মে ০৯, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka

পাঠক ! আপনাদের নিশ্চয় মনে আছে মুহম্মদ ডঃ কারিমির ক্লাসে বিখ্যাত দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনার সম্পর্কে জানতে পেরেছিল । আজকের ক্লাসেও ডঃ কারিমি ইরানের একজন বিজ্ঞ পন্ডিত ব্যাক্তি সর্ম্পকে আলোচনা করবেন ।

আজকে আলোচনা হবে খাজা নাসির উদ্দিন তুসীকে নিয়ে, যিনি ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ ,ফকীহ , বক্তা ও রাজনীতিবিদ । তিনি তার পিতা ও সমকালিন পন্ডিত ব্যাক্তিদের কাছ থেকে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে অধ্যয়ণ করেন এবং নিশাবুর থেকে তার শিক্ষা সম্পন্ন করেন । হালকু খান এই প্রতিভাবান ও জনপ্রিয় ব্যক্তিকে মন্ত্রী মনোনীত করেন । তিনি অনেক বই লিখেছেন , যা থেকে তার প্রতিভা ও পান্ডিত্যের পরিচয় পাওয়া যায় । আসুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেয়া যাক ।  

خواجه نصیرالدین طوسی - فقیه - فقها- اسلامي - قرن - سیزدهم - به عنوان - دانشمند - ریاضي دان - ما مي شناسیم - درست -شما می گویید - فیلسوق - بزرگ - استاد - مدفن - کاظمین -عرق - اهل - اهل کجا ؟ - گفته اند - او بوده است - طوس - بطور مسلم - خراسان - کارهاي مهم - او انجام داده است - مرغه - رصد خانه - او بنا کرد - کتابخانه - او داشت - او داشته است - چهل هزار - کتاب - آن بوده است - حتماً -شاگرد - زیادي - دانشمند - دانسمندان -قطب الدین شیرزي - آنها بوده اند - در دست است - علمي - اسلامي - فلسفي -شغل -کارهاي علمي - او انجام مي داد -وزیر -هلا کوخان

ইরানের একজন বিশিষ্ট জ্ঞানী , ধর্মীয় ও রাজনৈতিক ব্যাক্তির নাম / ধর্মীয় বিষযেয় অগাধ গ্যানের অধিকারী ব্যাক্তি / ধর্মীয় বিষযেয় অগাধ জ্ঞানের অধিকারী ব্যক্তিবর্গ / ইসলাম বিষয়ক / শতাব্দী / তেরতম / কোন কিছু হিসেবে / জ্ঞানী ব্যাক্তি/ গণিতবিদ / আমরা চিনি / সঠিক / আপনি বলেছেন / দার্শনিক / বড় / অধ্যাপক / কবরস্থান / ইরাকের একটি শহরের নাম / ইরাক / অধিবাসী / কোথাকার অধিবাসী / বলা হয় / নিকট অতীতে তিনি ছিলেন / ইরানের একটি শহরের নাম / নিশ্চিতভাবে / ইরানের একটি প্রদেশের নাম / গুরুত্বপূর্ণ কাজগুলো / তিনি সম্পাদিত করেছেন / ইরানের একটি শহরের নাম / জ্যোতির্বিদ্যা কেন্দ্র / তিনি তৈরী করেন / পাঠাগার / তার ছিল / নিকট অতীতে তার ছিল / চল্লিশ হাজার / বই / নিকট অতীতে সেটি ছিল / নিঃশ্চিত / ছাত্র / অনেক / জ্ঞানী / জ্ঞানীরা / একজন জ্ঞানী ব্যাক্তির নাম / নিকট অতীতে তারা ছিলেন / আমাদের কাছে আছে / জ্ঞান বিষয়ক / ইসলাম বিষয়বক / দর্শন বিষয়ক / পেশা / জ্ঞান সংক্রান্ত কাজ / তিনি সম্পাদিত করতেন / মন্ত্রী / একজন মোগল বাদশাহর নাম ।

নতুন শব্দগুলো ও তাদের অর্থ জেনে নেওয়া গেল, আসুন আমরা ক্লাসের আলোচনা শুনবো । তবে ফার্সিতে শোনার আগে যথারীতি একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি

استاد- خواجه نصیرالدین طوسي یکي از فقیهاي قرن سیزدهم میلدي است دانشجو -اما ما او را به عنوان دانشمند و ریاضي دان می شناسیم . استاد- درست مي گویید .او فیلسوف ، ریاضي دان و دانشمند بزرگي نیز بوده است .دانشخو - استاد ، مدفن خواجه نصیر در کاظمین عرق است . او اهل کجا بود ؟استاد- گفته اند او اهل طوس بوده است . به طور مسلم او اهل خراسان است .محمد - خواجه نصیرالدین طوسي چه کارهاي مهمي انجام داده است ؟استاد - او در شهر مرغه یک رصد خانه بنا کرد و کتاب خانه اي داشت که چهل هزار کتاب در آن بوده است .مهمد - پس حتماً شاگردان زیادي هم داشته است .استاد - بله . دانشمندان بزرگي مثل قطب الدین شیرازي ، شاگرد خواجه نصیرالدین طوسي بوده اند .مهمد - آیا کتابهایي از او در دست است ؟استاد - بل .ه کتابهاي علمي ، اسلامي و فلسفي زیادی از خواجه نصیر در دست است .مهمد - شغل خواجه نصیرالدین چه بوده است ؟استاد - او کار هاي علمي انجام مي داد و وزیر هلا کوخان نیز بوده است .

অধ্যাপক- খাজা নাসির উদ্দিন তুসী ১৩শ খৃষ্টাব্দের একজন ইসলামী ফকীহ্ ছিলেন ।ছাত্র - কিন্তু আমরা তাকে একজন জ্ঞানী ও গণিতবিদ হিসেবে চিনি। অধ্যাপক- সঠিক বলেছ , তিনি একজন দার্শনিক, গণিতবিদ ও জ্ঞানী ব্যক্তি ছিলেন ।ছাত্র- খাজা নাসির উদ্দিন তুসীর কবর ইরাকে কাজমাইনে অবস্থিত । তিনি কোথাকার অধিবাসী ?অধ্যাপক- বলা হয় তিনি তুসের অধিবাসী, তবে নিশ্চিতভাবে তিনি খোরাসানের অধিবাসী ।মুহাম্মদ- খাজা নাসির উদ্দিন তুসী উল্লেখযোগ্য কাজগুলি কি কি?অধ্যাপক- তিনি মারাগে একটি জ্যোতির্বিদ্যা কেন্দ্র তৈরী করেন এবং তার একটি পাঠাগার ছিল যার পুস্তক সংখ্যা ছিল ৪০ হাজার ।মুহাম্মদ- তাহলে অসংখ্য ছাত্রও ছিল ?অধ্যাপক- হ্যাঁ, কাতাব উদ্দিন শিরাজীর মত জ্ঞানী ব্যক্তি স্বয়ং খাজা নাসির উদ্দিন তুসীর ছাত্র ছিল ।মুহাম্মদ - তার বইগুলো কি এখনও আছে ?অধ্যাপক- হ্যাঁ,খাজা নাসির উদ্দিন তুসীর অনেক বিজ্ঞান, ধর্মীয় ও দর্শন সংক্রান্ত বই এখনো আছে ।মুহাম্মদ- খাজা নাসির উদ্দিন তুসী কি পেশায় নিয়োজিত ছিলেন ?অধ্যাপক- তিনি জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত কাজ করতেন এবং হালাকু খানের মন্ত্রীও ছিলেন।

পাঠক ! অধ্যাপক ও ছাত্রদের মধ্যে খাজা নাসির উদ্দিন তুসীকে নিয়ে অনেক প্রশ্নোত্তর হল । খাজা নাসির উদ্দিন তুসী লিখিত বেশিরভাগ বইই আরবী ভাষায় । তিনি ফার্সি ভাষায়ও ধর্মীয় বই লিখেছেন । তার বইগুলো আমদের জর্ন অমূল্য সম্পদ । ফার্সী ভাষায় তিনি লিখেছেন "আখলাকে নছেরিয়ে" । এটি মানুষকে সত্যিকার সৌভাগ্য লাভের পথ প্রদর্শণ করে। গণিত শাস্ত্রের বিশেষত ত্রিকোণমিতিতে খাজা নাসির উদ্দিন তুসীর অবদান অনস্বীকার্য । আরবী ভাষায় ইবনে সিনার "ইশারাত" গ্রন্থের ব্যাখ্যা তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ । তিনি শিয়া মাযহাব সংক্রান্ত বিভিন্ন বইও লিখেছেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/  ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ