সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka

সুদূর অতীতে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ও সংস্কৃতিক বন্ধন তৈরীতে সিল্ক রোড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ।

সিল্ক রোডের অংশ বিশেষ চীন সাগরের উপর দিয়ে গিয়ে চীনকে ভারতের সাথে ও ভারতকে আফ্রিকার পূর্ব অংশের সাথে সংযুক্ত করেছিল। এই পথের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনও অবশিষ্ট রয়েছে। মুহাম্মদ ও সাঈদ এ বিষয়টি নিয়ে আজো কথা বলছে। আসুন তাদরে কথা শোনার আগে আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক ।

اطراف - تو می دانی - چيست - هتل - مسافر - محل - استراحت - شبها - آنها استراحت می کردند - تازه -من فهمیدم - معنی - حتما" - آثار - آن برجای مانده است - کویر - قدیمی - گردشگر - خارجي - آنها دوست دارند - بسیار - آنها می بینند - آنها دوست دارند ببینند - همین طور است - حتی - اقامت - دلپذیر- تو مي شناسي - دوران - آن مانده است - آن مانده باشد - مرنجاب - منطقه - کویری - من مي شناسم - آنها مي رفتند - آنها اقامت می کردند - به راحتی - آنها می روند - آنها می توانند بروند - البته - زیبایی - قدمت - آب شیرین - آن به آنجا می کشاند -

চতুর্দিক / তুমি জান / কি / হোটেল / ভ্রমণকারী / স্থান / বিশ্রাম / রাতগুলো / তারা বিশ্রাম করত/ সবে মাত্র / বুঝছি / অর্থ / অবশ্যই / নিদর্শন / সেটি অবশিষ্ট আছে / মরুভূমি / প্রাচীন / পর্যটক / বিদেশী / তারা পছন্দ করে / অনেক / তারা দেখে / তারা দেখতে চায় / ঠিক এমনটি / এমনকি / অবস্থান / আনন্দদায়ক বা মনোমুগ্ধকর / তুমি চনেো / কাল বা সময় /সেটি অবশিষ্ট আছে / হয়তো সেটি অবশিষ্ট আছে / একটি সরাইখানার নাম / স্থান / মরুময় / আমি চিনি / তারা যেত / তারা অবস্থান করতো / সহজেই / তারা যায় / তারা যেতে পারে / অবশ্যই / সৌন্দর্য /প্রাচীনত্ব / সুপেয় পানি /সেটি সেখানে আকর্ষণ করে।

নতুন শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। মুহাম্মদ ও সাঈদের কপকোথন শুনবো,তবে প্রথমইে যথারীতি আপনাদের জন্য একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি ।

سعید - می دانی در اطراف جاده ابریشم ، کاروانسراهای زیادی وجود داشته است ؟محمد - کاروانسرا چیست ؟ سعید - کاروانسرا مثل هتل هاي امروز ، محل استراحت مسافران بوده است . مسافران جاده ابريشم ، شبها در این کاروانسراها استراحت می کردند . محمد - تازه فهمیدم کاروانسرا به چه معنی است . حتما" کاروانسراهای زیادی در اطراف جاده ابريشم وجود داشته است . آیا آثاری از این کاروانسراها برجای مانده است ؟ سعید - بله . در کویر ایران چند کاروانسرای قدیمی وجود دارد که مربوط به جاده ابریشم است. محمد - فکر می کنم گردشگران خارجی بسیار دوست دارند که این کاروانسراها را ببینند . سعید - همین طور است . حتی اقامت در این کاروانسراهای قدیمی ، خیلی دلپذیر است . محمد - کاروانسرایی را مي شناسي که از آن دوران مانده باشد ؟ سعید - کاروانسرای مرنجاب در منطقه کویری را می شناسم . مسافرانی که از خراسان به ری و اصفهان می رفتند ، در این کاروانسرا اقامت می کردند . محمد - آیا گردشگران می توانند به راحتی به آنجا بروند ؟سعید - البته . آب و هوای کویری ، زیبایی و قدمت کاروانسرا و آب شیرین آن ، مسافران و گردشگران زیادی را به آنجا می کشاند .

সাঈদ -তুমি কি জান সিল্ক রোডের আশপোশে অনেক সরাইখানা ছিল ?মুহম্মদ- সরাইখানা কি?সাঈদ- সরাইখানা হচ্ছে এখনকার হোটলেগুলোর মত,যেখানে ভ্রমনকারীরা বিশ্রাম নেয়। সিল্ক রোডের ভ্রমণকারীরা রাত্রিতে এই সরাইখানাগুলোতে বিশ্রাম নিতো। মুহাম্মদ - এখন বুঝতে পারলাম সরাইখানা কাকে বলে। এটা নিশ্চিত যে সিল্ক রোডে অনেক সরাইখানা ছিল।এই সরাইখানাগুলোর কোন নিদর্শন কি এখনো অবশিষ্ট আছে? সাঈদ- হ্যাঁ। ইরানের মরুপ্রান্তে সিল্ক রোড সংলগ্ন কয়েকটি প্রাচীন সরাইখানা আছে। মুহাম্মদ- আমার মনে হয় বিদেশী পর্যটকরা এই সরাইখানাগুলো খুব দেখতে চায়।সাঈদ - ঠিক তাই। প্রাচীন এই সরাইখানাগুলোতে থাকাটাও বেশ আনন্দদায়ক। মুহাম্মদ - প্রাচীন আমলের কোনো সরাইখানা কি চেনো? সাঈদ মরু অঞ্চলের মারানজব সরাইখানাটি চিনি। খোরাসান থেকে রেই ও ইস্পাহানের উদ্দেশ্যে যারা যেত তারা এই সরাইখানায় অবস্থান করতো । মুহাম্মদ - পর্যটকরা কি সহজেই সেখানে যেতে পারে? সাঈদ- অবশ্যই।মরুভূমির আবহাওয়া,প্রাচীন সরাইখানার সৌন্দর্য এবং সেখানকার সুপেয় পানি প্রচুর পর্যটক ও ভ্রমনকারীকে আকৃষ্ট করে।

পাঠক! সাইদ যেমনটি বলেছে,এই সরাইখানার পানির নালাটি মিষ্টি ও সুপেয়।মজার ব্যাপার হলো মারানজব সরাইখানাটি কোম হৃদ বা লবণ হৃদের দক্ষিণে অবস্থিত,অথচ এই সরাইখানার পানি সুপেয়। এ বিষয়টা দেশী বিদেশী পর্যটকদের হতবাক করে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ