জুলাই ২৩, ২০১৯ ১৫:৫৫ Asia/Dhaka

পাঠক! আপনাদের নিশ্চয় মনে আছে, গত আসরে মুহাম্মদ একজন লোরেস্তানী ছাত্রের সাথে পরিচিত হয় এবং তার মাধ্যমে লোরেস্তানের ভাষা ও ঐতিহ্য সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারে । সে মাসউদের সাথে আলাপ করে। দীর্ঘদেহী প্রফুল্ল এই তরুণের চেহারায় ঔদার্যের একটা ছাপ আছে।

 লোরেস্তানের আঞ্চলিক ভঙ্গিতে সে এতটাই আগ্রহ-উদ্দীপনার সাথে লোরেস্তানের বর্ণনা দিচ্ছে যে মনে হবে তার মনটা যেন লোরেস্তানেই পড়ে আছে সারাক্ষণ। মুহাম্মদের ইচেছ কাছ থেকে লোরেস্তানের মানুষ ও এর শহরগুলো দেখবে। মাসউদ খুররামাবাদ শহর এবং সেখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে মুহাম্মাদের সাথে কথা বলে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শণ যেমন প্রাচীন শিলালিপী,পাথরের পাত্র, ফালাকুল আফলাক দূর্গ ইত্যাদি নিয়ে কথা বলে। ফালাকুল আফলাক দূর্গ খুররামাবাদ এমনকি লোরেস্তানের প্রধাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খুররামাবাদ শহরের কেন্দ্রস্থলের একটি টিলায় ১৫০০ বছর পূর্বে নির্মিত এই দূর্গ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। যাই হোক আমরা বরং আজকের অনুষ্ঠানের নতুন শব্দ ও সেগুলোর অর্থের সাথে পরিচিত হবার চেষ্টা করি। তারপর মাসউদ ও মুহাম্মদের কথপোকথন শুনবো।

صحبت - آن پیداست - خرم آباد - شهر - قديمي - آثار - تاریخی - كدام - قلعه - فلک الافلاک - مربوط به - چه زمانی - پیش از - اسلام - دوره - ساسانی - آن ساخته شده است - بارها - آن مرمت شده است - کاربرد - آن داشته است - بالاي - تپه - به همین خاطر - من فکر می کنم - نظامی - حکومتی - اکنون - استفاده می شود - موزه - محل - بازدید - تفریح - گردشگر - ایرانی - خارجی - مكانهاي - جالب - دیدنی - دیگر - استان - لرستان - وجود دارد - آبشار - جنگل - رودخانه - زیادي - طبیعت - بسیار- من دوست دارم - تو می آیی - تو باید بیایی - با ما - کوه بلند - زیبا - پرآب - جنگل - سرسبز - نزديك - تو ببيني -

কথপোকথন / কোন কিছু বুঝতে পারা / ইরানের লোরেস্তান প্রদেশের একটি শহরের নাম / শহর /প্রাচীন / নিদর্শন /ঐতিহাসিক / কোনটি / দূর্গ / লোরেস্তানের একটি প্রাচীন দূর্গের নাম / সর্ম্পকিত / কোন সময় / পূর্বে / ইসলাম / সময়কাল / সাসানীয় / সেটি তৈরী হয় / অনেকবার / সেটি মেরামত করা হয় / ব্যবহার বা প্রয়োগ / সেটি ছিল / উপরে / টিলা / সেজন্য/ আমার মনে হয় / সামরিক / সরকারি /এখন / ব্যবহৃত হয় / যাদুঘর / স্থান / পরিদর্শন / বিনোদন /পর্যটক / ইরানী / বিদেশী / স্থানসমূহ /আকর্ষণীয় / দর্শনীয় / অন্যান্য / প্রদেশ / ইরানের একটি প্রদেশের নাম / আছে / ঝর্ণা / বন / নদী /অনেক /প্রকৃতি / অনেক / আমি পছন্দ করি / তুমি আস /তুমি অবশ্যই আসবে / আমাদের সাথে / উঁচু পাহাড় / সুন্দর / পানিতে পরিপূর্ণ / সবুজ শ্যামল /নিকট / তুমি দেখবে। নতুন শব্দগুলো এবং সেগুলোর অর্থ জেনে নেওয়া গেল। মাসউদ ও মুহম্মদ রেস্তোরাঁয় বসে কথা বলছে। আসুন তাদের কথোপকথনে এবার মনোযোগ দেই। তবে ফার্সিতে শোনার আগে যথারীতি একবার বাংলায় অনুবাদ করে দিচিছ।

محمد - از صحبت هایت پیداست که خرم آباد ، شهري قدیمی است . آثار تاریخی اين شهر کدامند ؟مسعود - شهر خرم آباد را با قلعه تاريخي فلک الافلاک می شناسند .محمد - این قلعه مربوط به چه زمانی است ؟مسعود - این قلعه پیش از اسلام ، در دوره ساسانی ساخته شده و بارها مرمت شده است .محمد - قلعه فلك الافلاك چه کاربردی داشته است ؟مسعود - این قلعه بالاي یک تپه ساخته شده است ، به همین خاطر فکر می کنم کاربرد نظامی و حکومتی داشته است .محمد - اکنون از این قلعه چه استفاده ای می شود ؟مسعود - اکنون قلعه فلک الافلاک ، موزه و محل تفریح و بازدید گردشگران ایرانی و خارجی است .محمد - چه مكانهاي جالب و دیدنی دیگری در استان لرستان وجود دارد ؟مسعود - آبشارها ، جنگل ها و رودخانه های زیادی در لرستان هست .محمد - من طبیعت ایران را بسیار دوست دارم .مسعود - پس باید با ما به لرستان بیایی تا کوههای بلند ، آبشارهای زیبا ، رودخانه های پرآب و جنگل های سرسبز را از نزديك ببيني .

মুহাম্মদঃ তোমার কথা থেকে বুঝা যায় যে খুররামাবাদ একটি প্রাচীন শহর । এ শহরের ঐতিহাসিক নিদর্শনগুলো কি কি? মাসউদঃ খুররামাবাদ শহরটি ঐতিহাসিক ফালাকুল আফলাক দূর্গের জন্য সুপরিচিত।মুহম্মদ -এ দূর্গটি কোন্ আমলের ? মাসউদ - এ দূর্গটি ইসলাম পূর্ববর্তী সাসানীয় শাসনামলে তৈরী হয় এবং অনেকবার এটি মেরামত করা হয়।মুহম্মদ - ফালাকুল আফলাক দূর্গটি কী কাজে ব্যবহৃত হত? মাসউদ - এই দূর্গটি একটি টিলার ওপরে নির্মিত হয়েছে , তাই আমার মনে হয় দূর্গটি সামরিক ও সরকারি কাজে ব্যবহৃত হত । মুহম্মদঃ - দূর্গটি এখন কী কাজে ব্যবহৃত হয়? মাসউদ- এখন ফালাকুল আফলাক দূগর্টি ইরানি ও বিদেশী পর্যটকদের জন্য যাদুঘর ,বিনোদন কেন্দ্র ও বেড়ানোর স্থান। মুহম্মদ- লোরেস্তানে আর কী কী আর্কষণীয় ও দর্শনীয় স্থান আছে ?মাস্উদ -লোরেস্তানে অনেক ঝর্ণা,বন-বনানী ও নদী আছে । মুহম্মদ- আমি ইরানের প্রকৃতিকে অনেক ভালোবাসি।

মাস্উদ - তাহলে তো আমাদের সাথে তোমার লোরেস্তানে আসা উচিত যাতে খুব কাছ থেকে উঁচু উঁচু পাহাড়,সুন্দর সুন্দর ঝর্ণা, জল টৈটুম্বুর সদা বহমান নদী আর সবুজ বনভূমি দেখতে পারো ।মুহাম্মদ মাসউদের কাছে লোরেস্তানের বিভিন্ন ঝর্ণা সর্ম্পকে জানতে চায়। মাসউদও মুহাম্মাদের কৌতূহল মেটায়। খুব অল্প সময়ের মধ্যেই মাসউদের সাথে মুহম্মদের বন্ধুত্ব হয়ে যায়। মাসউদ মুহম্মদকে লোরেস্তানে আসার আমন্ত্রণ জানায় । মাসউদের এই আন্তরিক আমন্ত্রণ মুহাম্মদ সাদরে গ্রহণ করে। #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ