কথাবার্তা:করোনা সন্দেহে মাকে বনে ফেলে গেলেন সন্তানেরা, কি নিষ্ঠুর!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে করোনা যুদ্ধের মধ্যেও -বাংলা নববর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- বৈশাখ এল দুঃসময়ে, ম্লান নববর্ষ-দৈনিক প্রথম আলো
- বাংলাদেশে কি লকডাউন তুলে নেয়ার পরিস্থিতি আছে?-দৈনিক ইত্তেফাক
- রায়গঞ্জে ৫০ বস্তা চালসহ তিনজন আটক-দৈনিক মানবজমিন
- ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল-দৈনিক যুগান্তর
- করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, মরদেহ নিতে অস্বীকার পরিবারের!-বাংলাদেশ প্রতিদিন
- দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বোচ্চ রেকর্ড–কালের কণ্ঠ
- শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হবো: কাদের-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- দেশে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত, ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২০০-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- করোনা পরিস্থিতি ভয়ঙ্কর, ২১ দিনে ক্ষতি হবে ৮ লক্ষ কোটি টাকা!-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
আজ বাংলা নববর্ষ ১৪২৭ । তবে করোনার কারণে প্রাণহীন নতুন বছর। বিশ্বজুড়ে করোনা যুদ্ধের মধ্যে সব উৎসবই ম্লান হয়ে গেছে। দৈনিক প্রথম আলো লিখেছে, বৈশাখ এলেই কালবৈশাখীর কথা মনে হয়। তবে এ বছর বৈশাখ আসার অনেক আগেই করোনা নামের ভাইরাস-ঝড় সারা বিশ্বকে লন্ডভন্ড করে দিয়েছে। তবু বৈশাখ এসেছে, হয়তো মুমূর্ষকে জাগিয়ে তুলতেই এসেছে। জীবনের আবর্জনা দূর করতেই এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গরোধের নিয়ম মেনে চলে ঘরোয়াভাবে নববর্ষ পালনের নির্দেশ দিয়েছেন।আজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হবো।

বিশ্ব কাপানো করোনার চেয়ে বড় কোনো খবর এখন মিডিয়ায় নেই। প্রতিদিন আপডেট খবরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলকে আক্রান্ত করেছে করোনাভাইরাস। বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ১,১৬,৮১৬ জন ও আক্রান্তের সংখ্যা ১৮,৭৮,৩৬৭ জন এবং ৪,৫৬,৭৩৭ জন সুস্থ্য হয়েছেন । করোনার প্রভাব বিশ্বের সবকিছুতে । চলছে কোয়ারেন্টিন, আইসোলেশন, লকডাইন, শাটডাউন।
করোনা সম্পর্কিত বাংলাদেশের খবর:
২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল-এ নিয়ে মোট মারা গেছেন ৪৬ জন।

আর সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার ১২ জন। দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইন ব্রিফিং এমন খবর দেয়া হয়েছে। দৈনিক যুগান্তরসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে।
কষ্টের খবর-দিয়েছে প্রথম আলো, করোনা সন্দেহে মাকে সখীপুরের বনে ফেলে গেলেন সন্তানেরা।
এ খবরে লেখা হয়েছে, ‘মা, তুমি এই বনে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব’—এ কথা বলে ৫০ বছর বয়সী মাকে টাঙ্গাইলের সখীপুরে শাল-গজারির বনে ফেলে যান তাঁর সন্তানেরা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সন্তানেরা এমনটা করেন। পরে দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন তাঁকে বন থেকে উদ্ধার করে ঢাকায় পাঠায়। এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে পলাশে বৃদ্ধের মৃত্যু, লাশ দাফনে এলেন না স্বজনরা। এ ঘটনা ঘটেছে ঘোড়াশাল পৌর এলাকায়।
রায়গঞ্জে ৫০ বস্তা চালসহ তিনজন আটক-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে,
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কালো বাজারে পাচারের অভিযোগে তিন জনকে আটক করেছে র্যাব। এসময় ৫০ বস্তা চালসহ বহনকৃত ট্রাকটি জব্দ করা করা হয়। এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণের জন্য হাহাকার চলছে।এদিকে ত্রাণের জন্য রাজধানীর সড়কে শত শত মানুষ।
করোনা বিশ্ব:
করোনায় মৃত্যু ১ লাখ ২০ হাজার ছাড়াল-দৈনিক যুগান্তর
মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
লকডাউন শিথিলের জন্য ৬ শর্ত দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে,
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশে জারি করা হয়েছে লকডাউন। এই লকডাউনের কারণে থমকে গেছে দেশগুলোর অর্থনীতির চাকা। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত ইতালি, স্পেন লকডাউন শিথিল করেছে। একই কারনে ইসরায়েল , ডেনমার্ক , অস্ট্রিয়াও ইতিমধ্যে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রেও শিগগিরই লকডাউল তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দেশগুলোর লকডাউন তুলে নেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসীরা সুস্থ হয়ে ওঠছেন বলে খবর দিয়েছে দৈনিক মানবজমিন। যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্য সংস্থার ৩৪% কর্মী করোনায় আক্রান্ত বলে সিএনএনের বরাত দিয়ে জানিয়েছে প্রথম আলো। স্পেনে করোনায় আক্রান্ত ও কর্মহীনদের পাশে বাংলাদেশিরা-এটি দৈনিক যুগান্তরের খবর।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
করোনা পরিস্থিতি ভয়ঙ্কর, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার-দৈনিক আনন্দবাজার পত্রিকা/দৈনিক আজকাল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে যা এখনও পর্যন্ত রেকর্ড। মোট ১০ হাজার ৫৮৬ জন করোনা আক্রান্ত বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মৃতের সংখ্যাও ৩৫৮ হয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নমুনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গোটা দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন মোদি। দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু, এই তিন রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক।
‘লকডাউন তো বাড়ল, আর্থিক প্যাকেজ কোথায়?’ মোদিকে প্রশ্ন কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন

জাতির উদ্দেশ্যে ভাষণে দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সরকার তার সবরকম ব্যবস্থা করছে বলেও দাবি করেন তিনি। করোনা রুখতে দেশবাসীর উদ্দশ্যে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করতে অনুরোধ করলেও নতুন করে আর্থিক প্যাকেজ বা অতিরিক্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করেননি মোদি। আর সেটা হাতিয়ার করেই সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। তাঁদের প্রশ্ন, দেশজুড়ে ২১ দিনের লকডাউনে এমনিতেই চরম সমস্যায় মানুষ। তার উপর আরও ১৯ বাড়ানো হল লকডাউন। তা সত্বেও কেন নতুন করে আর্থিক প্যাকেজ ঘোষণা হল না?
২১ দিনে ক্ষতি হবে ৮ লক্ষ কোটি টাকা!-দৈনিক আজকাল
লকডাউন। কলকারখানা, ব্যবসা–বাণিজ্য বন্ধ। বিমান, রেল, যাত্রিবাহী যান কিছুই চলছে না। একমাত্র পণ্য পরিবহণ হচ্ছে, তাও নিয়ন্ত্রিত। ২১ দিনের এই টানা লকডাউনে ভারতীয় অর্থনীতির আনুমানিক ক্ষতি ৭–৮ লক্ষ কোটি টাকা! বলছে শিল্পমহল এবং বাণিজ্য বিশ্লেষক সংস্থাগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে। তার জেরে দেশের ৭০ শতাংশ অর্থনৈতিক কাজকর্ম বন্ধ। নতুন বিনিয়োগ, রপ্তানি, ভোগ্যপণ্যের বিক্রি থমকে রয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪