জুন ১৮, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ৩৮০৩-দৈনিক যুগান্তর
  • করোনায় আক্রান্ত এক লাখ-বাংলাদেশে ১০৩ দিনে, ইউরোপ-আমেরিকায় ৩৮-৯০ -দিনে -দৈনিক প্রথম আলো
  • আধুনিক নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • জোন গুলোতে লকডাউন প্রস্তুতিতে সিটি মেয়রদের  নির্দেশ-কালের কণ্ঠ
  • আমরা 'করোনা' এক্সপ্রেসে উঠে এসেছি-দৈনিক মানবজমিন 
  •   ভারতের শিরোনাম:  
  • একদিনে ফের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি-সংবাদ প্রতিদিন
  • গভীরভাবে কৃতজ্ঞ’রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে সদস্যপদ দেওয়ায় মন্তব্য মোদির‌-দৈনিক আজকাল
  • গলওয়ানে ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক, অবস্থানে অনড় বেজিং –দৈনিক আনন্দবাজার পত্রিকা

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

করোনায় বিশ্ব ব্যবস্থা বলা চলে একরকম ভেঙে পড়েছে। আজও বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনার আপডেট এবং লাদাখের বর্তমান পরিস্থিতির খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। তো এদুটো বিষয়সহ অন্যান্য খবর দেখে নেয়া যাক।
প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বের দেশে দেশে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৪ লাখ ৫১ হাজার ৯৪৩ জন এবং আক্রান্তও ৮৪ লাখ ৬৬ হাজার ২৫৬ জন।  
করোনা বিশ্বের অন্যান্য খবর-নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন তদারকিতে নামানো হচ্ছে সেনাবাহিনী। করোনায় নারীর চেয়ে পুরুষের মৃত্যু তিন গুণেরও বেশি। নারীর মৃত্যুর হার ২০ শতাংশ। পুরুষের মৃত্যুর হার ৭৭ শতাংশ। তাছাড়া করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা নিয়ে- মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, সরকারি হিসাবের চেয়ে বিশ্বে করোনায় মুত্যু অনেক বেশি। 

বাংলাদেশে করোনার আপডেট খবর: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ৩৮০৩ জন। দৈনিক যুগান্তরসহ প্রায় সব দৈনিকে এ পরিসংখ্যান এসেছে। আরও লেখা হয়েছে, এ নিয়ে সর্বমোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন। সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন। করোনা আক্রান্তে কানাডাকে ছাড়িয়ে ১৭তম বাংলাদেশ। আরও তিন বছর দেশে করোনা থাকতে পারে বলে  স্বাস্থ্য অধিদফতর।
দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, টিপু মুনশি-মোকাব্বির করোনা নিয়েই সংসদে গিয়েছিলেন - তবে তারা জানতেন না যে তারা করোনা আক্রান্ত। পরে পরীক্ষায় ধরা পড়ে। তাছাড়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বিএনপি নেতা রুহলি কবির রিজভীর অভিযোগ করোনা আক্রান্তরা চিকিৎসা পাচ্ছেন না।  অন্যদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপ।

আর দৈনিক মানবজমিনের একটি শিরোনাম- আমরা করোনা এক্সপ্রেসে উঠে বসেছি। এটি লিখেছেন দৈনিকটির প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। এতে বলা হয়েছে, সংক্রমণ আকাশ ছোঁয়া। প্রতি দশে চার জন আক্রান্ত হচ্ছেন। কোন আলোর রেখা দেখা যাচ্ছেনা। মৃত্যুর কাফেলা প্রতিনিয়ত লম্বা হচ্ছে। বাড়ছে মৃত্যু ভয়। হাসপাতালে ঠাঁই নেই। চিকিৎসা না পেয়ে রাস্তায়, অ্যাম্বুলেন্সে মানুষ মারা যাচ্ছে। গ্রামেও করোনার ঢেউ পৌঁছে গেছে।

আমরা বলছি মানিয়ে চলতে হবে। করোনাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বেও মানুষ মারা যাচ্ছে। আমাদের এখানে নাহয় একটু বেশিই মারা গেল। অযথাই স্বাস্থ্য বিজ্ঞানী আর বিশেষজ্ঞরা হইচই করে। ওদের কথা কি শুনলে চলে! ওরাতো দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে বলে। আচ্ছা বলুনতো মানুষ বাঁচাবো কি করে? ওদের পেটে দানা পানি না পড়লে ওরাতো ক্ষুব্ধ হবে। আর তা হবে করোনার চেয়েও ভয়ংকর।

তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার-মহিলা পরিষদের বিবৃতি-দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়—প্রকৃত ঘটনা আরো অনেক বেশি, সংবাদমাধ্যমে নারী নির্যাতনের আংশিক কিছু খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা যায়, ২৬৭ জন নারী এবং ২১৩টি মেয়েশিশু নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে—করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় পার করছে। অর্থনৈতিক টানাপোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্নতা ও অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস ঘটনা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে পরিবারের নারী শিশুদের ওপর। এদিকে সড়ক মহাসড়কে ১০৯ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে বলে একই দৈনিকের অন্য এক খবরে উল্লেখ করা হয়েছে।

আগামী অর্থবছরে সাড়ে ৭% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির-দৈনিক প্রথম আলোর এ শিরেনামের খবরে লেখা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলেছে, আগামী অর্থবছরে তা বেড়ে সাড়ে ৭ শতাংশ হতে পারে। করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী অর্থবছরে দেশের অথর্নীতি পুনরুদ্ধারের পথে যাবে বলে আশা করছে এই দাতা সংস্থাটি।

 এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
গলওয়ানে ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক, অবস্থানে অনড় বেজিং-দৈনিক আনন্দবাজার পত্রিকা

গতকালের বৈঠকে সমাধানসূত্র মেলেনি। গলওয়ান উপত্যকায় সেনা সরানো নিয়ে বৃহস্পতিবার ফের দুশের সেনার মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসল ভারত-চীন। গলওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে যে জায়গায় দু’দেশের সেনার সংঘর্ষ হয়েছিল, সেই এলাকাতেই বৈঠক চলছে বলে সেনা সূত্রে খবর মিলেছে। তবে চিন এখনও সেনা সরাতে নারাজ অবস্থানেই অনড় রয়েছে বলে সূত্র জানিয়েছে। সোমবার রাতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ভারতের পক্ষে এক কর্নেল-সহ ১৯ জন সেনা জওয়ান নিহত হন। চিনের দিকে ৪৩ জন হতাহত বলে ভারতীয় সেনা সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে।
ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

একদিনে ফের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও-দৈনিক সংবাদ প্রতিদিনের এ শিরেনামের খবরে লেখা হয়েছে, আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল বৃহস্পতিবারও। একদিনে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যার নিরিখে ফের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ হাজার মানুষ COVID-19 আক্রান্ত হলেন। উদ্বেগজনক হারে বাড়ল মৃত্যুও। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জনে।মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ হাজার ২৩৭ জনে করোনা সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত।

গভীরভাবে কৃতজ্ঞ’রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে সদস্যপদ দেওয়ায় মন্তব্য মোদির‌-দৈনিক আজকাল
বিস্তারিত খবরে লেখা হয়ছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে সদস্য করায় ভারত ‘গভীরভাবে কৃতজ্ঞ’। আজ এ ভাষাতেই নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্য সম্বলিত সাধারণ সভায় ১৮৪টি ভোটে জিতে ইউএনএসসি–র ২০২১–২২–এর জন্য অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে অন্যতম রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে ভারত। এখন ভারত সব রাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বে শান্তি, নিরাপত্তা স্থিতাবস্থা আর সাম্যতা আনার জন্য কাজ করবে বলে এক টুইটে জানিয়েছেন মোদি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮