / শিল্প / কাঠের ওপর খোদাইকৃত শিল্প / কাঠের টুকরোকে আঠা দিয়ে লাগানো শিল্প / আমি পরিচিত হয়েছি / হস্তশিল্প / কাঠের / তারা আছে / অনেক / সূক্ষ্ম / চমৎকার / ঠিক আছে / কিন্তু / সূক্ষ্মতর / আমাদের আছে / নাম / মণি-মুক্তা বা কাঁচ-পাথর খচিত শিল্প / শিল্পী / ইরানী / কাঠ / কাঠগুলো / ছোট / কয়েক বাহু বিশিষ্ট / সে আঠা দিয়ে লাগায় / মতো / ত্রিভুজ / পাশে/ ...... / সকল / স্তর / তারা ঢেকে দেয় / কী সুন্দর জায়গা / তা করা হয় / ছোট বাক্স / কলম রাখার পাত্র / অন্য জিনিসগুলো / ভবন / আসর / জাতীয় / আবৃত / সত্যিই / তাই না? / সে / তার থাকা উচিত / প্রসঙ্গত / হল রুম / স্থাপনা / প্রাচীর / ছাদ / অবশিষ্ট / উপকরণ/ সুন্দর।

পাঠক ! এবার চলুন দেখা যাক মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ কী করছে। হ্যাঁ! মুহাম্মাদ সাঈদকে বলছে সে বাজার মসজিদে মুনাব্বাত এবং মুয়াররাক শিল্পের সাথে পরিচিত হয়েছে। তারপর তারা খতাম শিল্প নিয়ে কথাবার্তা বলতে থাকে।

মুহাম্মাদ : গতকাল বাজার মসজিদে মুনাব্বাত এবং মুয়াররাক শিল্পের সাথে পরিচিত হলাম।সাঈদ : মুনাব্বাত এবং মুয়াররাক হলো কাঠের তৈরী ইরানের হস্তশিল্প।মুহাম্মাদ : এগুলো বেশ সূক্ষ্ম ও চমৎকার।সাঈদ : হ্যাঁ ! তবে মুনাব্বাত এবং মুয়াররাক থেকে আরো সূক্ষ্মতরো শিল্পও আছে।মুহাম্মাদ : কী নাম সেই শিল্পের ?সাঈদ : খতাম ক'রি শিল্প। ইরানী শিল্পীরা খুব ছোট্ট ছোট্ট বহুকৌণিক কাঠের টুকরোকে আঠা দিয়ে লাগিয়ে এই শিল্পটি তৈরী করে।মুহাম্মাদ : মুয়াররাক শিল্পের মতো?সাঈদ : না। খতাম ক'রিতে খুব ছোট্ট ত্রিভুজাকৃতির কাঠের টুকরোকে পাশাপাশি লাগিয়ে পুরো ক্যানভাসটাই ঢেকে দেওয়া হয়।মুহাম্মাদ : এই সূক্ষ্ম শিল্পটার কাজ কীসে কীসে করা হয়?সাঈদ : ছোটো বাক্সে,কলমদানীতে এবং এরকম অন্যান্য জিনিসের ওপর। ইরানের জাতীয় সংসদ ভবন খতাম ক'রিতে আবৃত।মুহাম্মাদ : সত্যিই ? এই ভবন তো বড়ো হবার কথা,তাই না?সাঈদ : হ্যাঁ! প্রসঙ্গত,এই স্থাপনাটির হলঘরের দেয়াল,ছাদ এবং অন্যান্য উপকরণের খতাম ক'রিগুলো বেশ সুন্দর।

খতাম ক'রি চিত্ত্বাকর্ষক একটি শিল্প। ইরানে সূক্ষ্ম এই শিল্পটির ঐতিহ্য বেশ প্রাচীন। উদাহরণ স্বরূপ বলা যায়, ইস্ফাহানের আতিক জামে মসজিদের মিম্বারে যে খতামক'রির নিদর্শন দেখা যায়,সেগুলো সহস্রাধিক বছর আগের। এই মসজিদের মূল গেইটের ছাদে খতাম ক'রির কাজটিও ৬শ' বছর আগের। রঙের বৈচিত্র্য,ঝিনুক,হাতির দাঁত,হাড় ইত্যাদি সহযোগে খতামক'রি শিল্প আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ভালো খতামক'রি হলো যাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরো নক্সা করা হয়। ইরানে খতামক'রির জন্যে বিখ্যাত শহরগুলো হলো তেহরান,ইস্ফাহান এবং শিরায। অবশ্য তেহরানে এই শিল্পের সাথে যারা জড়িত তারা মূলত শিরায এবং ইস্ফাহানেরই অধিবাসী।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/  ১৮

 খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন